লখনউ, 11 জুন : জৌনপুর জেলায় সরাই খোয়াজা এলাকায় একাধিক বাড়িতে আগুন লাগানোর ঘটনায় ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (NSA)-এর অধীনে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । ঘটনায় দুই অভিযুক্ত নুর আলম ও জাভেদ সিদ্দিকি-র বিরুদ্ধে NSA-এর অধীনে তদন্ত করা হবে বলে জানা গিয়েছে ।
গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশকে নির্দেশ দেন, “ওই ঘটনায় যুক্ত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে ।” এলাকার স্টেশন হাউজ় অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশও দেন যোগী । পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বাড়ি পুনর্নির্মাণের নির্দেশও দেন । উত্তরপ্রদেশ সরকারের সমাজ কল্যাণ দপ্তর ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে ।
গত 9 জুন সরাই খোয়াজা এলাকায় কয়েকজনের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় । যাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় তারা দলিত সম্প্রদায়ের বলে অভিযোগ । স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বাগান থেকে আম পাড়ার সময় কিছু ভুল করেছিল তাঁঁরা । তারপরই তাদের বাড়িতে আগুন ধরানো হয় । ঘটনায় সাতজন আহত হন ।