ETV Bharat / bharat

Commercial LPG Price Hike: 'নিউ ইয়ার গিফ্ট' ! বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় কটাক্ষ কংগ্রেসের

2023 সালের প্রথম দিনই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম (Commercial LPG Price Hike) ৷ সিলিন্ডার পিছু দাম বাড়ানো হল, 25 টাকা ৷ কংগ্রেসের কটাক্ষ, এটাই 'নতুন বছরের উপহার' (New Year Gift) !

Congress says it is the New Year Gift after Commercial LPG Price Hike
Commercial LPG Price Hike: 'নিউ ইয়ার গিফ্ট' ! গ্যাসের দাম বাড়ায় কটাক্ষ কংগ্রেসের
author img

By

Published : Jan 1, 2023, 2:09 PM IST

Updated : Jan 1, 2023, 3:29 PM IST

নয়াদিল্লি, 1 জানুয়ারি: বছর শুরুতেই আরও বাড়ল দুর্ভোগ ৷ বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম (Commercial LPG Price Hike) ৷ সিলিন্ডার পিছু বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হল 25 টাকা করে ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এর জেরে বাণিজ্যিক রান্নার গ্যাসের এক-একটি সিলিন্ডার কিনতে হবে 1 হাজার 769 টাকা দিয়ে ৷ নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ 2023 সালের 1 জানুয়ারি থেকেই নয়া দাম কার্যকর হয়ে গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস (Congress) ৷ তাদের কটাক্ষ, আমজনতার জন্য এটাই 'নতুন বছরের উপহার' (New Year Gift) !

প্রসঙ্গত, ইতিমধ্যেই এলপিজির দামের উপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র ৷ যা নিয়ে আগেই অনেক আলোচনা, সমালোচনা হয়েছে ৷ এখন, সংশ্লিষ্ট পেট্রোলিয়াম সংস্থাগুলিই রান্নার গ্যাসের দাম স্থির করে ৷ সংশ্লিষ্ট মহলের একাংশের অভিযোগ, এই পদক্ষেপের পর থেকে মাঝেমধ্যেই বাড়ানো হয় রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম ৷ এতে ক্রেতাদের সমস্যা বাড়ে ৷ ইতিমধ্যে গৃহস্থলীর কাজে ব্যবহৃত, ভর্তুকিযুক্ত রান্নার গ্য়াসের সরকারি ভর্তুকির পরিমাণ নিয়েও নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ তার মধ্যেই নতুন বছরের শুরুর দিনে বাড়ানো হল বাণিজ্যিক রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম ৷

আরও পড়ুন: মহিলা প্রশিক্ষককে ডেকে যৌন হেনস্থা ! কাঠগড়ায় হরিয়ানার ক্রীড়ামন্ত্রী

এ নিয়ে এদিনই টুইটারে সরব হয়েছে কংগ্রেস ৷ তাদের তরফ থেকে টুইটারে পোস্ট করা হয়েছে, "নতুন বছরের প্রথম উপহার ৷ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আরও 25 টাকা বাড়ানো হয়েছে ৷ এটি সবেমাত্র সূচনা ৷" অর্থাৎ, কংগ্রেসের হুঁশিয়ারি হল, আগামী দিনে এমন অনেক সমস্যা আসতে পারে ৷ আর তার জন্য কার্য কেন্দ্রের বর্তমান সরকারকেই দায়ী করেছে তারা ৷

এর আগে গত সেপ্টেম্বর মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 91 টাকা 50 পয়সা কমিয়েছিল সংশ্লিষ্ট পেট্রোলিয়াম সংস্থাগুলি ৷ তারও আগে গত অগস্ট মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 36 টাকা করে কমানো হয়েছিল ৷ তার আগের মাসে, অর্থাৎ গত 6 জুলাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল 8 টাকা 50 পয়সা করে ৷

তবে, নতুন বছরে এখনও পর্যন্ত গৃহস্থের অন্দরে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কোনও বদল আনা হয়নি ৷ যদিও, গত 6 জুলাই (2022) বাড়িতে ব্যবহৃত রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম 50 টাকা করে বাড়ানো হয়েছিল ৷ গত 19 মে (2022) 14.2 কিলোগ্রাম ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বদল আনা হয়েছিল ৷

নয়াদিল্লি, 1 জানুয়ারি: বছর শুরুতেই আরও বাড়ল দুর্ভোগ ৷ বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম (Commercial LPG Price Hike) ৷ সিলিন্ডার পিছু বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হল 25 টাকা করে ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এর জেরে বাণিজ্যিক রান্নার গ্যাসের এক-একটি সিলিন্ডার কিনতে হবে 1 হাজার 769 টাকা দিয়ে ৷ নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ 2023 সালের 1 জানুয়ারি থেকেই নয়া দাম কার্যকর হয়ে গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস (Congress) ৷ তাদের কটাক্ষ, আমজনতার জন্য এটাই 'নতুন বছরের উপহার' (New Year Gift) !

প্রসঙ্গত, ইতিমধ্যেই এলপিজির দামের উপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র ৷ যা নিয়ে আগেই অনেক আলোচনা, সমালোচনা হয়েছে ৷ এখন, সংশ্লিষ্ট পেট্রোলিয়াম সংস্থাগুলিই রান্নার গ্যাসের দাম স্থির করে ৷ সংশ্লিষ্ট মহলের একাংশের অভিযোগ, এই পদক্ষেপের পর থেকে মাঝেমধ্যেই বাড়ানো হয় রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম ৷ এতে ক্রেতাদের সমস্যা বাড়ে ৷ ইতিমধ্যে গৃহস্থলীর কাজে ব্যবহৃত, ভর্তুকিযুক্ত রান্নার গ্য়াসের সরকারি ভর্তুকির পরিমাণ নিয়েও নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ তার মধ্যেই নতুন বছরের শুরুর দিনে বাড়ানো হল বাণিজ্যিক রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম ৷

আরও পড়ুন: মহিলা প্রশিক্ষককে ডেকে যৌন হেনস্থা ! কাঠগড়ায় হরিয়ানার ক্রীড়ামন্ত্রী

এ নিয়ে এদিনই টুইটারে সরব হয়েছে কংগ্রেস ৷ তাদের তরফ থেকে টুইটারে পোস্ট করা হয়েছে, "নতুন বছরের প্রথম উপহার ৷ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আরও 25 টাকা বাড়ানো হয়েছে ৷ এটি সবেমাত্র সূচনা ৷" অর্থাৎ, কংগ্রেসের হুঁশিয়ারি হল, আগামী দিনে এমন অনেক সমস্যা আসতে পারে ৷ আর তার জন্য কার্য কেন্দ্রের বর্তমান সরকারকেই দায়ী করেছে তারা ৷

এর আগে গত সেপ্টেম্বর মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 91 টাকা 50 পয়সা কমিয়েছিল সংশ্লিষ্ট পেট্রোলিয়াম সংস্থাগুলি ৷ তারও আগে গত অগস্ট মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 36 টাকা করে কমানো হয়েছিল ৷ তার আগের মাসে, অর্থাৎ গত 6 জুলাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল 8 টাকা 50 পয়সা করে ৷

তবে, নতুন বছরে এখনও পর্যন্ত গৃহস্থের অন্দরে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কোনও বদল আনা হয়নি ৷ যদিও, গত 6 জুলাই (2022) বাড়িতে ব্যবহৃত রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম 50 টাকা করে বাড়ানো হয়েছিল ৷ গত 19 মে (2022) 14.2 কিলোগ্রাম ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বদল আনা হয়েছিল ৷

Last Updated : Jan 1, 2023, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.