ETV Bharat / bharat

মার্কশিটে উল্লেখ থাকবে না ডিভিশনের, বড় সিদ্ধান্ত সিবিএসই'র

The Central Board of Secondary Education: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার মার্কশিটে কোনও ডিভিশন, ডিস্টিংশন বা গড় নম্বরের উল্লেখ না করার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই ৷ শুক্রবার বোর্ডের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 10:21 PM IST

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: বড় সিদ্ধান্ত নিল দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই ৷ শুক্রবার বোর্ডের তরফে জানানো হয়েছে, তাদের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার মার্কশিটে কোনও ডিভিশন, ডিস্টিংশন বা গড় নম্বরের উল্লেখ করা হবে না ৷ সিবিএসই এর পরীক্ষা নিয়ামক সান্যম ভরদ্বাজ জানিয়েছেন, বোর্ডের তরফে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের শতাংশ হিসেবও করা হবে না, তা মার্কশিটে উল্লেখও করা হবে না ৷ অর্থাৎ, শুধুমাত্র বিষয়পিছু পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর উল্লেখ করা হবে ৷

এদিন সান্যম ভরদ্বাজ জানান, পরীক্ষার্থীদের মার্কশিটে কোনও ডিভিশন বা গড় প্রাপ্ত নম্বরের উল্লেখ করা হবে না ৷ যদি কোনও পরীক্ষার্থী 5টির বেশি বিষয় নিয়ে পরীক্ষা দেয় সেক্ষেত্রে সেরা পাঁচটি বিষয় হিসেবের দায়িত্ব বোর্ড নেবে না ৷ পরবর্তী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বা সংস্থা তাদের মতো করে সেই পরীক্ষার্থীর সেরা 5টি বিষয় হিসেব করে নেবে ৷

উল্লেখ্য, এর আগে সিবিএসই বোর্ডের তরফে মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করাও বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ মূলত, পড়ুয়াদের মধ্যে যাতে কোনও অসুস্থ প্রতিযোগিতা গড়ে না ওঠে সেকারণেই বোর্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অভিভাবক, পড়ুয়া, শিক্ষাবিদদের অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ তাঁদের মতে. মেধা বা জ্ঞান অর্জনের নামে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা কাম্য নয়, এতে বকলমে পড়ুয়াদেরই মানসিক ক্ষতি হয় ও আত্মবিশ্বাসে প্রভাব পড়ে ৷

আরও পড়ুন:

  1. স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই চাকরি, হাইকোর্টে চাঞ্চল্যকর তথ্য পেশ সিআইডির
  2. সব মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রকাশের ভাবনা সিবিএসসির, সাফল্য নিয়ে সংশয় শিক্ষকদের
  3. সিলেবাসে বদল, দ্বাদশ শ্রেণির এনসিইআরটির বইতে ব্রাত্য 'বাবর-আকবর-শাহজাহান'রা !

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: বড় সিদ্ধান্ত নিল দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই ৷ শুক্রবার বোর্ডের তরফে জানানো হয়েছে, তাদের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার মার্কশিটে কোনও ডিভিশন, ডিস্টিংশন বা গড় নম্বরের উল্লেখ করা হবে না ৷ সিবিএসই এর পরীক্ষা নিয়ামক সান্যম ভরদ্বাজ জানিয়েছেন, বোর্ডের তরফে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের শতাংশ হিসেবও করা হবে না, তা মার্কশিটে উল্লেখও করা হবে না ৷ অর্থাৎ, শুধুমাত্র বিষয়পিছু পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর উল্লেখ করা হবে ৷

এদিন সান্যম ভরদ্বাজ জানান, পরীক্ষার্থীদের মার্কশিটে কোনও ডিভিশন বা গড় প্রাপ্ত নম্বরের উল্লেখ করা হবে না ৷ যদি কোনও পরীক্ষার্থী 5টির বেশি বিষয় নিয়ে পরীক্ষা দেয় সেক্ষেত্রে সেরা পাঁচটি বিষয় হিসেবের দায়িত্ব বোর্ড নেবে না ৷ পরবর্তী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বা সংস্থা তাদের মতো করে সেই পরীক্ষার্থীর সেরা 5টি বিষয় হিসেব করে নেবে ৷

উল্লেখ্য, এর আগে সিবিএসই বোর্ডের তরফে মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করাও বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ মূলত, পড়ুয়াদের মধ্যে যাতে কোনও অসুস্থ প্রতিযোগিতা গড়ে না ওঠে সেকারণেই বোর্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অভিভাবক, পড়ুয়া, শিক্ষাবিদদের অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ তাঁদের মতে. মেধা বা জ্ঞান অর্জনের নামে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা কাম্য নয়, এতে বকলমে পড়ুয়াদেরই মানসিক ক্ষতি হয় ও আত্মবিশ্বাসে প্রভাব পড়ে ৷

আরও পড়ুন:

  1. স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই চাকরি, হাইকোর্টে চাঞ্চল্যকর তথ্য পেশ সিআইডির
  2. সব মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রকাশের ভাবনা সিবিএসসির, সাফল্য নিয়ে সংশয় শিক্ষকদের
  3. সিলেবাসে বদল, দ্বাদশ শ্রেণির এনসিইআরটির বইতে ব্রাত্য 'বাবর-আকবর-শাহজাহান'রা !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.