নয়াদিল্লি, 1 ডিসেম্বর: বড় সিদ্ধান্ত নিল দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই ৷ শুক্রবার বোর্ডের তরফে জানানো হয়েছে, তাদের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার মার্কশিটে কোনও ডিভিশন, ডিস্টিংশন বা গড় নম্বরের উল্লেখ করা হবে না ৷ সিবিএসই এর পরীক্ষা নিয়ামক সান্যম ভরদ্বাজ জানিয়েছেন, বোর্ডের তরফে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের শতাংশ হিসেবও করা হবে না, তা মার্কশিটে উল্লেখও করা হবে না ৷ অর্থাৎ, শুধুমাত্র বিষয়পিছু পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর উল্লেখ করা হবে ৷
এদিন সান্যম ভরদ্বাজ জানান, পরীক্ষার্থীদের মার্কশিটে কোনও ডিভিশন বা গড় প্রাপ্ত নম্বরের উল্লেখ করা হবে না ৷ যদি কোনও পরীক্ষার্থী 5টির বেশি বিষয় নিয়ে পরীক্ষা দেয় সেক্ষেত্রে সেরা পাঁচটি বিষয় হিসেবের দায়িত্ব বোর্ড নেবে না ৷ পরবর্তী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বা সংস্থা তাদের মতো করে সেই পরীক্ষার্থীর সেরা 5টি বিষয় হিসেব করে নেবে ৷
উল্লেখ্য, এর আগে সিবিএসই বোর্ডের তরফে মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করাও বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ মূলত, পড়ুয়াদের মধ্যে যাতে কোনও অসুস্থ প্রতিযোগিতা গড়ে না ওঠে সেকারণেই বোর্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অভিভাবক, পড়ুয়া, শিক্ষাবিদদের অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ তাঁদের মতে. মেধা বা জ্ঞান অর্জনের নামে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা কাম্য নয়, এতে বকলমে পড়ুয়াদেরই মানসিক ক্ষতি হয় ও আত্মবিশ্বাসে প্রভাব পড়ে ৷
আরও পড়ুন:
- স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই চাকরি, হাইকোর্টে চাঞ্চল্যকর তথ্য পেশ সিআইডির
- সব মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রকাশের ভাবনা সিবিএসসির, সাফল্য নিয়ে সংশয় শিক্ষকদের
- সিলেবাসে বদল, দ্বাদশ শ্রেণির এনসিইআরটির বইতে ব্রাত্য 'বাবর-আকবর-শাহজাহান'রা !