তিরুবনন্তপুরম, 5 জুন : ছেলের সামনেই যুবতিকে জোর করে মদ্যপান করিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল স্বামী ও তার চার বন্ধুর বিরুদ্ধে। আজ তাদের গ্রেপ্তার করে পুলিশ । কেরালা রাজ্য মহিলা কমিশনের তরফে ইতিমধ্যেই একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে ।
25 বছরের ওই যুবতি পুলিশকে জানায়, বৃহস্পতিবার তার স্বামী তাঁকে ও তাঁর দুই সন্তানকে নিয়ে পুথুকুরিচির একটি সমুদ্রতটে নিয়ে যায়। সেখান থেকে কাছেই এক বন্ধুর বাড়িতে নিয়ে যায়। সেখানেই তাঁকে জোর করে মদ্যপান করানো হয় বলে অভিযোগ । পাশাপাশি বড় ছেলের সামনেই তাঁকে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি ।
এক পুলিশ অফিসার জানান, ওই মহিলাকে রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন এক যুবক। তিনি ওই মহিলাকে নিজের গাড়িতে বাড়ি পৌঁছে দেয় এবং থানায় খবর দেন । যদিও ওই যুবক এক সংবাদমাধ্যমে বলেন, ওই মহিলা কাঁদছিলেন এবং সাহায্যের আবেদন করছিলেন। তাঁর মুখে আঘাতের চিহ্ন ছিল।
ওই যুবতির বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে কাদিনামকুলাম থানার পুলিশ । তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।