ETV Bharat / bharat

Rahul on Ladakh: 'চিন লাদাখে আমাদের জমি নিয়ে নিয়েছে', প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করলেন রাহুল

চিনের মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনের অংশ অন্তর্ভুক্ত হয়েছে ৷ এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করলেন ৷ 17 অগস্ট তিনি লাদাখ সফরে গিয়েছিলেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 10:13 AM IST

Updated : Aug 30, 2023, 11:40 AM IST

ETV Bharat
লাদাখে রাহুল গান্ধি সৌজন্য রাহুল গান্ধির ফেসবুক

নয়াদিল্লি, 30 অগস্ট: "প্রধানমন্ত্রী বলেছেন, এক ইঞ্চি জমিও চিন নেয়নি ৷ তিনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন"। চিনের জমি দখলে নিয়ে বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বুধবার সকালে তিনি কর্ণাটকের উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছন ৷ তখন তাঁকে সাংবাদিকরা ঘিরে ধরেন এবং অতি-সম্প্রতি চিনের প্রকাশিত মানচিত্র নিয়ে প্রশ্ন করেন ৷ এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ অগস্টেই রাহুল লাদাখ সফরে গিয়েছিলেন ৷

সোমবার চিন 2023 সালের মানচিত্র প্রকাশ করেছে ৷ তাতে অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনের বেশ কিছু অংশ চিনের অন্তর্ভুক্ত হিসেবে দেখিয়েছে ৷ স্বভাবতই এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে ৷ সংবাদসংস্থা এএনআই এই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ করেছে ৷ সেই ভিডিয়োয় রাজধানীতে বিমানবন্দরে রাহুল সাংবাদিকদের বলেন, "আমি সম্প্রতি লাদাখ ঘুরে এসেছিল ৷ পুরো লাদাখ জানে, চিন আমাদের জমি দখল করে নিয়েছে ৷ মানচিত্রের বিষয়টি আরও গুরুতর ৷ জমি আগেই নিয়েই নিয়েছে ৷ এ বিষয়েও প্রধানমন্ত্রীর কিছু বলা উচিত ৷"

  • #WATCH | Delhi | While leaving for Karnataka, Congress MP Rahul Gandhi speaks on China government's '2023 Edition of the standard map of China'; says, "I have been saying for years that what the PM said, that not one inch of land was lost in Ladakh, is a lie. The entire Ladakh… pic.twitter.com/NvBg0uhNY1

    — ANI (@ANI) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি খারিজ ভারতের

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, সোমবার চিন 2023 সালের 'স্ট্যান্ডার্ড ম্যাপ' প্রকাশ করেছে ৷ তাতে ভারতের অরুণাচল প্রদেশ, আকসাই চিনের বেশ কিছু অংশ, তাইওয়ান এবং দক্ষিণ চিন সাগরের কয়েকটি অংশ চিনের বলে দাবি করা হয়েছে ৷ এবছরের এপ্রিলে চিন 11টি ভারতীয় জায়গার নামকরণ করেছিল ৷ এই ঘটনা নতুন করে ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তের বিতর্ক উসকে দিয়েছে ৷

এদিকে রাহুল গান্ধি এর আগে লোকসভার অধিবেশনে ভারত সীমান্তে চিনের দখলদারি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ 17 অগস্ট তিনি লাদাখ ও লেহ সফরে গিয়েছিলেন ৷ 20 অগস্ট প্যাংগং লেকের কাছেই তিনি বাবা রাজীব গান্ধির জন্মদিন পালন করেন ৷ সফরে থাকাকালীনই তিনি জানিয়েছিলেন, লাদাখের লোকজন বলছে, তাদের জমি চিন নিয়ে নিয়েছে ৷ চিনের মানচিত্র যেন সেই ঘটনাতেই ঘি ঢেলে দিল ৷

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনের ফাঁকে হয়নি মোদি-জিনপিং বৈঠক, চিনের দাবি ওড়ালো নয়াদিল্লি

এর মধ্যে ভারতে এসেছেন তিব্বতের নির্বাসিত 11 জন সাংসদের একটি প্রতিনিধি দল ৷ তাঁরা দেশের বিভিন্ন রাজ্যে যাচ্ছেন বলে জানা গিয়েছে ৷ ভারতকে চিন সম্পর্কে সতর্ক করাই তাঁদের প্রধান উদ্দেশ্য় ৷ তিব্বতের পার্লামেন্টের এক নির্বাসিত সাংসদ দাওয়া সেরিং বলেন, "চিনকে কখনও বিশ্বাস করা যায় না ৷"

