ETV Bharat / bharat

Amrinder Singh-Congress : ক্যাপ্টেনকে ফের আক্রমণ কংগ্রেসের, পালটা জবাব অমরিন্দরের - ক্যাপ্টেন অমরিন্দর সিং

ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মুখ্যমন্ত্রিত্বে আস্থা হারিয়েছিলেন বিধায়ক ৷ আক্রমণ কংগ্রেসের ৷ পালটা অমরিন্দরের জবাব, মানুষের আস্থা এখনও তাঁর প্রতি অটুট ৷

congress and amrinde singh war of words still continues in punjab
Amrinder Singh-Congress : ক্যাপ্টেনকে ফের আক্রমণ কংগ্রেসের, পালটা জবাব অমরিন্দরের
author img

By

Published : Oct 2, 2021, 8:19 PM IST

নয়াদিল্লি, 2 অক্টোবর : পঞ্জাব কংগ্রেসের (Punjab Congress) অন্তর্কলহ থামার নাম নেই ৷ তার মধ্যে সদ্য দলত্যাগী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Captain Amrinder Singh) সঙ্গে বিবাদ ক্রমশ চরমে উঠতে শুরু করেছে ৷ শনিবারও দুই পক্ষের লড়াই বাধল ৷

কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi) ঘনিষ্ঠ নেতা রণদীপ সুরজেওয়ালা শনিবার অভিযোগ করেন, ‘‘যখন কোনও মুখ্যমন্ত্রী বিধায়কদের আস্থা হারিয়ে ফেলেন, তখন তাঁর পদত্যাগ করা উচিত ৷ 79 জনের মধ্যে 78 জন বিধায়ক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছিলেন ৷’’

আরও পড়ুন : Narendra Modi : সমালোচকদের খুবই সম্মান করি : মোদি

সেই কারণেই পঞ্জাবে মুখ্যমন্ত্রী পরিবর্তন জরুরি হয়ে উঠেছিল বলে দাবি করেছেন এই কংগ্রেস নেতা ৷ তাঁর বক্তব্য, ‘‘যদি আমরা মুখ্যমন্ত্রী পরিবর্তন না করতাম, তাহলে ওই সরকারকে স্বৈরতান্ত্রিক বলে দাগিয়ে দেওয়া হত ৷’’

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ সেই জায়গায় চরণজিৎ সিং চান্নিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় কংগ্রেস ৷

আরও পড়ুন : Modi-Channi : মোদির কাছে কৃষি আইন প্রত্যাহারের দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

কিন্তু এই পরিবর্তনের নেপথ্যে ক্যাপ্টেন ও সিধুর মধ্যে লড়াই রয়েছে বলে মত রাজনৈতিক মহলের ৷ কারণ, জুলাই মাসে নভজ্য়োত সিং সিধু (Navjot Singh Sidhu) পঞ্জাব কংগ্রেসের সভাপতি করে কংগ্রেস ৷ তার পর থেকেই কংগ্রেসের অন্তর্কলহ প্রকাশ্যে আসতে শুরু করে ৷

ক্রমশ যা চরম আকার ধারণ করেছে ৷ সিধুও সম্প্রতি পঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ তবে তাঁর ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি ৷ অন্যদিকে ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন ৷ আর তারপর থেকে ক্রমশ তোপ দাগছেন কংগ্রেসের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : Captian Amrinder Singh : ক্যাপ্টেনের অভিযোগ ওড়াল কংগ্রেস, নতুন দল গড়তে পারেন অমরিন্দর

এই পরিস্থিতিতে শনিবার যখন কংগ্রেসের তরফে তাঁকে ফের আক্রমণ করা হল, তখন পালটা প্রতিক্রিয়া দিলেন ক্য়াপ্টেনও ৷ তিনি বলেন, ‘‘2017 সালের পর থেকে পঞ্জাবের প্রতিটি নির্বাচন আমি জিতেছি ৷ এমনটা নয় যে মানুষ আমার উপর থেকে আস্থা হারিয়েছেন ৷ পুরোটাই তৈরি করেছেন নভজ্যোত সিং সিধু ও তাঁর অনুগামীরা ৷ জানি না কেন তাঁরা তাঁকে নির্দেশ দেওয়ার অনুমতি দিচ্ছে ৷’’

  • I have won every election in Punjab since 2017. It was not the people who'd lost trust in me. Entire affair was orchestrated by Navjot Singh Sidhu & his aides. Don't know why they're allowing him to dictate terms even now: Former Punjab CM Captain Amarinder Singh

    (File photo) pic.twitter.com/7i9LtPa7pN

    — ANI (@ANI) October 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মাস কয়েক পরই পঞ্জাবের বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election) ৷ সেই নির্বাচনে কংগ্রেস যে কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে, তা সহজেই অনুমান করা যাচ্ছে ৷ আর সেই চ্যালেঞ্জে নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন ৷

