ETV Bharat / sports

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনাকে হারিয়ে অঘটন প্য়ারাগুয়ের, হারের হ্যাটট্রিক মেসির - FIFA WORLD CUP QUALIFIER

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় হার আর্জেন্তিনার ৷ এগিয়ে গিয়েও হার মেসিদের ৷ কেমন খেললেন আর্জেন্তাইন মহাতারকা ?

LIONEL MESSI
হতাশ মেসি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 15, 2024, 10:49 AM IST

আসুনসিওন (প্যারাগুয়ে), 15 নভেম্বর: লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে গিয়েও বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে অবাক হার আর্জেন্তিনার ৷ শুক্রবার প্যারাগুয়ের কাছে 1-2 গোলে হেরে বসল লিওনেল মেসি নেতৃত্বাধীন 'লা আলবিসেলেস্তে' ৷ এই নিয়ে ক্লাব ফুটবল ও দেশের জার্সি মিলিয়ে টানা তিন ম্যাচে পরাজয় লিওনেল মেসির ৷

যদিও এই ম্য়াচে পরাজয় সত্ত্বেও লাতিন আমেরিকা যোগ্যতা অর্জনের পয়েন্ট টেবিলে শীর্ষেই অবস্থান করছে বিশ্বচ্যাম্পিয়নরা ৷ 11 ম্য়াচে তাঁদের সংগ্রহে 22 পয়েন্ট ৷ তবে দ্বিতীয় এবং তৃতীয়স্থানে থাকা কলম্বিয়া ও ব্রাজিলের সঙ্গে পয়েন্টের ব্য়বধান কমল তাঁদের ৷ বিশ্বচ্যাম্পিয়ন এবং একইসঙ্গে কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যদিও এদিন এগিয়ে গিয়েছিল শুরুতে ৷ এনজো ফার্নান্দেজের বাড়ানো বল ধরে গোল করে যান লাউতারো ৷ প্রাথমিকভাবে অফসাইডের ফ্ল্য়াগ উঠলেও ভিএআরের সাহায্য নিয়ে তা গোল দেন রেফারি ৷

তবে আর্জেন্তিনার সেই গোল মাত্র আট মিনিট স্থায়ী হয় ৷ 19 মিনিটে অ্যান্তোনিয়ে স্যানাব্রিয়ার দুর্ধর্ষ বাইসাইকেল-কিকে 1-1 করে প্য়ারাগুয়ে ৷ অ্যাওয়ে ম্য়াচে এদিন নিষ্প্রভ ছিলেন লিও মেসি ৷ শেষদিকে পরিবর্ত ভ্যালেন্তিন ক্যাস্তেলানোসকে একটি ক্রস বাড়ানো ছাড়া আটবারের ব্য়ালন ডি'অর জয়ীর পক্ষে বলার মত কিছু নেই এদিনের ম্যাচে ৷

প্যারাগুয়ের পক্ষে এদিন জয়সূচক গোলটি করেন ওমর আলদেরেতে ৷ বিরতির ঠিক পরেই ক্লাব ফুটবলে মেসির সতীর্থ দিয়েগো গোমেজের ফ্রি-কিক থেকে হেডে 2-1 করেন গেটাফে ফুটবলার ৷ জয়ের ফলে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের প্রশ্নে পয়েন্ট টেবিলে প্রথম ছ'য়ে ঢুকে পড়ল প্যারাগুয়ে ৷ লিগ টেবিলের প্রথম ছ'টি দলই সরাসরি মূলপর্বে পা রাখবে ৷

অন্য ম্য়াচে ভেনেজুয়েলার বিরুদ্ধে 1-1 ড্র করে দ্বিতীয়স্থানে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করল ব্রাজিল ৷ রাফিনহার গোলে এগিয়ে গিয়েও এদিন পুরো পয়েন্ট ঘরে তুলতে ব্যর্থ হয় 'সেলেকাও' ৷ 11 ম্য়াচে 17 পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে তাঁরা ৷

আসুনসিওন (প্যারাগুয়ে), 15 নভেম্বর: লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে গিয়েও বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে অবাক হার আর্জেন্তিনার ৷ শুক্রবার প্যারাগুয়ের কাছে 1-2 গোলে হেরে বসল লিওনেল মেসি নেতৃত্বাধীন 'লা আলবিসেলেস্তে' ৷ এই নিয়ে ক্লাব ফুটবল ও দেশের জার্সি মিলিয়ে টানা তিন ম্যাচে পরাজয় লিওনেল মেসির ৷

যদিও এই ম্য়াচে পরাজয় সত্ত্বেও লাতিন আমেরিকা যোগ্যতা অর্জনের পয়েন্ট টেবিলে শীর্ষেই অবস্থান করছে বিশ্বচ্যাম্পিয়নরা ৷ 11 ম্য়াচে তাঁদের সংগ্রহে 22 পয়েন্ট ৷ তবে দ্বিতীয় এবং তৃতীয়স্থানে থাকা কলম্বিয়া ও ব্রাজিলের সঙ্গে পয়েন্টের ব্য়বধান কমল তাঁদের ৷ বিশ্বচ্যাম্পিয়ন এবং একইসঙ্গে কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যদিও এদিন এগিয়ে গিয়েছিল শুরুতে ৷ এনজো ফার্নান্দেজের বাড়ানো বল ধরে গোল করে যান লাউতারো ৷ প্রাথমিকভাবে অফসাইডের ফ্ল্য়াগ উঠলেও ভিএআরের সাহায্য নিয়ে তা গোল দেন রেফারি ৷

তবে আর্জেন্তিনার সেই গোল মাত্র আট মিনিট স্থায়ী হয় ৷ 19 মিনিটে অ্যান্তোনিয়ে স্যানাব্রিয়ার দুর্ধর্ষ বাইসাইকেল-কিকে 1-1 করে প্য়ারাগুয়ে ৷ অ্যাওয়ে ম্য়াচে এদিন নিষ্প্রভ ছিলেন লিও মেসি ৷ শেষদিকে পরিবর্ত ভ্যালেন্তিন ক্যাস্তেলানোসকে একটি ক্রস বাড়ানো ছাড়া আটবারের ব্য়ালন ডি'অর জয়ীর পক্ষে বলার মত কিছু নেই এদিনের ম্যাচে ৷

প্যারাগুয়ের পক্ষে এদিন জয়সূচক গোলটি করেন ওমর আলদেরেতে ৷ বিরতির ঠিক পরেই ক্লাব ফুটবলে মেসির সতীর্থ দিয়েগো গোমেজের ফ্রি-কিক থেকে হেডে 2-1 করেন গেটাফে ফুটবলার ৷ জয়ের ফলে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের প্রশ্নে পয়েন্ট টেবিলে প্রথম ছ'য়ে ঢুকে পড়ল প্যারাগুয়ে ৷ লিগ টেবিলের প্রথম ছ'টি দলই সরাসরি মূলপর্বে পা রাখবে ৷

অন্য ম্য়াচে ভেনেজুয়েলার বিরুদ্ধে 1-1 ড্র করে দ্বিতীয়স্থানে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করল ব্রাজিল ৷ রাফিনহার গোলে এগিয়ে গিয়েও এদিন পুরো পয়েন্ট ঘরে তুলতে ব্যর্থ হয় 'সেলেকাও' ৷ 11 ম্য়াচে 17 পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.