ETV Bharat / bharat

টিআরআইপিএস শিথিল করা নিয়ে ভারত, দক্ষিণ আফ্রিকাকে সমর্থন চিনের

author img

By

Published : May 18, 2021, 10:08 AM IST

টিআরআইপিএস শিথিল করতে ভারত আর দক্ষিণ আফ্রিকার পাশে এবার চিন ৷ উন্নয়নশীল দেশগুলি যাতে আরো দ্রুত, আরো বেশি ভ্যাকসিন উৎপাদন করতে পারে, তার জন্য প্রয়োজনীয় সব রকম সাহায্যের আশ্বাস বিশ্বের সুপার পাওয়ারের ৷

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান

নিউ দিল্লি, 18 মে : অবশেষে "ট্রেড-রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস" (টিআরআইপিএস) শিথিল করার প্রস্তাবে ভারত আর দক্ষিণ আফ্রিকাকে সমর্থন জানাল চিন ৷ সোমবার এই প্রসঙ্গে বিশ্বের সুপার পাওয়ার আশ্বাস দিয়েছে উন্নয়নশীল দেশগুলির করোনা যুদ্ধে তারা সব কিছু করতে রাজি ৷

গত বছর অক্টোবরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও)-র সঙ্গে সম্পর্কিত টিআরপিএস-এর কিছু নিয়মকানুন শিথিল করার আবেদন জানিয়েছিল ভারত, দক্ষিণ আফ্রিকা ৷ এতে উন্নয়নশীল দেশগুলো জীবনদায়ী ভ্যাকসিন আর অন্যান্য ওষুধ আরো বেশি ও দ্রুত উৎপাদন করতে পারবে ৷ তখন থেকেই আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন-সহ বিভিন্ন দেশ এই প্রস্তাবকে সমর্থন করতে শুরু করেছে ৷

আরো পড়ুন: ডেঙ্গুর লক্ষণ চিহ্নিতকরণ এবং প্রতিরোধের উপায়

দ্রুত বৈঠক করে এ বিষয়ে একটি সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের জন্য এ মাসের শুরুতেই ডব্লিউটিও-র ডিরেক্টর জেনেরাল অন্যান্য দেশগুলির কাছে আবেদন জানান ৷

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান ভারত আর দক্ষিণ আফ্রিকার নাম উল্লেখ না করেই বেজিংয়ের সাংবাদিকদের বলেন, "উন্নয়নশীল দেশগুলির কোভিড-19 ভ্যাকসিনের চাহিদা সম্পূর্ণ বুঝতে পারছে চিন ৷ আর তা মাথায় রেখেই সেই দেশগুলির কোভিড ভ্যাকসিন উৎপাদনে আইপিআর শিথিলে চিনের পূর্ণ সমর্থন রয়েছে ৷" বিশ্বের সবচেয়ে বড় উন্নয়নশীল দেশ হওয়ার জন্য আর আন্তর্জাতিক সংগঠনগুলির অন্যতম দায়িত্বপূর্ণ দেশ হওয়ার কারণে উন্নয়নশীল দেশগুলির সাহায্যার্থে সবকিছু করবে চিন, আশ্বাসবাণী বিদেশমন্ত্রকের৷

চিন ইতিমধ্যে তাদের নিজস্ব তিনটি ভ্যাকসিন দিয়েছে 80টি দেশকে, তিনটি আন্তর্জাতিক সংগঠনকে আর 50টিরও বেশি দেশে ভ্যাকসিন পাঠিয়েছে ৷

নিউ দিল্লি, 18 মে : অবশেষে "ট্রেড-রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস" (টিআরআইপিএস) শিথিল করার প্রস্তাবে ভারত আর দক্ষিণ আফ্রিকাকে সমর্থন জানাল চিন ৷ সোমবার এই প্রসঙ্গে বিশ্বের সুপার পাওয়ার আশ্বাস দিয়েছে উন্নয়নশীল দেশগুলির করোনা যুদ্ধে তারা সব কিছু করতে রাজি ৷

গত বছর অক্টোবরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও)-র সঙ্গে সম্পর্কিত টিআরপিএস-এর কিছু নিয়মকানুন শিথিল করার আবেদন জানিয়েছিল ভারত, দক্ষিণ আফ্রিকা ৷ এতে উন্নয়নশীল দেশগুলো জীবনদায়ী ভ্যাকসিন আর অন্যান্য ওষুধ আরো বেশি ও দ্রুত উৎপাদন করতে পারবে ৷ তখন থেকেই আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন-সহ বিভিন্ন দেশ এই প্রস্তাবকে সমর্থন করতে শুরু করেছে ৷

আরো পড়ুন: ডেঙ্গুর লক্ষণ চিহ্নিতকরণ এবং প্রতিরোধের উপায়

দ্রুত বৈঠক করে এ বিষয়ে একটি সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের জন্য এ মাসের শুরুতেই ডব্লিউটিও-র ডিরেক্টর জেনেরাল অন্যান্য দেশগুলির কাছে আবেদন জানান ৷

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান ভারত আর দক্ষিণ আফ্রিকার নাম উল্লেখ না করেই বেজিংয়ের সাংবাদিকদের বলেন, "উন্নয়নশীল দেশগুলির কোভিড-19 ভ্যাকসিনের চাহিদা সম্পূর্ণ বুঝতে পারছে চিন ৷ আর তা মাথায় রেখেই সেই দেশগুলির কোভিড ভ্যাকসিন উৎপাদনে আইপিআর শিথিলে চিনের পূর্ণ সমর্থন রয়েছে ৷" বিশ্বের সবচেয়ে বড় উন্নয়নশীল দেশ হওয়ার জন্য আর আন্তর্জাতিক সংগঠনগুলির অন্যতম দায়িত্বপূর্ণ দেশ হওয়ার কারণে উন্নয়নশীল দেশগুলির সাহায্যার্থে সবকিছু করবে চিন, আশ্বাসবাণী বিদেশমন্ত্রকের৷

চিন ইতিমধ্যে তাদের নিজস্ব তিনটি ভ্যাকসিন দিয়েছে 80টি দেশকে, তিনটি আন্তর্জাতিক সংগঠনকে আর 50টিরও বেশি দেশে ভ্যাকসিন পাঠিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.