দিল্লি, 6 জুন: কোরোনা পরীক্ষার নিয়ম লঙ্ঘন করছে হাসপাতাল। এমনই অভিযোগে দিল্লির এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি সরকার। দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালের ঘটনা। প্রথমে, দিল্লি সরকারের স্বাস্থ্য বিভাগের উপ-সচিবের অভিযোগে বেসরকারি ওই হাসপাতালের অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সরকারের তরফে একটি নির্দিষ্ট সফটওয়ারে কোরোনা পরীক্ষা করতে আসা রোগীদের তথ্য নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। সরকারের কাছে যাতে সময় মতো তথ্য পৌঁছায় সে কারণেই এই সফটওয়্যারের ব্যবহার করার কথা বলা হয়। অভিযোগ, শ্রী গঙ্গারাম হাসপাতালটি এই নিয়ম বার বার লঙ্ঘন করে আসছে। সূত্রের খবর, জুন মাসের তিন তারিখ পর্যন্ত ওই হাসপাতাল অ্যাপের ব্যবহার করেনি। এরপরেই সরকারের তরফে ওই হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, দিল্লিতে কোরোনা সংক্রমণ রোধে একাধিক ব্যবস্থা নিয়েছে দিল্লি সরকার। রাজধানীর কোথায় কোথায় হাসপাতাল রয়েছে তা জানানোর জন্য ‘দিল্লি কোরোনা’ অ্যাপের লঞ্চ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও বার বার কোরোনা রোগী প্রত্যাখানের অভিযোগ উঠছে হাসপাতালগুলোর বিরুদ্ধে। এপ্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “কোরোনা সংক্রমণকারী রোগীদের ভরতি নিতে অস্বীকার করছে বেশ কিছু হাসপাতাল। হাসপাতালের শয্যা নিয়ে যদি কেউ কালোবাজারি করে তাহলে তাদের এর ফল ভুগতে হবে। কিছুদিন আমাদের সময় দিন। যেসব হাসপাতালগুলো এমন করছে সেগুলো খুঁজে বের করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ”