হায়দরাবাদ , 3 মার্চ : প্রকাশিত হল কোভিড-19 টিকা কোভ্যাক্সিনের ফেজ়-3 ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল । ভারত বায়োটেকের চেয়ারম্যান ও এমডি ডাঃ কৃষ্ণা এল্লা জানিয়েছেন, কোভ্যাক্সিন 81 শতাংশ কার্যকরী এবং ব্রিটেন স্টেনকে প্রতিরোধ করতেও সক্ষম । তিনি জানিয়েছেন , যাদের করোনার সংক্রমণ হয়নি তারা দুটি ডোজ় নেওয়ার পর করোনা প্রতিরোধের ক্ষমতা 81 শতাংশ বৃদ্ধি পাবে ।
ভারত বায়োটেকের চেয়ারম্যান ও এমডি ডাঃ কৃষ্ণা এল্লা বলেন , " আমরা 43 টি কেস নিয়ে আমরা তৃতীয় ফেজ়ের প্রথম অভ্যন্তরীণ বিশ্লেষণ করেছি। এর মধ্যে প্লেসবো গ্রুপের 36 টা কেস আর 7 টা কোভ্যাক্সিন গ্রুপের কেসে কোভিড-19 ছিল । ট্রায়ালে আমরা প্রায় 80.6 শতাংশ কার্যকারিতা লক্ষ্য করেছি । "
তিনি আরও বলেন, 2020 সালের নভেম্বরে থার্ড ফেজ় ট্রায়াল শুরু হয়। 25 টা কেন্দ্রে 25 হাজার 800 অংশগ্রহণকারীকে নিয়ে ট্রায়াল শুরু হয় । এদের আমরা দুটো গ্রুপে ভাগ করেছিলাম । একটি গ্রুপকে প্লেসবো দেওয়া হয় এবং অন্য গ্রুপকে কোভ্যাক্সিন দেওয়া হয় । এদের মধ্যে মোট 43 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায় । "
ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে খুব কম ক্ষেত্রেই মেডিকেল সহায়তার দরকার হয়েছে । ভ্যাকসিন ও প্লেসবো গ্রুপের মধ্যে ভারসাম্যে খুব একটা হেরফের হয়নি ।