লখনউ, 10 ফেব্রুয়ারি: কৃষক আন্দোলনের মাঝেই এবার সলতে পাকাতে শুরু করে দিল জাতীয় কংগ্রেস৷ কেন্দ্রের আনা নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সীমানায় ধরনা দিচ্ছেন কৃষকরা৷ তাতে সায় দিয়েছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের পশ্চিমাংশের কৃষকরাও৷ আর এতেই ভিত শক্ত করার রসদ খুঁজে পাচ্ছে কংগ্রেস৷ কৃষক সম্প্রদায়ের এই মনোভাব কাজে লাগিয়েই আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং পরবর্তীতে বিধানসভা নির্বাচনে সুফল পাওয়ার স্বপ্ন দেখছে সোনিয়া গান্ধির দল৷
কৃষক আন্দোলনের সমর্থনে বুধবার থেকেই মাঠে নেমেছে কংগ্রেস৷ শুরু করেছে তাদের নিজস্ব ‘কৃষি-বিরোধী আইন’ আন্দোলন৷ সূত্রের খবর, এই আন্দোলনের নেতৃত্বে থাকবেন স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধি৷ এই উপলক্ষ্য়ে যোগীরাজ্য়ে চারদিনের একটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি৷ আগামী 13 ও 16 ফেব্রুয়ারি যথাক্রমে মীরাট ও বিজনৌরে সভা করবেন প্রিয়াঙ্কা৷ এছাড়া, 18 ফেব্রুয়ারি মথুরায় ‘কিষাণ পঞ্চায়েত’-এও যোগ দেবেন কংগ্রেসের জাতীয় সম্পাদক৷ তাঁর কর্মসূচিতে কৃষক নেতারাও অংশ নিতে পারেন৷
আরও পড়ুন: কৃষক আন্দোলন নিয়ে বিদেশি টুইটে ষড়যন্ত্রের অভিযোগ বিদেশমন্ত্রীর
প্রসঙ্গত, এর আগে আন্দোলনরত এক কৃষকের মৃত্য়ুর পর উত্তরপ্রদেশে এসে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা৷ যা নিয়ে আলোচনাও হয় বিস্তর৷ এবার কৃষক আন্দোলনকেই সামনে রেখে ফের উত্তরপ্রদেশে রাজনৈতিক জমি শক্ত করার চেষ্টা করছে কংগ্রেস৷