ETV Bharat / bharat

করোনা সংকটে ভারতের পাশে, ব্রিকস-এর বৈঠকে আশ্বাস চিনা বিদেশমন্ত্রীর

ব্রিকস-এর বৈঠকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই বলেন, "মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের প্রতি আমি আবারও আমার সহমর্মিতা জানাচ্ছি ৷ চিন ভারতের পাশে আছে ৷"

china-stands-with-india-on-2nd-wave-of-covid-19-pandemic-said-Chinese-foreign-minister-wang-yi
china-stands-with-india-on-2nd-wave-of-covid-19-pandemic-said-Chinese-foreign-minister-wang-yi
author img

By

Published : Jun 1, 2021, 6:43 PM IST

নয়া দিল্লি, 1 জুন : করোনা সংকটে নয়া দিল্লির পাশে দাঁড়াবে বেজিং ৷ মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই বার্তা দিলেন, চিন সহ ব্রিকস-এর সমস্ত দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্ভূত সংকটে ভারতকে সবরকম ভাবে সাহায্য করবে ৷

ব্রিকস-এর বৈঠকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই বলেন, "মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের প্রতি আমি আবারও আমার সহমর্মিতা জানাচ্ছি ৷ চিন ভারতের পাশে আছে ৷ ব্রিকস-এর অন্য দেশগুলিও রয়েছে ৷ যতদিন না ভারতের সংকট দূর হচ্ছে ততদিন চিন এবং ব্রিকসভুক্ত অন্য দেশগুলি যে কোনও প্রয়োজনে ভারতকে সাহায্য করবে ৷ আমি আত্মবিশ্বাসী ভারত মহামারির এই সংকটকাল কাটিয়ে উঠবে ৷"

আরও পড়ুন: ব্রিকস-এর ভার্চুয়াল বৈঠকে আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

ব্রিকস-এর আজকের বৈঠকে পৌরহিত্য করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ করোনা পরিস্থিতিতে ব্রিকসভুক্ত ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা ও ভারতের প্রতিনিধিরা ভার্চুয়ালি বৈঠকে যোগদান করেন ৷

নয়া দিল্লি, 1 জুন : করোনা সংকটে নয়া দিল্লির পাশে দাঁড়াবে বেজিং ৷ মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই বার্তা দিলেন, চিন সহ ব্রিকস-এর সমস্ত দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্ভূত সংকটে ভারতকে সবরকম ভাবে সাহায্য করবে ৷

ব্রিকস-এর বৈঠকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই বলেন, "মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের প্রতি আমি আবারও আমার সহমর্মিতা জানাচ্ছি ৷ চিন ভারতের পাশে আছে ৷ ব্রিকস-এর অন্য দেশগুলিও রয়েছে ৷ যতদিন না ভারতের সংকট দূর হচ্ছে ততদিন চিন এবং ব্রিকসভুক্ত অন্য দেশগুলি যে কোনও প্রয়োজনে ভারতকে সাহায্য করবে ৷ আমি আত্মবিশ্বাসী ভারত মহামারির এই সংকটকাল কাটিয়ে উঠবে ৷"

আরও পড়ুন: ব্রিকস-এর ভার্চুয়াল বৈঠকে আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

ব্রিকস-এর আজকের বৈঠকে পৌরহিত্য করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ করোনা পরিস্থিতিতে ব্রিকসভুক্ত ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা ও ভারতের প্রতিনিধিরা ভার্চুয়ালি বৈঠকে যোগদান করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.