ETV Bharat / bharat

দেশীয় প্রযুক্তির অস্ত্র দিয়েই যুদ্ধ জিতব : সেনাপ্রধান - দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় দেশীয় অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার

পরবর্তী যুদ্ধে আমরা দেশে তৈরি অস্ত্র দিয়েই লড়ব এবং জিতব ৷ যাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় দেশীয় অস্ত্র ও প্রযুক্তিই ব্যবহার করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে ৷ আজ DRDO-র বৈঠকে এসে একথা বলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷

ছবি
author img

By

Published : Oct 15, 2019, 9:23 PM IST

Updated : Oct 16, 2019, 3:06 PM IST

দিল্লি, 15 অক্টোবর : ভারত-পাকিস্তান সীমান্ত সমস্যা যখন চূড়ান্ত ৷ ঠিক তখনই যুদ্ধ প্রসঙ্গে সেনাপ্রধান বিপিন রাওয়াতের এক মন্তব্য জল্পনা বাড়াল ৷ আজ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (DRDO)-র বৈঠকে সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্য, আগামী যুদ্ধে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র দিয়েই লড়াই করবে ভারত ৷ রাওয়াত যুদ্ধ বলতে কী বোঝালেন ? এই প্রশ্নই উঠতে শুরু করেছে রাওয়াতের মন্তব্য ঘিরে ৷ তাহলে কি রাওয়াত ভারত-পাকিস্তানের যুদ্ধের দিকে ইঙ্গিত করছেন, এটাই এখন বড় প্রশ্ন ৷

আজ DRDO-এর অনুষ্ঠানে এসে বিপিন রাওয়াত বলেন, "পরবর্তী যুদ্ধে আমরা দেশে তৈরি অস্ত্র দিয়েই লড়ব এবং জিতব ৷ যাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় দেশীয় অস্ত্র ও প্রযুক্তিই ব্যবহার করা যায়, সে বিষয়ে পদক্ষেপ করছে ৷" সেনাপ্রধান আরও বলেন, "দেশের প্রতিরক্ষা একটি ক্রমবর্ধমান ক্ষেত্র । সময় এসেছে ভবিষ্যতের যুদ্ধাস্ত্রগুলির প্রস্তুতি খতিয়ে দেখা ৷ পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও নজরদারি করা ৷ মহাকাশ প্রযুক্তি, লেজ়ার প্রযুক্তি, রোবটিকস, সাইবার প্রযুক্তি তথা আর্টিফিসিয়াল ইনটালিজেন্সের ক্রম অগ্রগতিতেই দেশের ভবিষ্যৎ৷ আমাদের সে দিকে নজর দিতে হবে ৷"

৫২ টি গবেষণাগারের সাহায্যে DRDO নিরন্তর সামরিক গবেষণার কাজ করে চলেছে ৷ পাশাপাশি অ্যারোনটিক্স, ল্যান্ড কমব্যাট ইঞ্জিনিয়ারিং, মিজ়াইল, নৌসেনার ব্যবহৃত নানা সরঞ্জামের প্রস্তুতিও খতিয়ে দেখছে এই সংস্থা ৷

বিপিন রাওয়াত আরও বলেন, "কোনও অস্ত্রের নকশা, পরিকল্পনা ও তার তৈরির মধ্যে সময় কমিয়ে তা গবেষণার কাজে লাগানো উচিত ৷" সেনা আধিকারিক ও DRDO-কে যৌথ গবেষণার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, "এই যৌথ উদ্যোগে সাফল্য ও ব্যর্থতা উভয়েরই দায়িত্ব ৷ তাই আমরা একে অন্যের দিকে আঙুল তুলব না ৷"

প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের জন্মবার্ষিকীতে তাঁর কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, "প্রতিরক্ষার গবেষণা ও উন্নয়নকে এক অনন্য মাত্রা দিয়েছেন আবদুল কালাম ৷ বর্তমান প্রজন্মের বিজ্ঞানীদের কাছে এটি একটি চ্যালেঞ্জ ৷ আশা করছি, তাঁরা সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন ৷"