নয়াদিল্লি, 30 অগস্ট: "প্রধানমন্ত্রী বলেছেন, এক ইঞ্চি জমিও চিন নেয়নি ৷ তিনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন"। চিনের জমি দখলে নিয়ে বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বুধবার সকালে তিনি কর্ণাটকের উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছন ৷ তখন তাঁকে সাংবাদিকরা ঘিরে ধরেন এবং অতি-সম্প্রতি চিনের প্রকাশিত মানচিত্র নিয়ে প্রশ্ন করেন ৷ এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ অগস্টেই রাহুল লাদাখ সফরে গিয়েছিলেন ৷

সোমবার চিন 2023 সালের মানচিত্র প্রকাশ করেছে ৷ তাতে অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনের বেশ কিছু অংশ চিনের অন্তর্ভুক্ত হিসেবে দেখিয়েছে ৷ স্বভাবতই এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে ৷ সংবাদসংস্থা এএনআই এই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ করেছে ৷ সেই ভিডিয়োয় রাজধানীতে বিমানবন্দরে রাহুল সাংবাদিকদের বলেন, "আমি সম্প্রতি লাদাখ ঘুরে এসেছিল ৷ পুরো লাদাখ জানে, চিন আমাদের জমি দখল করে নিয়েছে ৷ মানচিত্রের বিষয়টি আরও গুরুতর ৷ জমি আগেই নিয়েই নিয়েছে ৷ এ বিষয়েও প্রধানমন্ত্রীর কিছু বলা উচিত ৷"

  • #WATCH | Delhi | While leaving for Karnataka, Congress MP Rahul Gandhi speaks on China government's '2023 Edition of the standard map of China'; says, "I have been saying for years that what the PM said, that not one inch of land was lost in Ladakh, is a lie. The entire Ladakh… pic.twitter.com/NvBg0uhNY1

    — ANI (@ANI) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি খারিজ ভারতের

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, সোমবার চিন 2023 সালের 'স্ট্যান্ডার্ড ম্যাপ' প্রকাশ করেছে ৷ তাতে ভারতের অরুণাচল প্রদেশ, আকসাই চিনের বেশ কিছু অংশ, তাইওয়ান এবং দক্ষিণ চিন সাগরের কয়েকটি অংশ চিনের বলে দাবি করা হয়েছে ৷ এবছরের এপ্রিলে চিন 11টি ভারতীয় জায়গার নামকরণ করেছিল ৷ এই ঘটনা নতুন করে ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তের বিতর্ক উসকে দিয়েছে ৷

এদিকে রাহুল গান্ধি এর আগে লোকসভার অধিবেশনে ভারত সীমান্তে চিনের দখলদারি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ 17 অগস্ট তিনি লাদাখ ও লেহ সফরে গিয়েছিলেন ৷ 20 অগস্ট প্যাংগং লেকের কাছেই তিনি বাবা রাজীব গান্ধির জন্মদিন পালন করেন ৷ সফরে থাকাকালীনই তিনি জানিয়েছিলেন, লাদাখের লোকজন বলছে, তাদের জমি চিন নিয়ে নিয়েছে ৷ চিনের মানচিত্র যেন সেই ঘটনাতেই ঘি ঢেলে দিল ৷

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনের ফাঁকে হয়নি মোদি-জিনপিং বৈঠক, চিনের দাবি ওড়ালো নয়াদিল্লি

এর মধ্যে ভারতে এসেছেন তিব্বতের নির্বাসিত 11 জন সাংসদের একটি প্রতিনিধি দল ৷ তাঁরা দেশের বিভিন্ন রাজ্যে যাচ্ছেন বলে জানা গিয়েছে ৷ ভারতকে চিন সম্পর্কে সতর্ক করাই তাঁদের প্রধান উদ্দেশ্য় ৷ তিব্বতের পার্লামেন্টের এক নির্বাসিত সাংসদ দাওয়া সেরিং বলেন, "চিনকে কখনও বিশ্বাস করা যায় না ৷"

Last Updated : Aug 30, 2023, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.