নয়াদিল্লি, 2 মে: পূর্ণ উদ্যমে কোভিড টিকা কোভিশিল্ড তৈরির কাজ চলছে ৷ এ কথা জানালেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা ৷ টিকার বিষয়ে আলোচনা করতে ব্রিটেন থেকেই তাঁর পার্টনার ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷
পুনাওয়ালা টুইট করে জানিয়েছেন, "ব্রিটেনে আমাদের পার্টনার ও স্টেকহোল্ডারদের সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে ৷ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পুণেতে কোভিশিল্ডের উত্পাদন পূর্ণ উদ্যমে চলছে ৷ কয়েকদিন পরেই ফিরে গিয়ে আমি পরিস্থিতি পর্যালোচনা করব ৷"
আরও পড়ুন: সামান্য কমে দেশে দৈনিক করোনা সংক্রমণ 3.9 লাখ, মৃত আরও 3689
গত বুধবার রাজ্যগুলির জন্য কোভিশিল্ডের দাম 400 টাকা থেকে কমিয়ে 300 টাকা করার কথা ঘোষণা করেছে এসআইআই ৷ পুনাওয়ালাকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা ব্যবস্থা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এই নিরাপত্তা ব্যবস্থায় 11 জন নিরাপত্তা কর্মীর মধ্যে একজন বা দু'জন কম্যান্ডো, আর বাকি সবাই পুলিশকর্মী ৷ এরা সবাই ঘিরে রয়েছেন আদরকে ৷ তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন সেরাম কর্তা ৷ বিভিন্ন মহলের থেকে চাপ আসায় তিনি দেশ ছেড়ে ব্রিটেনে পাড়ি জমিয়েছেন বলে জানা গিয়েছে ৷