ETV Bharat / bharat

Covid Cases Rise in India: 99 দিন পর দেশে করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল 7000 - ভারতে করোনা

99 দিন পর দেশে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ছাড়াল 7000 (Covid Cases Rise in India)৷ গত 24 ঘণ্টায় 7,240 জন আক্রান্ত হয়েছেন (Corona update in India)৷

Coronavirus: India records 7,240 new COVID-19 cases, 8 deaths
99 দিন পর দেশে করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল 7000
author img

By

Published : Jun 9, 2022, 12:47 PM IST

নয়াদিল্লি, 9 জুন: লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ (Covid Cases Rise in India)৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 7,000-এরও বেশি মানুষ ৷ গত 99 দিনে একদিনে এতজনের সংক্রমণ ঘটেনি ৷ দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার প্রায় 39 শতাংশ ৷ আরও উদ্বেগের বিষয় যে, 111 দিন পর দৈনিক সংক্রমিত হওয়ার হার 2 শতাংশ ছাড়িয়েছে (Corona update in India)৷

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 7,240 জন ৷ এর ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 4,31,97,522 ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আট জনের ৷ ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,24,723 ৷ অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 0.08 শতাংশ বেড়ে হয়েছে 32,498 ৷ করোনা থেকে সেরে ওঠার হার 98.71 শতাংশ ৷

আরও পড়ুন: Covid Cases Rise in India : গত 24 ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা 5233

দেশে এখনও পর্যন্ত টিকা নিয়েছেন 194.59 কোটি মানুষ ৷ বর্তমানে যে ভাবে কোভিডের সংক্রমণ (New COVID-19 cases) বাড়ছে, তা মনে করিয়ে দিচ্ছে অতীতে ভয়ংকর স্মৃতিকে ৷ দৈনিক সংক্রমণের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, 2020 সালের 7 অগস্ট যেটা 20 লাখ ছাড়িয়েছিল, 23 অগস্ট তা হয় 30 লাখ, 5 সেপ্টেম্বর হয় তা হয় 40 লাখ, 16 সেপ্টেম্বর সেটাই হয় 50 লাখ ৷ 28 সেপ্টেম্বর তা আরও বেড়ে হয় 60 লাখ, 11 অক্টোবর হয় 70 লাখ, 29 অক্টোবর তা ছাড়িয়ে যায় 80 লাখ, 20 নভেম্বর 90 লাখ ও 19 ডিসেম্বর তা ছাড়িয়ে যায় এক কোটি (Corona India Update)৷

নয়াদিল্লি, 9 জুন: লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ (Covid Cases Rise in India)৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 7,000-এরও বেশি মানুষ ৷ গত 99 দিনে একদিনে এতজনের সংক্রমণ ঘটেনি ৷ দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার প্রায় 39 শতাংশ ৷ আরও উদ্বেগের বিষয় যে, 111 দিন পর দৈনিক সংক্রমিত হওয়ার হার 2 শতাংশ ছাড়িয়েছে (Corona update in India)৷

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 7,240 জন ৷ এর ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 4,31,97,522 ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আট জনের ৷ ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,24,723 ৷ অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 0.08 শতাংশ বেড়ে হয়েছে 32,498 ৷ করোনা থেকে সেরে ওঠার হার 98.71 শতাংশ ৷

আরও পড়ুন: Covid Cases Rise in India : গত 24 ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা 5233

দেশে এখনও পর্যন্ত টিকা নিয়েছেন 194.59 কোটি মানুষ ৷ বর্তমানে যে ভাবে কোভিডের সংক্রমণ (New COVID-19 cases) বাড়ছে, তা মনে করিয়ে দিচ্ছে অতীতে ভয়ংকর স্মৃতিকে ৷ দৈনিক সংক্রমণের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, 2020 সালের 7 অগস্ট যেটা 20 লাখ ছাড়িয়েছিল, 23 অগস্ট তা হয় 30 লাখ, 5 সেপ্টেম্বর হয় তা হয় 40 লাখ, 16 সেপ্টেম্বর সেটাই হয় 50 লাখ ৷ 28 সেপ্টেম্বর তা আরও বেড়ে হয় 60 লাখ, 11 অক্টোবর হয় 70 লাখ, 29 অক্টোবর তা ছাড়িয়ে যায় 80 লাখ, 20 নভেম্বর 90 লাখ ও 19 ডিসেম্বর তা ছাড়িয়ে যায় এক কোটি (Corona India Update)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.