দিল্লি, 15 অক্টোবর : ভারত-পাকিস্তান সীমান্ত সমস্যা যখন চূড়ান্ত ৷ ঠিক তখনই যুদ্ধ প্রসঙ্গে সেনাপ্রধান বিপিন রাওয়াতের এক মন্তব্য জল্পনা বাড়াল ৷ আজ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (DRDO)-র বৈঠকে সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্য, আগামী যুদ্ধে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র দিয়েই লড়াই করবে ভারত ৷ রাওয়াত যুদ্ধ বলতে কী বোঝালেন ? এই প্রশ্নই উঠতে শুরু করেছে রাওয়াতের মন্তব্য ঘিরে ৷ তাহলে কি রাওয়াত ভারত-পাকিস্তানের যুদ্ধের দিকে ইঙ্গিত করছেন, এটাই এখন বড় প্রশ্ন ৷
আজ DRDO-এর অনুষ্ঠানে এসে বিপিন রাওয়াত বলেন, "পরবর্তী যুদ্ধে আমরা দেশে তৈরি অস্ত্র দিয়েই লড়ব এবং জিতব ৷ যাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় দেশীয় অস্ত্র ও প্রযুক্তিই ব্যবহার করা যায়, সে বিষয়ে পদক্ষেপ করছে ৷" সেনাপ্রধান আরও বলেন, "দেশের প্রতিরক্ষা একটি ক্রমবর্ধমান ক্ষেত্র । সময় এসেছে ভবিষ্যতের যুদ্ধাস্ত্রগুলির প্রস্তুতি খতিয়ে দেখা ৷ পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও নজরদারি করা ৷ মহাকাশ প্রযুক্তি, লেজ়ার প্রযুক্তি, রোবটিকস, সাইবার প্রযুক্তি তথা আর্টিফিসিয়াল ইনটালিজেন্সের ক্রম অগ্রগতিতেই দেশের ভবিষ্যৎ৷ আমাদের সে দিকে নজর দিতে হবে ৷"
৫২ টি গবেষণাগারের সাহায্যে DRDO নিরন্তর সামরিক গবেষণার কাজ করে চলেছে ৷ পাশাপাশি অ্যারোনটিক্স, ল্যান্ড কমব্যাট ইঞ্জিনিয়ারিং, মিজ়াইল, নৌসেনার ব্যবহৃত নানা সরঞ্জামের প্রস্তুতিও খতিয়ে দেখছে এই সংস্থা ৷
বিপিন রাওয়াত আরও বলেন, "কোনও অস্ত্রের নকশা, পরিকল্পনা ও তার তৈরির মধ্যে সময় কমিয়ে তা গবেষণার কাজে লাগানো উচিত ৷" সেনা আধিকারিক ও DRDO-কে যৌথ গবেষণার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, "এই যৌথ উদ্যোগে সাফল্য ও ব্যর্থতা উভয়েরই দায়িত্ব ৷ তাই আমরা একে অন্যের দিকে আঙুল তুলব না ৷"
প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের জন্মবার্ষিকীতে তাঁর কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, "প্রতিরক্ষার গবেষণা ও উন্নয়নকে এক অনন্য মাত্রা দিয়েছেন আবদুল কালাম ৷ বর্তমান প্রজন্মের বিজ্ঞানীদের কাছে এটি একটি চ্যালেঞ্জ ৷ আশা করছি, তাঁরা সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন ৷"