আরও পড়ুন : Natwar Singh : পঞ্জাবে ভুল হয়েছে, গান্ধি পরিবারকে কটাক্ষ নটবর সিংয়ের

কিন্তু তিনি কি আলাদা দল গড়ে নেতৃত্ব দেবেন ? নাকি বিজেপিতে (BJP) যোগ দিয়ে পঞ্জাবের ভোটে গেরুয়া শিবিরের ক্যাপ্টেন হবেন ? এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷

নয়াদিল্লি, 2 অক্টোবর : পঞ্জাব কংগ্রেসের (Punjab Congress) অন্তর্কলহ থামার নাম নেই ৷ তার মধ্যে সদ্য দলত্যাগী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Captain Amrinder Singh) সঙ্গে বিবাদ ক্রমশ চরমে উঠতে শুরু করেছে ৷ শনিবারও দুই পক্ষের লড়াই বাধল ৷

কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi) ঘনিষ্ঠ নেতা রণদীপ সুরজেওয়ালা শনিবার অভিযোগ করেন, ‘‘যখন কোনও মুখ্যমন্ত্রী বিধায়কদের আস্থা হারিয়ে ফেলেন, তখন তাঁর পদত্যাগ করা উচিত ৷ 79 জনের মধ্যে 78 জন বিধায়ক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছিলেন ৷’’

আরও পড়ুন : Narendra Modi : সমালোচকদের খুবই সম্মান করি : মোদি

সেই কারণেই পঞ্জাবে মুখ্যমন্ত্রী পরিবর্তন জরুরি হয়ে উঠেছিল বলে দাবি করেছেন এই কংগ্রেস নেতা ৷ তাঁর বক্তব্য, ‘‘যদি আমরা মুখ্যমন্ত্রী পরিবর্তন না করতাম, তাহলে ওই সরকারকে স্বৈরতান্ত্রিক বলে দাগিয়ে দেওয়া হত ৷’’

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ সেই জায়গায় চরণজিৎ সিং চান্নিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় কংগ্রেস ৷

আরও পড়ুন : Modi-Channi : মোদির কাছে কৃষি আইন প্রত্যাহারের দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

কিন্তু এই পরিবর্তনের নেপথ্যে ক্যাপ্টেন ও সিধুর মধ্যে লড়াই রয়েছে বলে মত রাজনৈতিক মহলের ৷ কারণ, জুলাই মাসে নভজ্য়োত সিং সিধু (Navjot Singh Sidhu) পঞ্জাব কংগ্রেসের সভাপতি করে কংগ্রেস ৷ তার পর থেকেই কংগ্রেসের অন্তর্কলহ প্রকাশ্যে আসতে শুরু করে ৷

ক্রমশ যা চরম আকার ধারণ করেছে ৷ সিধুও সম্প্রতি পঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ তবে তাঁর ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি ৷ অন্যদিকে ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন ৷ আর তারপর থেকে ক্রমশ তোপ দাগছেন কংগ্রেসের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : Captian Amrinder Singh : ক্যাপ্টেনের অভিযোগ ওড়াল কংগ্রেস, নতুন দল গড়তে পারেন অমরিন্দর

এই পরিস্থিতিতে শনিবার যখন কংগ্রেসের তরফে তাঁকে ফের আক্রমণ করা হল, তখন পালটা প্রতিক্রিয়া দিলেন ক্য়াপ্টেনও ৷ তিনি বলেন, ‘‘2017 সালের পর থেকে পঞ্জাবের প্রতিটি নির্বাচন আমি জিতেছি ৷ এমনটা নয় যে মানুষ আমার উপর থেকে আস্থা হারিয়েছেন ৷ পুরোটাই তৈরি করেছেন নভজ্যোত সিং সিধু ও তাঁর অনুগামীরা ৷ জানি না কেন তাঁরা তাঁকে নির্দেশ দেওয়ার অনুমতি দিচ্ছে ৷’’

  • I have won every election in Punjab since 2017. It was not the people who'd lost trust in me. Entire affair was orchestrated by Navjot Singh Sidhu & his aides. Don't know why they're allowing him to dictate terms even now: Former Punjab CM Captain Amarinder Singh

    (File photo) pic.twitter.com/7i9LtPa7pN

    — ANI (@ANI) October 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মাস কয়েক পরই পঞ্জাবের বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election) ৷ সেই নির্বাচনে কংগ্রেস যে কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে, তা সহজেই অনুমান করা যাচ্ছে ৷ আর সেই চ্যালেঞ্জে নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন ৷

আরও পড়ুন : Natwar Singh : পঞ্জাবে ভুল হয়েছে, গান্ধি পরিবারকে কটাক্ষ নটবর সিংয়ের

কিন্তু তিনি কি আলাদা দল গড়ে নেতৃত্ব দেবেন ? নাকি বিজেপিতে (BJP) যোগ দিয়ে পঞ্জাবের ভোটে গেরুয়া শিবিরের ক্যাপ্টেন হবেন ? এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.