নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: পদপিষ্টের ঘটনার পর কড়া সতর্কতা নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে ৷ কোনও রকম দুর্ঘটনা এড়াতে এবার বন্ধ করে দেওয়া হল প্ল্যাটফর্ম টিকিটের বিক্রি ৷
17 ফেব্রুয়ারি সোমবার থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে ৷ এদিকে, 26 ফেব্রুয়ারি মহাকুম্ভ শেষ হচ্ছে ৷ সুতরাং, বলাই যায় মহাকুম্ভের শেষদিন পর্যন্ত নয়াদিল্লি স্টেশনে আর প্ল্যাটফর্ম টিকিট বিক্রি হবে না ৷
পরিস্থিতি বিবেচনা করে রেলওয়ে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ৷ রেল কর্মকর্তারা জানান, যাত্রীদের স্টেশনে ছাড়ার জন্য পরিবারের অন্যান্য ব্যক্তিরাও তাঁদের সঙ্গে স্টেশনে আসেন ৷ তাতেই ভিড় বেড়ে যায় ৷ পদপিষ্ট হওয়ার দিনও প্রচুর সংখ্যক মানুষ তাদের পরিবারের সদস্যদের ট্রেনে তুলে দিতে আসেন ৷ প্ল্যাটফর্মে যাত্রী সংখ্যা এমনিতেই বেশি ছিল ৷ এই পরিস্থিতিতে প্ল্যাটফর্ম টিকিট কেটে আসা লোকের সংখ্যাও বেড়ে যাওয়ায় ভিড় আরও বেড়ে যায় ৷
সেই অবাঞ্ছিত ভিড় রুখতেই প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে বলে রেল সূত্রে খবর ৷ এই নির্দেশের পরেও যদি কোনও ব্যক্তি পরিবারের সদস্যদের ট্রেনে তুলতে আসেন তাহলে তিনি প্ল্যাটফর্মে যেতে পারবেন না ৷ আর প্ল্যাটফর্ম টিকিট ছাড়া আত্মীয়দের ট্রেনে তুলতে ভিতরে গিয়ে যদি ধরা পড়েন তাহলে তাঁকে জরিমানা করা হবে ৷ এর ফলে সমস্যায় পড়তে পারেন সেই ব্যক্তি ৷ তাই রেলের তরফে অনুরোধ করা হয়েছে, সংশ্লিষ্ট যাত্রী ছাড়া অন্য কেউ যেন প্ল্যাটফর্মে না ঢোকেন ৷