ETV Bharat / bharat

Rahul Gandhi defamation case: রাহুল গান্ধির শাস্তি বহাল, প্রতিবাদে 'মৌন সত্যাগ্রহ' কংগ্রেসের - বর্ষাবিধ্বস্ত হিমাচল প্রদেশ

দেশের প্রত্যেক রাজ্যের রাজধানীতে পালিত হবে কংগ্রেসের মৌন সত্যাগ্রহ কর্মসূচি । যদিও হিমাচলপ্রদেশ সহ বর্ষাবিধ্বস্ত চার রাজ্যে আপাতত স্থগিত এই কর্মসূচি । রাহুল গান্ধির শাস্তি বহাল রাখার প্রতিবাদে দেশজুড়ে মৌন আন্দোলনে কংগ্রেস ।

Rahul Gandhi defamation case
রাহুল গান্ধির
author img

By

Published : Jul 12, 2023, 12:48 PM IST

নয়াদিল্লি, 12 জুলাই : রাহুল গান্ধির শাস্তি বহাল রাখার প্রতিবাদে মৌন সত্যাগ্রহ কংগ্রেসের । বুধবার থেকে দেশের বিভিন্ন রাজ্যের রাজধানীতে মৌন সত্যাগ্রহ পালন করবেন কংগ্রেস নেতারা। নির্ধারিত দিনে এই কর্মসূচি শুরু হলেও, অতিবৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ-সহ মোট চার রাজ্যে মৌন সত্যাগ্রহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে 16 জুলাই ওই চার রাজ্যে মৌন সত্যাগ্রহ পালন করা হবে বলে ঠিক হয়েছে ।

'মোদি পদবি' নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধি । শাস্তি হিসেবে 2 বছরের কারাদণ্ড দেওয়ার ফলে সাংসদ পদ হারিয়েছেন রাহুল । আদালতের এই রায়ের প্রতিবাদে প্রথম থেকেই ময়দানে নামে কংগ্রেস । কিন্তু বড় ধাক্কা আসে 7 জুলাই । সুরাতের ম্যাজিস্ট্রেট কোর্টের রায়কে প্রথমে জেলা আদালত, পরে হাইকোর্টে চ্যালেঞ্জ করেন রাহুল । 7 জুলাই হাইকোর্ট সাফ জানায় নিম্ন আদালতের রায় 'বৈধ'। সুতরাং, রাহুলকে খালি হাতেই ফিরতে হয় । গোটা বিষয়টিকে বিজেপির 'নোংরা রাজনীতি' বলে কটাক্ষ কংগ্রেসের । প্রতিবাদে বুধবার মৌন সত্যাগ্রহে নামল হাত শিবির ।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল জানিয়েছেন, 12 জুলাই সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত প্রতিটি রাজ্যের রাজধানীতে মহাত্মা গান্ধি মূর্তির কাছে মৌন সত্যাগ্রহের আয়োজন করবে কংগ্রেসের রাজ্য শাখাগুলি । রাহুল গান্ধীর প্রতি দলের সমর্থন জাহির করতেই এই কর্মসূচি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে জানান, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি লড়াই লড়তে প্রস্তুত কংগ্রেস । মৌন সত্যাগ্রহের মাধ্যমে কংগ্রেস নিজের একতা সামনে রাখবে । কংগ্রেস নেতৃত্বের দাবি, রাহুল গান্ধিকে দমিয়ে রাখতেই বিজেপির এই ষড়যন্ত্র । সংসদ ভবনেও মোদির বিরোধিতায় সবচেয়ে বেশি যিনি সুর চড়ান তিনি রাহুল গান্ধি । মোদিকে সরাসরি প্রশ্ন করার ক্ষমতা রাখেন রাহুল । সেই কারণেই, রাহুলের বিরুদ্ধে বিজেপির পদক্ষেপ ।

আরও পড়ুন: হড়পা বানে গত 3 দিনে 31 জনের মৃত্যু, কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি

নয়াদিল্লি, 12 জুলাই : রাহুল গান্ধির শাস্তি বহাল রাখার প্রতিবাদে মৌন সত্যাগ্রহ কংগ্রেসের । বুধবার থেকে দেশের বিভিন্ন রাজ্যের রাজধানীতে মৌন সত্যাগ্রহ পালন করবেন কংগ্রেস নেতারা। নির্ধারিত দিনে এই কর্মসূচি শুরু হলেও, অতিবৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ-সহ মোট চার রাজ্যে মৌন সত্যাগ্রহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে 16 জুলাই ওই চার রাজ্যে মৌন সত্যাগ্রহ পালন করা হবে বলে ঠিক হয়েছে ।

'মোদি পদবি' নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধি । শাস্তি হিসেবে 2 বছরের কারাদণ্ড দেওয়ার ফলে সাংসদ পদ হারিয়েছেন রাহুল । আদালতের এই রায়ের প্রতিবাদে প্রথম থেকেই ময়দানে নামে কংগ্রেস । কিন্তু বড় ধাক্কা আসে 7 জুলাই । সুরাতের ম্যাজিস্ট্রেট কোর্টের রায়কে প্রথমে জেলা আদালত, পরে হাইকোর্টে চ্যালেঞ্জ করেন রাহুল । 7 জুলাই হাইকোর্ট সাফ জানায় নিম্ন আদালতের রায় 'বৈধ'। সুতরাং, রাহুলকে খালি হাতেই ফিরতে হয় । গোটা বিষয়টিকে বিজেপির 'নোংরা রাজনীতি' বলে কটাক্ষ কংগ্রেসের । প্রতিবাদে বুধবার মৌন সত্যাগ্রহে নামল হাত শিবির ।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল জানিয়েছেন, 12 জুলাই সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত প্রতিটি রাজ্যের রাজধানীতে মহাত্মা গান্ধি মূর্তির কাছে মৌন সত্যাগ্রহের আয়োজন করবে কংগ্রেসের রাজ্য শাখাগুলি । রাহুল গান্ধীর প্রতি দলের সমর্থন জাহির করতেই এই কর্মসূচি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে জানান, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি লড়াই লড়তে প্রস্তুত কংগ্রেস । মৌন সত্যাগ্রহের মাধ্যমে কংগ্রেস নিজের একতা সামনে রাখবে । কংগ্রেস নেতৃত্বের দাবি, রাহুল গান্ধিকে দমিয়ে রাখতেই বিজেপির এই ষড়যন্ত্র । সংসদ ভবনেও মোদির বিরোধিতায় সবচেয়ে বেশি যিনি সুর চড়ান তিনি রাহুল গান্ধি । মোদিকে সরাসরি প্রশ্ন করার ক্ষমতা রাখেন রাহুল । সেই কারণেই, রাহুলের বিরুদ্ধে বিজেপির পদক্ষেপ ।

আরও পড়ুন: হড়পা বানে গত 3 দিনে 31 জনের মৃত্যু, কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.