ETV Bharat / bharat

UP Bride Firing Gun During Wedding: বিয়ের মণ্ডপে শূন্যে গুলি নববধূর, ভয়ে চুপসে গেলেন বর

author img

By

Published : Apr 10, 2023, 10:52 PM IST

বিয়ের আনন্দ উপভোগ করতে শূন্যে গুলি চালিয়ে বিপাকে পড়েছেন উত্তরপ্রদেশের হাথরস জেলার বাসিন্দা ৷ নতুন কনের গুলি চালানোর ভিডিয়ো ভাইরাল ৷ তদন্তে পুলিশ ৷

Etv Bharat
গুলি চালিয়ে বিপাকে নববধূ

লখনউ, 10 এপ্রিল: বিয়ের আনন্দে কখন যে কে কী করে বসে তা বোঝা দায় ! নতুন জীবন শুরুর আনন্দ আর উচ্ছ্বাসে মেতে উঠতে গিয়েই আইনি সমস্যায় পড়লেন নববধূকে ৷ বিয়ের আনন্দ উদযাপনে শুক্রবার উত্তরপ্রদেশের হাথরস জেলার সলেমপুরের বাসিন্দা শূন্যে চার রাউন্ড গুলি চালিয়ে সমস্যায় পড়েছেন ৷ সোশাল মাধ্যমে 5 সেকেন্ডের সেই ভিডিয়ো ভাইরাল ৷

ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, মালাবদলের পর নব বর-বধূ বসে রয়েছেন স্টেজে বিয়ের সিংহাসনে ৷ দুজনেই সেজেগুজে পরিবারের আশীর্বাদের জন্য অপেক্ষায় রয়েছেন ৷ কিছুক্ষণ পরেই দেখা যায় কালো শার্ট পরা এক ব্যক্তি স্টেজে ওঠেন এবং নতুন কনের হাতে একটি গুলি ভরা বন্দুক দিয়ে দেন ৷ কনেও তৎক্ষণাৎ বন্দুকটি হাতে নিয়ে নেন ৷ পাঁচ সেকেন্ডের মধ্যে শূন্যে পর চার রাউন্ড গুলি ছোড়েন নতুন কনে ৷ শুধুমাত্র কনের গুলি চালানো নজরে আসেনি ৷ চোখে পড়েছে ভয়ে চুপসে যাওয়া বরের মুখও ৷ গুলির আওয়াজ শুনে বিয়ে করতে আসা বর যে ভয় পেয়েছেন তা মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা গিয়েছে ৷ গুলি চালানোর পর কনে আবার বন্দুকটি আবার কালো শার্ট পরা ব্যক্তির হাতে তুলে দেন ৷ ঘটনায় সকলেই যে মজা পেয়েছেন সেটাও ভিডিয়ো দেখে পরিষ্কার ৷

আরও পড়ুন: অনুষ্ঠানে হাঁটতে হাঁটতে আচমকা পড়লেন মাটিতে, মৃত্যু তরুণীর

ভাইরাল ভিডিয়ো দেখে তৎপর হয়ে ওঠে পুলিশ ৷ জানা গিয়েছে, ঘটনাটি শুক্রবার রাতে হাথরস জেলার সলেমপুরে ৷ হাথরসের এএসপি অশোক কুমার সিং বলেন, "ঘটনাটি ফাইল করা হয়েছে ৷ খুব শীঘ্রই নতুন বর-কনে ও তাঁদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে ৷ পাশাপাশি ভিডিয়োতে দেখা কালো শার্ট পরা ব্যক্তির, যিনি বন্দুক দিয়েছিলেন, তাঁকেও চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷" বিয়ের আনন্দে শূন্যে গুলি ছোড়ার মতো ঘটনা উত্তর ভারতে নতুন কোনও বিষয় নয় ৷ অনেক সময় এই ধরনের ঘটনা থেকেই ঘটে যায় বড় দুর্ঘটনা ৷ এই ধরনের ঘটনা বন্ধ করতেই 2019 সালে আর্ম-অ্য়াক্ট অনুযায়ী বিয়ে উদযাপনে গুলিবর্ষণের ঘটনাকে অপরাধমূলক ঘটনা বলে বিবেচিত করা হয়েছে ৷ শাস্তিস্বরূপ 2 বছরের জেল বা এক লাখ টাকা ফাইনও দিতে হতে পারে অভিযুক্তকে ৷

