ETV Bharat / bharat

তাজ দর্শনে করোনার কোপ, বন্ধ অন্য স্মৃতিসৌধও

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেল টুইট করে জানান, ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার যাবতীয় পর্যটনস্থল বন্ধ থাকবে 15 মে পর্যন্ত ৷

covid-19-surge-asi-monuments-closed-for-visitors-till-may-15
covid-19-surge-asi-monuments-closed-for-visitors-till-may-15
author img

By

Published : Apr 16, 2021, 11:07 AM IST

Updated : Apr 16, 2021, 11:24 AM IST

নয়া দিল্লি, 16 এপ্রিল: তাজমহল-সহ আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় স্মৃতিসৌধ, যাদুঘর ও পর্যটনস্থল বন্ধ থাকবে আগামী 15 মে পর্যন্ত ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগাম ছাড়া সংক্রমণের কারণে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ৷

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেল টুইট করে জানান, ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার যাবতীয় সব পর্যটনস্থল বন্ধ থাকবে ৷ প্রহ্লাদ পটেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই সংক্রান্ত নোটিসটিও টুইট করেন ৷ ওই নোটিসে লেখা হয়েছে, "করোনার বাড়তি সংক্রমণের কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় স্মৃতিসৌধ ও পর্যটনস্থল আগামী 15 মে 2021 অবধি বন্ধ থাকবে ৷ ফের কবে পর্যটনস্থলগুলি খোলা হবে, তা পরবর্তী নোটিসে জানানো হবে ৷"

  • कोरोना की महामारी के वर्तमान प्रकोप को देखते हुए @MinOfCultureGoI ने @ASIGoI के द्वारा संरक्षित सभी स्मारकों को आगामी 15 मई तक बंद रखने का फ़ैसला किया है @PMOIndia @tourismgoi @incredibleindia pic.twitter.com/EZX2jNQI9V

    — Prahlad Singh Patel (@prahladspatel) April 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফের রেকর্ড, পরপর দু'দিন 2 লাখের গণ্ডি ছাড়াল সংক্রমণ

আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় রয়েছে দেশের 3 হাজার 693টি সৌধ ও 50টি যাদুঘর ৷ গতকাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র নীতিন ত্রিপাঠি জানান, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দিরের মতো সৌধগুলির ক্ষেত্রে নিত্য পুজো হলেও সাধারণ দর্শক প্রবেশ করতে পারবেন না ৷

করোনা সংক্রমণের কারণে গত বছর 17 মার্চ বন্ধ হয়ে গিয়েছিল আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় সৌধ ও পর্যটনস্থল ৷ স্বাস্থ্যবিধি মেনে ফের যা খুলেছিল জুলাইয়ের শুরুতে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের কোপ পড়ল পর্যটনস্থলগুলিতে ৷

নয়া দিল্লি, 16 এপ্রিল: তাজমহল-সহ আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় স্মৃতিসৌধ, যাদুঘর ও পর্যটনস্থল বন্ধ থাকবে আগামী 15 মে পর্যন্ত ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগাম ছাড়া সংক্রমণের কারণে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ৷

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেল টুইট করে জানান, ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার যাবতীয় সব পর্যটনস্থল বন্ধ থাকবে ৷ প্রহ্লাদ পটেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই সংক্রান্ত নোটিসটিও টুইট করেন ৷ ওই নোটিসে লেখা হয়েছে, "করোনার বাড়তি সংক্রমণের কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় স্মৃতিসৌধ ও পর্যটনস্থল আগামী 15 মে 2021 অবধি বন্ধ থাকবে ৷ ফের কবে পর্যটনস্থলগুলি খোলা হবে, তা পরবর্তী নোটিসে জানানো হবে ৷"

  • कोरोना की महामारी के वर्तमान प्रकोप को देखते हुए @MinOfCultureGoI ने @ASIGoI के द्वारा संरक्षित सभी स्मारकों को आगामी 15 मई तक बंद रखने का फ़ैसला किया है @PMOIndia @tourismgoi @incredibleindia pic.twitter.com/EZX2jNQI9V

    — Prahlad Singh Patel (@prahladspatel) April 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফের রেকর্ড, পরপর দু'দিন 2 লাখের গণ্ডি ছাড়াল সংক্রমণ

আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় রয়েছে দেশের 3 হাজার 693টি সৌধ ও 50টি যাদুঘর ৷ গতকাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র নীতিন ত্রিপাঠি জানান, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দিরের মতো সৌধগুলির ক্ষেত্রে নিত্য পুজো হলেও সাধারণ দর্শক প্রবেশ করতে পারবেন না ৷

করোনা সংক্রমণের কারণে গত বছর 17 মার্চ বন্ধ হয়ে গিয়েছিল আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় সৌধ ও পর্যটনস্থল ৷ স্বাস্থ্যবিধি মেনে ফের যা খুলেছিল জুলাইয়ের শুরুতে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের কোপ পড়ল পর্যটনস্থলগুলিতে ৷

Last Updated : Apr 16, 2021, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.