নয়াদিল্লি, 2 অক্টোবর : পঞ্জাব কংগ্রেসের (Punjab Congress) অন্তর্কলহ থামার নাম নেই ৷ তার মধ্যে সদ্য দলত্যাগী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Captain Amrinder Singh) সঙ্গে বিবাদ ক্রমশ চরমে উঠতে শুরু করেছে ৷ শনিবারও দুই পক্ষের লড়াই বাধল ৷
কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi) ঘনিষ্ঠ নেতা রণদীপ সুরজেওয়ালা শনিবার অভিযোগ করেন, ‘‘যখন কোনও মুখ্যমন্ত্রী বিধায়কদের আস্থা হারিয়ে ফেলেন, তখন তাঁর পদত্যাগ করা উচিত ৷ 79 জনের মধ্যে 78 জন বিধায়ক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছিলেন ৷’’
আরও পড়ুন : Narendra Modi : সমালোচকদের খুবই সম্মান করি : মোদি
সেই কারণেই পঞ্জাবে মুখ্যমন্ত্রী পরিবর্তন জরুরি হয়ে উঠেছিল বলে দাবি করেছেন এই কংগ্রেস নেতা ৷ তাঁর বক্তব্য, ‘‘যদি আমরা মুখ্যমন্ত্রী পরিবর্তন না করতাম, তাহলে ওই সরকারকে স্বৈরতান্ত্রিক বলে দাগিয়ে দেওয়া হত ৷’’
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ সেই জায়গায় চরণজিৎ সিং চান্নিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় কংগ্রেস ৷
আরও পড়ুন : Modi-Channi : মোদির কাছে কৃষি আইন প্রত্যাহারের দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
-
When a CM loses MLAs' trust, he should step down from the post. Out of 79, 78 MLAs had written that CM should be changed. If we wouldn't have changed the CM, it would've been termed as dictatorship: Congress leader Randeep Surjewala pic.twitter.com/3wpUEK948u
— ANI (@ANI) October 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">When a CM loses MLAs' trust, he should step down from the post. Out of 79, 78 MLAs had written that CM should be changed. If we wouldn't have changed the CM, it would've been termed as dictatorship: Congress leader Randeep Surjewala pic.twitter.com/3wpUEK948u
— ANI (@ANI) October 2, 2021When a CM loses MLAs' trust, he should step down from the post. Out of 79, 78 MLAs had written that CM should be changed. If we wouldn't have changed the CM, it would've been termed as dictatorship: Congress leader Randeep Surjewala pic.twitter.com/3wpUEK948u
— ANI (@ANI) October 2, 2021
কিন্তু এই পরিবর্তনের নেপথ্যে ক্যাপ্টেন ও সিধুর মধ্যে লড়াই রয়েছে বলে মত রাজনৈতিক মহলের ৷ কারণ, জুলাই মাসে নভজ্য়োত সিং সিধু (Navjot Singh Sidhu) পঞ্জাব কংগ্রেসের সভাপতি করে কংগ্রেস ৷ তার পর থেকেই কংগ্রেসের অন্তর্কলহ প্রকাশ্যে আসতে শুরু করে ৷
ক্রমশ যা চরম আকার ধারণ করেছে ৷ সিধুও সম্প্রতি পঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ তবে তাঁর ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি ৷ অন্যদিকে ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন ৷ আর তারপর থেকে ক্রমশ তোপ দাগছেন কংগ্রেসের বিরুদ্ধে ৷
আরও পড়ুন : Captian Amrinder Singh : ক্যাপ্টেনের অভিযোগ ওড়াল কংগ্রেস, নতুন দল গড়তে পারেন অমরিন্দর
এই পরিস্থিতিতে শনিবার যখন কংগ্রেসের তরফে তাঁকে ফের আক্রমণ করা হল, তখন পালটা প্রতিক্রিয়া দিলেন ক্য়াপ্টেনও ৷ তিনি বলেন, ‘‘2017 সালের পর থেকে পঞ্জাবের প্রতিটি নির্বাচন আমি জিতেছি ৷ এমনটা নয় যে মানুষ আমার উপর থেকে আস্থা হারিয়েছেন ৷ পুরোটাই তৈরি করেছেন নভজ্যোত সিং সিধু ও তাঁর অনুগামীরা ৷ জানি না কেন তাঁরা তাঁকে নির্দেশ দেওয়ার অনুমতি দিচ্ছে ৷’’
-
I have won every election in Punjab since 2017. It was not the people who'd lost trust in me. Entire affair was orchestrated by Navjot Singh Sidhu & his aides. Don't know why they're allowing him to dictate terms even now: Former Punjab CM Captain Amarinder Singh
— ANI (@ANI) October 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
(File photo) pic.twitter.com/7i9LtPa7pN
">I have won every election in Punjab since 2017. It was not the people who'd lost trust in me. Entire affair was orchestrated by Navjot Singh Sidhu & his aides. Don't know why they're allowing him to dictate terms even now: Former Punjab CM Captain Amarinder Singh
— ANI (@ANI) October 2, 2021
(File photo) pic.twitter.com/7i9LtPa7pNI have won every election in Punjab since 2017. It was not the people who'd lost trust in me. Entire affair was orchestrated by Navjot Singh Sidhu & his aides. Don't know why they're allowing him to dictate terms even now: Former Punjab CM Captain Amarinder Singh
— ANI (@ANI) October 2, 2021
(File photo) pic.twitter.com/7i9LtPa7pN
মাস কয়েক পরই পঞ্জাবের বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election) ৷ সেই নির্বাচনে কংগ্রেস যে কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে, তা সহজেই অনুমান করা যাচ্ছে ৷ আর সেই চ্যালেঞ্জে নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন ৷
আরও পড়ুন : Natwar Singh : পঞ্জাবে ভুল হয়েছে, গান্ধি পরিবারকে কটাক্ষ নটবর সিংয়ের
কিন্তু তিনি কি আলাদা দল গড়ে নেতৃত্ব দেবেন ? নাকি বিজেপিতে (BJP) যোগ দিয়ে পঞ্জাবের ভোটে গেরুয়া শিবিরের ক্যাপ্টেন হবেন ? এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