ETV Bharat / technology

এই স্কুটারে 100 কিলোমিটার যেতে খরচ মাত্র সাড়ে 7 টাকা! - ZELIO EBIKES

ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা ZELIO Ebikes দেশীয় বাজারে তাদের নতুন বৈদ্যুতিক স্কুটার X-MEN 2.0 লঞ্চ করেছে । দাম শুরু হচ্ছে 70 হাজার টাকা থেকে ৷

ZELIO Ebikes
ইলেকট্রিক এক্স-মেন 2.0 স্কুটার (জেলিও ইলেকট্রিক স্কুটার)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 15, 2024, 11:06 AM IST

হায়দরাবাদ: জ্বালানি খরচ বাঁচাতে এবং পরিবেশ রক্ষা করতে কেন্দ্র সরকারের তরফে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ ইলেকট্রিক গাড়ি ব্যবহারের পাশাপাশি স্কুটার বাজারে আনে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি ৷ এবর Zelio eBikes লঞ্চ করল তাদের জনপ্রিয় X-MEN সিরিজের স্কুটার X-MEN 2.0 ৷ নতুন X-MEN 2.0 স্কুটারটি স্কুল ও কলেজের পড়ুয়া থেকে শুরু করে সমস্ত নাগরিকদের কথা ভেবেই তৈরি করা হয়েছে ৷

শিক্ষকের ভূমিকায় গুগলের নতুন AI 'লার্ন অ্যাবাউট'

Zelio X-Men 2.0 ইলেকট্রিক স্কুটার: এটি Zelio কোম্পানির জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার X-Men সিরিজের বেশ কয়েকটি সংস্করণ আছে। এটি অত্যাধুনিক প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে । রয়েছে লিড-অ্যাসিড এবং লিথিয়াম-আয়ন দুইরকমের ব্যাটারি রয়েছে এই বাইকে ৷ নতুন এই ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে 71,500 টাকা (এক্স-শোরুম)। 100 কিলোমিটার যেতে খরচ মাত্র সাড়ে 7 টাকা ৷

ইলেকট্রিক স্কুটারটি কেমন: X MEN 2.0 এর চেহারা এবং ডিজাইন সংস্থার অন্যান্য স্কুটারের থেকে খুব বেশি পরিবর্তন করা হয়নি ৷ কেবলমাত্র কসমেটিক পরিবর্তন করা হয়েছে। নতুন এই স্কুটারে রয়েছে 60/72V ক্ষমতার BLDC বৈদ্যুতিক মোটর। কোম্পানির দাবি যে এই স্কুটারটি একবার চার্জে সর্বোচ্চ 100 কিলোমিটার চলবে ৷ সর্বোচ্চ গতি ঘণ্টায় 25 কিলোমিটার ৷

বড়দিনের আগে বাজারে আসছে Honda Amaze-এর ফেসলিফট মডেল

7.50 টাকা চার্জের খরচ: ZELIO কোম্পানির তরফে দাবি করা হয়েছে, বৈদ্যুতিক স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জের জন্য 1.5 ইউনিট বিদ্যুৎ-এর প্রয়োজন ৷ যার দাম খুবই কম ৷ দিল্লিতে এই স্কুটারটি ব্যবহার করেন তবে এখানে 0-200 ইউনিট বিদ্যুৎ চার্জ (প্রতি ইউনিট) আনুমানিক 3 থেকে 4.16 টাকা। উদাহরণ স্বরূপ বলা যায় গড়ে প্রতি ইউনিট 5 টাকা হলে, 1.5 ইউনিট বিদ্যুতের জন্য 7.5 টাকা খরচ করতে হবে ব্যবহারকারীকে।

চার্জিং সময়: ইলেকট্রিক স্কুটারের ওজন 90 কেজি ৷ বৈদ্যুতিক স্কুটার সর্বোচ্চ 180 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। এটিতে দু’টি ভিন্ন ধরনের ব্যাটারি রয়েছে। লিড-অ্যাসিড এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি ৷ লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ হতে 4 থেকে 5 ঘণ্টা সময় লাগে ৷ সীসা-অ্যাসিড ব্যাটারিগুলি সম্পূর্ণরূপে চার্জ হতে প্রায় 8 থেকে 10 ঘণ্টা সময় লাগে।

গাড়ি প্রেমীদের জন্য় চারটি ভ্যারিয়েন্টে 2025 Jeep Meridian

ফিচারগুলো কী: কোম্পানি X-MEN 2.0-এ কিছু বিশেষ বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করেছে। বাইকের মতো এই স্কুটারের সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক রয়েছে ৷ একটি অ্যালয় হুইল রয়েছে। পিছনের চাকা মোটরের সঙ্গে সংযুক্ত। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে স্প্রিং-লোড শক শোষক সাসপেনশন রয়েছে। অ্যান্টি-থেফট অ্যালার্ম, পার্কিং সুইচ, রিভার্স গিয়ার, ইউএসবি ফোন চার্জিং পোর্ট, ডিজিটাল ডিসপ্লে, অটো-রিপেয়ার সুইচ এবং সেন্ট্রাল লকিংয়ের মতো সুবিধা আছে ৷ কোম্পানি এই স্কুটারের জন্য 10,000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিয়েছে।

চার রঙের বিকল্প: কোম্পানি X-MEN 2.0 স্কুটারটি মোট চারটি রঙে লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে সবুজ, সাদা, রূপালি ও লাল রং। ZELIO Ebikes এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কুণাল আর্য বলেন, "লো-স্পিড ইলেকট্রিক স্কুটার সেগমেন্ট দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নতুন X-MEN 2.0 তৈরি করার সময়, আমরা কর্মক্ষমতা এবং স্থিতিশীলতার উপর গুরুত্ব দিয়েছি।"