দিল্লি, 15 অক্টোবর : ভারত-পাকিস্তান সীমান্ত সমস্যা যখন চূড়ান্ত ৷ ঠিক তখনই যুদ্ধ প্রসঙ্গে সেনাপ্রধান বিপিন রাওয়াতের এক মন্তব্য জল্পনা বাড়াল ৷ আজ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (DRDO)-র বৈঠকে সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্য, আগামী যুদ্ধে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র দিয়েই লড়াই করবে ভারত ৷ রাওয়াত যুদ্ধ বলতে কী বোঝালেন ? এই প্রশ্নই উঠতে শুরু করেছে রাওয়াতের মন্তব্য ঘিরে ৷ তাহলে কি রাওয়াত ভারত-পাকিস্তানের যুদ্ধের দিকে ইঙ্গিত করছেন, এটাই এখন বড় প্রশ্ন ৷

আজ DRDO-এর অনুষ্ঠানে এসে বিপিন রাওয়াত বলেন, "পরবর্তী যুদ্ধে আমরা দেশে তৈরি অস্ত্র দিয়েই লড়ব এবং জিতব ৷ যাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় দেশীয় অস্ত্র ও প্রযুক্তিই ব্যবহার করা যায়, সে বিষয়ে পদক্ষেপ করছে ৷" সেনাপ্রধান আরও বলেন, "দেশের প্রতিরক্ষা একটি ক্রমবর্ধমান ক্ষেত্র । সময় এসেছে ভবিষ্যতের যুদ্ধাস্ত্রগুলির প্রস্তুতি খতিয়ে দেখা ৷ পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও নজরদারি করা ৷ মহাকাশ প্রযুক্তি, লেজ়ার প্রযুক্তি, রোবটিকস, সাইবার প্রযুক্তি তথা আর্টিফিসিয়াল ইনটালিজেন্সের ক্রম অগ্রগতিতেই দেশের ভবিষ্যৎ৷ আমাদের সে দিকে নজর দিতে হবে ৷"

৫২ টি গবেষণাগারের সাহায্যে DRDO নিরন্তর সামরিক গবেষণার কাজ করে চলেছে ৷ পাশাপাশি অ্যারোনটিক্স, ল্যান্ড কমব্যাট ইঞ্জিনিয়ারিং, মিজ়াইল, নৌসেনার ব্যবহৃত নানা সরঞ্জামের প্রস্তুতিও খতিয়ে দেখছে এই সংস্থা ৷

বিপিন রাওয়াত আরও বলেন, "কোনও অস্ত্রের নকশা, পরিকল্পনা ও তার তৈরির মধ্যে সময় কমিয়ে তা গবেষণার কাজে লাগানো উচিত ৷" সেনা আধিকারিক ও DRDO-কে যৌথ গবেষণার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, "এই যৌথ উদ্যোগে সাফল্য ও ব্যর্থতা উভয়েরই দায়িত্ব ৷ তাই আমরা একে অন্যের দিকে আঙুল তুলব না ৷"

প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের জন্মবার্ষিকীতে তাঁর কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, "প্রতিরক্ষার গবেষণা ও উন্নয়নকে এক অনন্য মাত্রা দিয়েছেন আবদুল কালাম ৷ বর্তমান প্রজন্মের বিজ্ঞানীদের কাছে এটি একটি চ্যালেঞ্জ ৷ আশা করছি, তাঁরা সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন ৷"

Kurukshetra (Haryana), Oct 15 (ANI): Prime Minister Narendra Modi on October 15 continued his public rallies in Haryana ahead of the state assembly elections. While addressing a public rally in Kurukshetra, he said that Haryana jumped to third rank in Ease of Doing Business from the 14th spot since 2014, and that the state received highest investment in the last five years. Assembly elections will be held in Haryana and Maharashtra on October 21 and the results will be announced on October 24.

Last Updated : Oct 16, 2019, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.