ETV Bharat / bharat

থানার মধ্যেই IPFT কর্মীকে সপাটে চড় ত্রিপুরা কংগ্রেস সভাপতির

IPFT(ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা) কর্মীকে সপাটে চড় মারলেন ত্রিপুরার কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ দেব বর্মণ । ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ।

CCTV ফুটেজ
author img

By

Published : Apr 19, 2019, 8:56 AM IST

Updated : Apr 19, 2019, 9:14 AM IST

আগরতলা, 19 এপ্রিল : থানার মধ্যে ঢুকে এক IPFT(ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা) কর্মীকে সপাটে চড় মারলেন ত্রিপুরার কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ দেব বর্মণ । ভাইরাল হয়েছে সেই CCTV ফুটেজ । পুলিশের সামনেই আইন হাতে তুলে নেওয়ায় বিতর্কে জড়িয়েছেন তিনি । এই ঘটনার কট্টর সমালোচনা করেছে শাসকদল BJP ।

ত্রিপুরা(পূর্ব) লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রদ্যুৎ দেব বর্মণের দিদি প্রজ্ঞা দেব বর্মণ । গতকাল খোয়াই জেলার তুলাশিখর এলাকায় নির্বাচনী প্রচারে গেছিলেন তিনি । অভিযোগ, ফেরার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ার চেষ্টা করে কয়েকজন ব্যক্তি । এই ঘটনায় গ্রেপ্তার হয় এক IPFT কর্মী।

  • #WATCH: Tripura Congress President Pradyot Kishore Deb Burman slaps a man inside Khowai police station in Tripura. According to sources, the man was arrested for attacking convoy of Pragya Deb Burman, Tripura Congress candidate & Pradyot's elder sister pic.twitter.com/dHsW7vK90u

    — ANI (@ANI) April 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

CCTV ফুটেজে দেখা যাচ্ছে, লাল জামা পড়ে ওই ব্যক্তি থানার বেঞ্চে বসেছিল। আচমকাই কর্মীদের নিয়ে থানায় ঢোকেন প্রদ্যুৎবাবু । তাঁকে দেখে নমস্কার করে সে । এরপরই কর্তব্যরত পুলিশ অফিসারের সামনে অভিযুক্তকে সপাটে চড় মারেন তিনি । রীতিমতো শাসাতে দেখা যায় তাঁকে। তখনও নমস্কার করে চলেছে ওই IPFT কর্মী ।

পাথর ছোঁড়ার অভিযোগ অস্বীকার করেছে IPFT। তবে চড় মারার ঘটনায় সমালোচনায় মুখর হয়েছে BJP । BJP নেতা রতনলাল নাথ বলেন, "CCTV ফুটেজ দেখে স্বচ্ছভাবে বোঝা যাচ্ছে প্রদ্যুৎবাবু কীভাবে বিরোধীদের সঙ্গে অশোভন আচরণ করছেন । থানার মধ্যে যদি তিনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন, তাহলে কাউকে খুন করাও তাঁর পক্ষে অসম্ভব কিছু নয় ।"

আগরতলা, 19 এপ্রিল : থানার মধ্যে ঢুকে এক IPFT(ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা) কর্মীকে সপাটে চড় মারলেন ত্রিপুরার কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ দেব বর্মণ । ভাইরাল হয়েছে সেই CCTV ফুটেজ । পুলিশের সামনেই আইন হাতে তুলে নেওয়ায় বিতর্কে জড়িয়েছেন তিনি । এই ঘটনার কট্টর সমালোচনা করেছে শাসকদল BJP ।

ত্রিপুরা(পূর্ব) লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রদ্যুৎ দেব বর্মণের দিদি প্রজ্ঞা দেব বর্মণ । গতকাল খোয়াই জেলার তুলাশিখর এলাকায় নির্বাচনী প্রচারে গেছিলেন তিনি । অভিযোগ, ফেরার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ার চেষ্টা করে কয়েকজন ব্যক্তি । এই ঘটনায় গ্রেপ্তার হয় এক IPFT কর্মী।

  • #WATCH: Tripura Congress President Pradyot Kishore Deb Burman slaps a man inside Khowai police station in Tripura. According to sources, the man was arrested for attacking convoy of Pragya Deb Burman, Tripura Congress candidate & Pradyot's elder sister pic.twitter.com/dHsW7vK90u

    — ANI (@ANI) April 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

CCTV ফুটেজে দেখা যাচ্ছে, লাল জামা পড়ে ওই ব্যক্তি থানার বেঞ্চে বসেছিল। আচমকাই কর্মীদের নিয়ে থানায় ঢোকেন প্রদ্যুৎবাবু । তাঁকে দেখে নমস্কার করে সে । এরপরই কর্তব্যরত পুলিশ অফিসারের সামনে অভিযুক্তকে সপাটে চড় মারেন তিনি । রীতিমতো শাসাতে দেখা যায় তাঁকে। তখনও নমস্কার করে চলেছে ওই IPFT কর্মী ।

পাথর ছোঁড়ার অভিযোগ অস্বীকার করেছে IPFT। তবে চড় মারার ঘটনায় সমালোচনায় মুখর হয়েছে BJP । BJP নেতা রতনলাল নাথ বলেন, "CCTV ফুটেজ দেখে স্বচ্ছভাবে বোঝা যাচ্ছে প্রদ্যুৎবাবু কীভাবে বিরোধীদের সঙ্গে অশোভন আচরণ করছেন । থানার মধ্যে যদি তিনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন, তাহলে কাউকে খুন করাও তাঁর পক্ষে অসম্ভব কিছু নয় ।"

Kutch (Gujarat), Apr 19 (ANI): Congress president Rahul Gandhi spoke to mediapersons about the defamation case filed against him by Deputy Chief Minister of Bihar Sushil Kumar Modi for his reported statement that "all thieves have Modi in their surnames". He said, "The defamation case is nothing new as they keep on doing this every now and then. The real agenda of this election is unemployment, corruption, farmers' issue and Rafale case. When compared to past 45 years of total employment, the opportunities given to employees are least in these 5 years, all thanks to Prime Minister Narendra Modi. He is a failed prime minister and will definitely lose the elections this time. Congress has a good environment in the whole nation and there is a congress current (wave) in the country. Our Nyay scheme has shaken PM Modi and his party."

Last Updated : Apr 19, 2019, 9:14 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.