উৎসবে টয়োটা! অতিরিক্ত 20 হাজার দিলেই গাড়ির সঙ্গে অ্যাক্সেসরিজ

হায়দরাবাদ: জ্বালানি খরচ বাঁচাতে এবং পরিবেশ রক্ষা করতে কেন্দ্র সরকারের তরফে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ ইলেকট্রিক গাড়ি ব্যবহারের পাশাপাশি স্কুটার বাজারে আনে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি ৷ এবর Zelio eBikes লঞ্চ করল তাদের জনপ্রিয় X-MEN সিরিজের স্কুটার X-MEN 2.0 ৷ নতুন X-MEN 2.0 স্কুটারটি স্কুল ও কলেজের পড়ুয়া থেকে শুরু করে সমস্ত নাগরিকদের কথা ভেবেই তৈরি করা হয়েছে ৷

শিক্ষকের ভূমিকায় গুগলের নতুন AI 'লার্ন অ্যাবাউট'

Zelio X-Men 2.0 ইলেকট্রিক স্কুটার: এটি Zelio কোম্পানির জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার X-Men সিরিজের বেশ কয়েকটি সংস্করণ আছে। এটি অত্যাধুনিক প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে । রয়েছে লিড-অ্যাসিড এবং লিথিয়াম-আয়ন দুইরকমের ব্যাটারি রয়েছে এই বাইকে ৷ নতুন এই ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে 71,500 টাকা (এক্স-শোরুম)। 100 কিলোমিটার যেতে খরচ মাত্র সাড়ে 7 টাকা ৷

ইলেকট্রিক স্কুটারটি কেমন: X MEN 2.0 এর চেহারা এবং ডিজাইন সংস্থার অন্যান্য স্কুটারের থেকে খুব বেশি পরিবর্তন করা হয়নি ৷ কেবলমাত্র কসমেটিক পরিবর্তন করা হয়েছে। নতুন এই স্কুটারে রয়েছে 60/72V ক্ষমতার BLDC বৈদ্যুতিক মোটর। কোম্পানির দাবি যে এই স্কুটারটি একবার চার্জে সর্বোচ্চ 100 কিলোমিটার চলবে ৷ সর্বোচ্চ গতি ঘণ্টায় 25 কিলোমিটার ৷

বড়দিনের আগে বাজারে আসছে Honda Amaze-এর ফেসলিফট মডেল

7.50 টাকা চার্জের খরচ: ZELIO কোম্পানির তরফে দাবি করা হয়েছে, বৈদ্যুতিক স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জের জন্য 1.5 ইউনিট বিদ্যুৎ-এর প্রয়োজন ৷ যার দাম খুবই কম ৷ দিল্লিতে এই স্কুটারটি ব্যবহার করেন তবে এখানে 0-200 ইউনিট বিদ্যুৎ চার্জ (প্রতি ইউনিট) আনুমানিক 3 থেকে 4.16 টাকা। উদাহরণ স্বরূপ বলা যায় গড়ে প্রতি ইউনিট 5 টাকা হলে, 1.5 ইউনিট বিদ্যুতের জন্য 7.5 টাকা খরচ করতে হবে ব্যবহারকারীকে।

চার্জিং সময়: ইলেকট্রিক স্কুটারের ওজন 90 কেজি ৷ বৈদ্যুতিক স্কুটার সর্বোচ্চ 180 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। এটিতে দু’টি ভিন্ন ধরনের ব্যাটারি রয়েছে। লিড-অ্যাসিড এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি ৷ লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ হতে 4 থেকে 5 ঘণ্টা সময় লাগে ৷ সীসা-অ্যাসিড ব্যাটারিগুলি সম্পূর্ণরূপে চার্জ হতে প্রায় 8 থেকে 10 ঘণ্টা সময় লাগে।

গাড়ি প্রেমীদের জন্য় চারটি ভ্যারিয়েন্টে 2025 Jeep Meridian

ফিচারগুলো কী: কোম্পানি X-MEN 2.0-এ কিছু বিশেষ বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করেছে। বাইকের মতো এই স্কুটারের সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক রয়েছে ৷ একটি অ্যালয় হুইল রয়েছে। পিছনের চাকা মোটরের সঙ্গে সংযুক্ত। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে স্প্রিং-লোড শক শোষক সাসপেনশন রয়েছে। অ্যান্টি-থেফট অ্যালার্ম, পার্কিং সুইচ, রিভার্স গিয়ার, ইউএসবি ফোন চার্জিং পোর্ট, ডিজিটাল ডিসপ্লে, অটো-রিপেয়ার সুইচ এবং সেন্ট্রাল লকিংয়ের মতো সুবিধা আছে ৷ কোম্পানি এই স্কুটারের জন্য 10,000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিয়েছে।

চার রঙের বিকল্প: কোম্পানি X-MEN 2.0 স্কুটারটি মোট চারটি রঙে লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে সবুজ, সাদা, রূপালি ও লাল রং। ZELIO Ebikes এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কুণাল আর্য বলেন, "লো-স্পিড ইলেকট্রিক স্কুটার সেগমেন্ট দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নতুন X-MEN 2.0 তৈরি করার সময়, আমরা কর্মক্ষমতা এবং স্থিতিশীলতার উপর গুরুত্ব দিয়েছি।"

উৎসবে টয়োটা! অতিরিক্ত 20 হাজার দিলেই গাড়ির সঙ্গে অ্যাক্সেসরিজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.