নয়া দিল্লি, 16 এপ্রিল: তাজমহল-সহ আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় স্মৃতিসৌধ, যাদুঘর ও পর্যটনস্থল বন্ধ থাকবে আগামী 15 মে পর্যন্ত ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগাম ছাড়া সংক্রমণের কারণে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ৷
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেল টুইট করে জানান, ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার যাবতীয় সব পর্যটনস্থল বন্ধ থাকবে ৷ প্রহ্লাদ পটেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই সংক্রান্ত নোটিসটিও টুইট করেন ৷ ওই নোটিসে লেখা হয়েছে, "করোনার বাড়তি সংক্রমণের কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় স্মৃতিসৌধ ও পর্যটনস্থল আগামী 15 মে 2021 অবধি বন্ধ থাকবে ৷ ফের কবে পর্যটনস্থলগুলি খোলা হবে, তা পরবর্তী নোটিসে জানানো হবে ৷"
-
कोरोना की महामारी के वर्तमान प्रकोप को देखते हुए @MinOfCultureGoI ने @ASIGoI के द्वारा संरक्षित सभी स्मारकों को आगामी 15 मई तक बंद रखने का फ़ैसला किया है @PMOIndia @tourismgoi @incredibleindia pic.twitter.com/EZX2jNQI9V
— Prahlad Singh Patel (@prahladspatel) April 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">कोरोना की महामारी के वर्तमान प्रकोप को देखते हुए @MinOfCultureGoI ने @ASIGoI के द्वारा संरक्षित सभी स्मारकों को आगामी 15 मई तक बंद रखने का फ़ैसला किया है @PMOIndia @tourismgoi @incredibleindia pic.twitter.com/EZX2jNQI9V
— Prahlad Singh Patel (@prahladspatel) April 15, 2021कोरोना की महामारी के वर्तमान प्रकोप को देखते हुए @MinOfCultureGoI ने @ASIGoI के द्वारा संरक्षित सभी स्मारकों को आगामी 15 मई तक बंद रखने का फ़ैसला किया है @PMOIndia @tourismgoi @incredibleindia pic.twitter.com/EZX2jNQI9V
— Prahlad Singh Patel (@prahladspatel) April 15, 2021
আরও পড়ুন: ফের রেকর্ড, পরপর দু'দিন 2 লাখের গণ্ডি ছাড়াল সংক্রমণ
আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় রয়েছে দেশের 3 হাজার 693টি সৌধ ও 50টি যাদুঘর ৷ গতকাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র নীতিন ত্রিপাঠি জানান, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দিরের মতো সৌধগুলির ক্ষেত্রে নিত্য পুজো হলেও সাধারণ দর্শক প্রবেশ করতে পারবেন না ৷
করোনা সংক্রমণের কারণে গত বছর 17 মার্চ বন্ধ হয়ে গিয়েছিল আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় সৌধ ও পর্যটনস্থল ৷ স্বাস্থ্যবিধি মেনে ফের যা খুলেছিল জুলাইয়ের শুরুতে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের কোপ পড়ল পর্যটনস্থলগুলিতে ৷