ETV Bharat / bharat

মানচিত্র থেকে পাকিস্তান মুছে গেলেই বিশ্বশান্তি সম্ভব: শিবসেনা - militant

দলীয় মুখপত্র সামনায় পাকিস্তানকে আক্রমণ শিবসেনার।

শিব সেনা
author img

By

Published : Feb 27, 2019, 8:46 PM IST

Updated : Feb 27, 2019, 10:14 PM IST

দিল্লি, ২৭ ফেব্রুয়ারি : মানচিত্র থেকে পাকিস্তান মুছে গেলেই একমাত্র বিশ্ব শান্তি সম্ভব। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভরতীয় বায়ুসেনার অভিযানের পর দলীয় মুখপত্র সামনায় শিব সেনার তরফে একথা লেখা হয়।

লেখা হয়, যতক্ষণ পর্যন্ত পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে না দেওয়া যায়, ততক্ষণ শান্তি সম্ভব নয়। পাকিস্তানের মতো দেশ শুধু ভারত নয় সমগ্র বিশ্বের জন্য বিপজ্জনক। সেখানে কোনও গণতন্ত্র নেই, তাই তাদের সেনা প্রধান সরকারের নামে ক্ষমতার অপব্যবহার করে।

শিব সেনার তরফে আরও লেখা হয়, "পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতে, সেদেশে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় না। তাহলে কি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ওই ক্যাম্পগুলি সাংস্কৃতিক কেন্দ্র ছিল। পাকিস্তান থেকে সন্ত্রাসবাদকে পুরোপুরি খতম করতে এই অভিযান চালিয়ে যেতে হবে।"

দিল্লি, ২৭ ফেব্রুয়ারি : মানচিত্র থেকে পাকিস্তান মুছে গেলেই একমাত্র বিশ্ব শান্তি সম্ভব। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভরতীয় বায়ুসেনার অভিযানের পর দলীয় মুখপত্র সামনায় শিব সেনার তরফে একথা লেখা হয়।

লেখা হয়, যতক্ষণ পর্যন্ত পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে না দেওয়া যায়, ততক্ষণ শান্তি সম্ভব নয়। পাকিস্তানের মতো দেশ শুধু ভারত নয় সমগ্র বিশ্বের জন্য বিপজ্জনক। সেখানে কোনও গণতন্ত্র নেই, তাই তাদের সেনা প্রধান সরকারের নামে ক্ষমতার অপব্যবহার করে।

শিব সেনার তরফে আরও লেখা হয়, "পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতে, সেদেশে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় না। তাহলে কি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ওই ক্যাম্পগুলি সাংস্কৃতিক কেন্দ্র ছিল। পাকিস্তান থেকে সন্ত্রাসবাদকে পুরোপুরি খতম করতে এই অভিযান চালিয়ে যেতে হবে।"

Wuzhen (China), Feb 27 (ANI): China on Wednesday said that it believes that Pakistan has "always been opposed" to terrorism and that both India and Pakistan should exercise restraint and avoid escalation of the situation. "Russia, China and India reaffirmed strong opposition to terrorism. At same time we (China) believe Pakistan has always been opposed to terrorism. China appreciates statements from Indian and Pakistan friends saying they will exercise restraint and avoid escalation of situation." Wang Yi, China's Foreign Minister said at the RIC (Russia-India-China) forum.
Last Updated : Feb 27, 2019, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.