ETV Bharat / bharat

তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ কংগ্রেসের রেভান্ত রেড্ডির - রেভান্ত রেড্ডি

Telangana CM Revanth Reddy: গতি রবিবার প্রকাশিত হয়েছে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ফলাফল ৷ এই রাজ্যে বিআরএস-কে হারিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস ৷ বৃহস্পতিবার কংগ্রেসের রেভান্ত রেড্ডি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৷

Telangana CM Revanth Reddy
Telangana CM Revanth Reddy
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 2:04 PM IST

Updated : Dec 7, 2023, 3:18 PM IST

হায়দরাবাদ, 7 ডিসেম্বর: দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানায় প্রথমবার ক্ষমতা দখল করেছে কংগ্রেস ৷ বৃহস্পতিবার ওই রাজ্যে কংগ্রেসের সভাপতি রেভান্ত রেড্ডি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৷ তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দর্যরাজন তাঁকে শপথবাক্য পাঠ করান ৷

এই শপথগ্রহণ অনুষ্ঠান হয় হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে ৷ সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-সহ আরও অনেকে ৷

2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয় ৷ তার পর থেকে ওই রাজ্যে বিআরএস বা ভারত রাষ্ট্র সমিতির (তখন কেসিআর-এর দলের নাম ছিল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস) সরকার ছিল ৷ কিন্তু এবার 119 আসনের ওই বিধানসভায় কংগ্রেস 64টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে ৷ বিআরএস-এর বিধায়ক সংখ্যা 39 ৷

এই পালাবদলের পর থেকেই রেভান্ত রেড্ডির নাম মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে শোনা যাচ্ছিল ৷ বুধবার তিনি নয়াদিল্লিতে গিয়ে দেখা করেন কংগ্রেসের শীর্ষনেতৃত্বের সঙ্গে ৷ যদিও তার আগেই রেভান্তের নাম তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হয়ে যায় ৷

বৃহস্পতিবার অবসান ঘটিয়ে তিনি শপথ নেন রেভান্ত রেড্ডি ৷ তাঁর সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভাট্টি বিক্রম ৷ এছাড়া এন উত্তম কুমার রেড্ডি, সি দামোদর রাজানরসিমা, কোমাতিরেড্ডি বেঙ্কট রেড্ডিও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ।

  • Congratulations to Shri Revanth Reddy Garu on taking oath as the Chief Minister of Telangana. I assure all possible support to further the progress of the state and the welfare of its citizens. @revanth_anumula

    — Narendra Modi (@narendramodi) December 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক্স হ্যান্ডেলে (আগে যা টুইটার নামে পরিচিত ছিল) পোস্ট করে রেভান্ত রেড্ডিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য রেভান্থ রেড্ডিকে অভিনন্দন । আমি ওই রাজ্যের অগ্রগতি এবং সেখানকার নাগরিকদের কল্যাণের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছি ।’’

আরও পড়ুন:

  1. তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছেন রেভান্থ রেড্ডিই, শপথ বৃহস্পতিবার
  2. 'ভোট শতাংশ বিজেপির চেয়ে খুব কম নয়; তিন রাজ্যে ভরাডুবির পরেও আশাবাদী কংগ্রেস নেতৃত্ব
  3. এবিভিপি'র ছায়ায় উত্থান, তেলেঙ্গানায় কংগ্রেসের প্রথম মুখ্যমন্ত্রী সম্ভবত সেই রেভান্ত রেড্ডিই

হায়দরাবাদ, 7 ডিসেম্বর: দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানায় প্রথমবার ক্ষমতা দখল করেছে কংগ্রেস ৷ বৃহস্পতিবার ওই রাজ্যে কংগ্রেসের সভাপতি রেভান্ত রেড্ডি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৷ তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দর্যরাজন তাঁকে শপথবাক্য পাঠ করান ৷

এই শপথগ্রহণ অনুষ্ঠান হয় হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে ৷ সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-সহ আরও অনেকে ৷

2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয় ৷ তার পর থেকে ওই রাজ্যে বিআরএস বা ভারত রাষ্ট্র সমিতির (তখন কেসিআর-এর দলের নাম ছিল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস) সরকার ছিল ৷ কিন্তু এবার 119 আসনের ওই বিধানসভায় কংগ্রেস 64টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে ৷ বিআরএস-এর বিধায়ক সংখ্যা 39 ৷

এই পালাবদলের পর থেকেই রেভান্ত রেড্ডির নাম মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে শোনা যাচ্ছিল ৷ বুধবার তিনি নয়াদিল্লিতে গিয়ে দেখা করেন কংগ্রেসের শীর্ষনেতৃত্বের সঙ্গে ৷ যদিও তার আগেই রেভান্তের নাম তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হয়ে যায় ৷

বৃহস্পতিবার অবসান ঘটিয়ে তিনি শপথ নেন রেভান্ত রেড্ডি ৷ তাঁর সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভাট্টি বিক্রম ৷ এছাড়া এন উত্তম কুমার রেড্ডি, সি দামোদর রাজানরসিমা, কোমাতিরেড্ডি বেঙ্কট রেড্ডিও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ।

  • Congratulations to Shri Revanth Reddy Garu on taking oath as the Chief Minister of Telangana. I assure all possible support to further the progress of the state and the welfare of its citizens. @revanth_anumula

    — Narendra Modi (@narendramodi) December 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক্স হ্যান্ডেলে (আগে যা টুইটার নামে পরিচিত ছিল) পোস্ট করে রেভান্ত রেড্ডিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য রেভান্থ রেড্ডিকে অভিনন্দন । আমি ওই রাজ্যের অগ্রগতি এবং সেখানকার নাগরিকদের কল্যাণের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছি ।’’

আরও পড়ুন:

  1. তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছেন রেভান্থ রেড্ডিই, শপথ বৃহস্পতিবার
  2. 'ভোট শতাংশ বিজেপির চেয়ে খুব কম নয়; তিন রাজ্যে ভরাডুবির পরেও আশাবাদী কংগ্রেস নেতৃত্ব
  3. এবিভিপি'র ছায়ায় উত্থান, তেলেঙ্গানায় কংগ্রেসের প্রথম মুখ্যমন্ত্রী সম্ভবত সেই রেভান্ত রেড্ডিই
Last Updated : Dec 7, 2023, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.