লখনউ, 10 এপ্রিল: বিয়ের আনন্দে কখন যে কে কী করে বসে তা বোঝা দায় ! নতুন জীবন শুরুর আনন্দ আর উচ্ছ্বাসে মেতে উঠতে গিয়েই আইনি সমস্যায় পড়লেন নববধূকে ৷ বিয়ের আনন্দ উদযাপনে শুক্রবার উত্তরপ্রদেশের হাথরস জেলার সলেমপুরের বাসিন্দা শূন্যে চার রাউন্ড গুলি চালিয়ে সমস্যায় পড়েছেন ৷ সোশাল মাধ্যমে 5 সেকেন্ডের সেই ভিডিয়ো ভাইরাল ৷

ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, মালাবদলের পর নব বর-বধূ বসে রয়েছেন স্টেজে বিয়ের সিংহাসনে ৷ দুজনেই সেজেগুজে পরিবারের আশীর্বাদের জন্য অপেক্ষায় রয়েছেন ৷ কিছুক্ষণ পরেই দেখা যায় কালো শার্ট পরা এক ব্যক্তি স্টেজে ওঠেন এবং নতুন কনের হাতে একটি গুলি ভরা বন্দুক দিয়ে দেন ৷ কনেও তৎক্ষণাৎ বন্দুকটি হাতে নিয়ে নেন ৷ পাঁচ সেকেন্ডের মধ্যে শূন্যে পর চার রাউন্ড গুলি ছোড়েন নতুন কনে ৷ শুধুমাত্র কনের গুলি চালানো নজরে আসেনি ৷ চোখে পড়েছে ভয়ে চুপসে যাওয়া বরের মুখও ৷ গুলির আওয়াজ শুনে বিয়ে করতে আসা বর যে ভয় পেয়েছেন তা মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা গিয়েছে ৷ গুলি চালানোর পর কনে আবার বন্দুকটি আবার কালো শার্ট পরা ব্যক্তির হাতে তুলে দেন ৷ ঘটনায় সকলেই যে মজা পেয়েছেন সেটাও ভিডিয়ো দেখে পরিষ্কার ৷

আরও পড়ুন: অনুষ্ঠানে হাঁটতে হাঁটতে আচমকা পড়লেন মাটিতে, মৃত্যু তরুণীর

ভাইরাল ভিডিয়ো দেখে তৎপর হয়ে ওঠে পুলিশ ৷ জানা গিয়েছে, ঘটনাটি শুক্রবার রাতে হাথরস জেলার সলেমপুরে ৷ হাথরসের এএসপি অশোক কুমার সিং বলেন, "ঘটনাটি ফাইল করা হয়েছে ৷ খুব শীঘ্রই নতুন বর-কনে ও তাঁদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে ৷ পাশাপাশি ভিডিয়োতে দেখা কালো শার্ট পরা ব্যক্তির, যিনি বন্দুক দিয়েছিলেন, তাঁকেও চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷" বিয়ের আনন্দে শূন্যে গুলি ছোড়ার মতো ঘটনা উত্তর ভারতে নতুন কোনও বিষয় নয় ৷ অনেক সময় এই ধরনের ঘটনা থেকেই ঘটে যায় বড় দুর্ঘটনা ৷ এই ধরনের ঘটনা বন্ধ করতেই 2019 সালে আর্ম-অ্য়াক্ট অনুযায়ী বিয়ে উদযাপনে গুলিবর্ষণের ঘটনাকে অপরাধমূলক ঘটনা বলে বিবেচিত করা হয়েছে ৷ শাস্তিস্বরূপ 2 বছরের জেল বা এক লাখ টাকা ফাইনও দিতে হতে পারে অভিযুক্তকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.