ETV Bharat / bharat

Nalin Kumar Kateel: রাস্তা, নিকাশির সমস্যা ভুলে লাভ জিহাদে মন দিন ! বিজেপি সাংসদের পরামর্শে বিতর্ক তুঙ্গে

রাস্তার সমস্যা, নিকাশিনালার সমস্যার মতো 'ছোটখাটো বিষয়' নিয়ে কথা না বলে লাভ জিহাদে (Love Jihad) মনোনিবেশ করতে হবে ! দলীয় কর্মীদের এই নিদান দিয়ে বিতর্কে জড়ালেন কর্ণাটকের (Karnataka) ম্যাঙ্গালুরুর (Mangaluru) বিজেপি সাংসদ নলিন কুমার কটিল (Nalin Kumar Kateel) ৷

BJP MP Nalin Kumar Kateel statement on Love Jihad sparks new controversy
নলিন কুমার কটিল ৷
author img

By

Published : Jan 4, 2023, 2:28 PM IST

ম্যাঙ্গালুরু (কর্ণাটক), 4 জানুয়ারি: সড়ক বা নিকাশি সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে না ভাবলেও চলবে ! বদলে মনোনিবেশ করতে হবে লাভ জিহাদে (Love Jihad) ! দলের কর্মীদের এমনটাই নিদান দিয়েছেন বিজেপি নেতা তথা কর্ণাটকের (Karnataka) ম্যাঙ্গালুরুর (Mangaluru) সাংসদ নলিন কুমার কটিল (Nalin Kumar Kateel) ৷ তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নয়া বিতর্ক ৷

ঘটনাটি ঘটেছে গত সোমবার ৷ ওই দিন নিজের সংসদীয় এলাকায় 'বুথ বিজয় অভিযান' (Booth Vijaya Abhiyana) নামে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন নলিন ৷ সেখানেই তাঁকে লাভ জিহাদ সম্পর্কে এমন মন্তব্য করতে শোনা যায় ৷ সেই কর্মসূচির মঞ্চ থেকে নলিনকে বলতে শোনা যায়, "ছোটখাটো বিষয় নিয়ে একদম কথা বলবেন না ৷ যেমন ধরুন, রাস্তার সমস্যা, নিকাশিনালার সমস্যা ৷ এসব নিয়ে কথা বলার কোনও প্রয়োজনই নেই ৷ লাভ জিহাদ বন্ধ করার জন্যই বিজেপি সরকারের ক্ষমতায় আসা উচিত ৷ কারণ, লাভ জিহাদ আপনাদের সন্তানদের জীবনে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ৷"

আরও পড়ুন: অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ ! ধৃত 1

এই প্রসঙ্গেই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (Popular Front of India) বা পিএফআই (PFI)-কে নিষিদ্ধ ঘোষণা করার বিষয়টিরও উল্লেখ করেন বিজেপি সাংসদ ৷ নলিন বলেন, "পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা না করা হলে বিজেপি নেতারা বাঁচতে পারতেন না ৷ তাঁদের ছবিতে এত দিনে মালা পরাতে হত ! পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করায় জাতীয় স্বার্থ রক্ষিত হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নেতৃত্বাধীন সরকার এই পদক্ষেপ করেছে ৷" এরপরই সাংসদ দাবি করেন, কেন্দ্র এই পদক্ষেপ না করলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে সিরিয়াল কিলিংয়ের শিকার হতে হত !

এই মঞ্চ থেকেই নলিন কুমার কটিল হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দিনে লাভ জিহাদের বিরুদ্ধেও আইন আনবে বিজেপি সরকার ৷ সাংসদের কথায়, "2014 সাল থেকে দেশের কোথাও কোনও বোমা বিস্ফোরণ হয়নি ৷ এর কারণ হল, দেশে অমিত শাহের সরকার এবং কর্ণাটকে বাসবরাজ বোম্মানির সরকার ৷ বিজেপি সরকার গরু কাটার কষাইখানা নিষিদ্ধ করেছে ৷ আগামী দিনে লাভ জিহাদের বিরুদ্ধেও তারা আইন প্রণয়ন করবে ৷"

ম্যাঙ্গালুরু (কর্ণাটক), 4 জানুয়ারি: সড়ক বা নিকাশি সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে না ভাবলেও চলবে ! বদলে মনোনিবেশ করতে হবে লাভ জিহাদে (Love Jihad) ! দলের কর্মীদের এমনটাই নিদান দিয়েছেন বিজেপি নেতা তথা কর্ণাটকের (Karnataka) ম্যাঙ্গালুরুর (Mangaluru) সাংসদ নলিন কুমার কটিল (Nalin Kumar Kateel) ৷ তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নয়া বিতর্ক ৷

ঘটনাটি ঘটেছে গত সোমবার ৷ ওই দিন নিজের সংসদীয় এলাকায় 'বুথ বিজয় অভিযান' (Booth Vijaya Abhiyana) নামে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন নলিন ৷ সেখানেই তাঁকে লাভ জিহাদ সম্পর্কে এমন মন্তব্য করতে শোনা যায় ৷ সেই কর্মসূচির মঞ্চ থেকে নলিনকে বলতে শোনা যায়, "ছোটখাটো বিষয় নিয়ে একদম কথা বলবেন না ৷ যেমন ধরুন, রাস্তার সমস্যা, নিকাশিনালার সমস্যা ৷ এসব নিয়ে কথা বলার কোনও প্রয়োজনই নেই ৷ লাভ জিহাদ বন্ধ করার জন্যই বিজেপি সরকারের ক্ষমতায় আসা উচিত ৷ কারণ, লাভ জিহাদ আপনাদের সন্তানদের জীবনে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ৷"

আরও পড়ুন: অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ ! ধৃত 1

এই প্রসঙ্গেই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (Popular Front of India) বা পিএফআই (PFI)-কে নিষিদ্ধ ঘোষণা করার বিষয়টিরও উল্লেখ করেন বিজেপি সাংসদ ৷ নলিন বলেন, "পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা না করা হলে বিজেপি নেতারা বাঁচতে পারতেন না ৷ তাঁদের ছবিতে এত দিনে মালা পরাতে হত ! পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করায় জাতীয় স্বার্থ রক্ষিত হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নেতৃত্বাধীন সরকার এই পদক্ষেপ করেছে ৷" এরপরই সাংসদ দাবি করেন, কেন্দ্র এই পদক্ষেপ না করলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে সিরিয়াল কিলিংয়ের শিকার হতে হত !

এই মঞ্চ থেকেই নলিন কুমার কটিল হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দিনে লাভ জিহাদের বিরুদ্ধেও আইন আনবে বিজেপি সরকার ৷ সাংসদের কথায়, "2014 সাল থেকে দেশের কোথাও কোনও বোমা বিস্ফোরণ হয়নি ৷ এর কারণ হল, দেশে অমিত শাহের সরকার এবং কর্ণাটকে বাসবরাজ বোম্মানির সরকার ৷ বিজেপি সরকার গরু কাটার কষাইখানা নিষিদ্ধ করেছে ৷ আগামী দিনে লাভ জিহাদের বিরুদ্ধেও তারা আইন প্রণয়ন করবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.