ETV Bharat / bharat

যুবতিকে মদ্যপান করিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার স্বামী সহ 5 - Woman forced fed liquor gangraped

কেরালার তিরুবনন্তপুরমে এক যুবতিকে জোর করে মদ্যপান করিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল স্বামী সহ পাঁচজনের বিরুদ্ধে। অভিযুক্তদের আজ গ্রেপ্তার করে পুলিশ।

Gangrape
Gangrape
author img

By

Published : Jun 5, 2020, 6:32 PM IST

তিরুবনন্তপুরম, 5 জুন : ছেলের সামনেই যুবতিকে জোর করে মদ্যপান করিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল স্বামী ও তার চার বন্ধুর বিরুদ্ধে। আজ তাদের গ্রেপ্তার করে পুলিশ । কেরালা রাজ্য মহিলা কমিশনের তরফে ইতিমধ্যেই একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে ।

25 বছরের ওই যুবতি পুলিশকে জানায়, বৃহস্পতিবার তার স্বামী তাঁকে ও তাঁর দুই সন্তানকে নিয়ে পুথুকুরিচির একটি সমুদ্রতটে নিয়ে যায়। সেখান থেকে কাছেই এক বন্ধুর বাড়িতে নিয়ে যায়। সেখানেই তাঁকে জোর করে মদ্যপান করানো হয় বলে অভিযোগ । পাশাপাশি বড় ছেলের সামনেই তাঁকে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি ।

এক পুলিশ অফিসার জানান, ওই মহিলাকে রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন এক যুবক। তিনি ওই মহিলাকে নিজের গাড়িতে বাড়ি পৌঁছে দেয় এবং থানায় খবর দেন । যদিও ওই যুবক এক সংবাদমাধ্যমে বলেন, ওই মহিলা কাঁদছিলেন এবং সাহায্যের আবেদন করছিলেন। তাঁর মুখে আঘাতের চিহ্ন ছিল।

ওই যুবতির বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে কাদিনামকুলাম থানার পুলিশ । তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

তিরুবনন্তপুরম, 5 জুন : ছেলের সামনেই যুবতিকে জোর করে মদ্যপান করিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল স্বামী ও তার চার বন্ধুর বিরুদ্ধে। আজ তাদের গ্রেপ্তার করে পুলিশ । কেরালা রাজ্য মহিলা কমিশনের তরফে ইতিমধ্যেই একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে ।

25 বছরের ওই যুবতি পুলিশকে জানায়, বৃহস্পতিবার তার স্বামী তাঁকে ও তাঁর দুই সন্তানকে নিয়ে পুথুকুরিচির একটি সমুদ্রতটে নিয়ে যায়। সেখান থেকে কাছেই এক বন্ধুর বাড়িতে নিয়ে যায়। সেখানেই তাঁকে জোর করে মদ্যপান করানো হয় বলে অভিযোগ । পাশাপাশি বড় ছেলের সামনেই তাঁকে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি ।

এক পুলিশ অফিসার জানান, ওই মহিলাকে রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন এক যুবক। তিনি ওই মহিলাকে নিজের গাড়িতে বাড়ি পৌঁছে দেয় এবং থানায় খবর দেন । যদিও ওই যুবক এক সংবাদমাধ্যমে বলেন, ওই মহিলা কাঁদছিলেন এবং সাহায্যের আবেদন করছিলেন। তাঁর মুখে আঘাতের চিহ্ন ছিল।

ওই যুবতির বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে কাদিনামকুলাম থানার পুলিশ । তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.