ETV Bharat / bharat

টপ নিউজ়@ বিকেল 5 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Jul 31, 2020, 5:07 PM IST

1. স্যানিটাইজ়ার খেয়ে অন্ধ্রপ্রদেশে মৃত্যু 13 জনের

অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় বন্ধ ছিল বেশ কয়েকটি মদের দোকান । মদ না পেয়ে স্যানিটাইজ়ার পান করেন কয়েকজন । মৃত্যু হয় 13 জনের ।

2. পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে বিপ্লব

শাসক শিবির ছেড়ে মাসকয়েক আগেই BJP তে যোগ দিয়েছেলেন তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র । কিন্তু পাঁচ মাসও টিকল না সেই সম্পর্ক । গেরুয়া ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন তিনি ।

3. টিটাগড়ে বাড়ির দরজা বন্ধ করে 7 জনকে পুড়িয়ে মারার চেষ্টা

একই পরিবারের সাতজনকে পুড়িয়ে মারার চেষ্টা ৷ টিটাগড় থানার বড় কাঁঠালিয়া মাঝেরপাড়া এলাকার ঘটনা ৷ ঘটনায় তদন্ত করছে পুলিশ ৷

4. কংগ্রেস বিধায়কদের সরানো হচ্ছে জয়সলমেরে; "দর বাড়ছে" বললেন গেহলত

বিধানসভা অধিবেশন কয়েকদিন পরে । হতে পারে আস্থাভোট । তার আগেই প্রায় 100 জন কংগ্রেস বিধায়ককে সরিয়ে নিয়ে যাওয়া হল জয়সলমেরে ৷

5. কদিনে সর্বোচ্চ, দেশে কোরোনায় আক্রান্ত 55 হাজারেরও বেশি

দু'দিনেই এক লাখ আক্রান্ত দেশে । তবে, এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 10 লাখেও বেশি মানুষ । সুস্থতার হারে অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে ভারত ।

6. BJP-র কার্যালয়ের সামনে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য তুফানগঞ্জে

BJP পার্টি অফিসের সামনে তাজা বোমা উদ্ধার হল ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্রের মধ্যে তুফানগঞ্জের চিলাখানা বাজারে মধ্যে এই পার্টি অফিস ৷ লোকসভা নির্বাচনের পর থেকেই রাজনৈতিক উত্তেজনা চলছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা।পুলিশ এসে বোমাটি নিষ্ক্রিয় করে নিয়ে যায় ৷ BJP-র অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে ।

7. কোরোনা আক্রান্ত পুলিশকর্মীর বাবার দেহ সৎকারে বাধা

কোরোনা সংক্রমণের ভয়ে এক কোরোনা আক্রান্ত পুলিশকর্মীর বাবার মৃতদেহ দাহ করতে বাধা দেয় স্থানীয়রা । শেষে রাত সাড়ে 12টায় দেহ সৎকার করা হয় ।

8. নিম্নমানের খাবার ! সরব আক্রান্তরা

রানিনগরের পঞ্চায়েত ট্রেনিং সেন্টারের সকালের খাবার লুচি-তরকারি। বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন কোভিড হাসপাতালে দেওয়া হচ্ছে পাউরুটি, ডিম, কলা। তবে খুবই অযন্তে খবরের কাজ ও পলিথিনের প্যাকেটে মোড়া। সোশাল মিডিয়ায় এখন ভাইরাল জলপাইগুড়ির কোভিড হাসপাতালের এই সব ছবি। হাসপাতালে চরম অবস্থায় ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিক্ষোভে সামিল হন কোরানায় আক্রান্তরা। আর এই ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়ে জেলার স্বাস্থ্য ব্যবস্থা।

9. একাধিক দাবিতে পরিবহন মন্ত্রীর দ্বারস্থ বাস মালিকরা

পরিবহন দপ্তরের দ্বারস্থ হয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি । দাবি, পারমিট ও CF-এর সময়সীমা বৃদ্ধি ও বেসরকারি বাসের ক্ষেত্রে রোড ট্যাক্স মকুব করতে হবে ।

10. পরীক্ষা না দিয়ে ইলেভেন পাশ ? সিদ্ধান্ত নেবে ম্যানেজিং কমিটি

ক্লাস ইলেভেনের সব পরীক্ষা হয়নি ৷ আবার অনেক পরীক্ষার্থী একটি বিষয়েও পরীক্ষা দেয়নি ৷ যারা একটি বিষয়েও পরীক্ষায় বসেনি, তাদের বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ বিজ্ঞপ্তি জারি করে জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

1. স্যানিটাইজ়ার খেয়ে অন্ধ্রপ্রদেশে মৃত্যু 13 জনের

অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় বন্ধ ছিল বেশ কয়েকটি মদের দোকান । মদ না পেয়ে স্যানিটাইজ়ার পান করেন কয়েকজন । মৃত্যু হয় 13 জনের ।

2. পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে বিপ্লব

শাসক শিবির ছেড়ে মাসকয়েক আগেই BJP তে যোগ দিয়েছেলেন তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র । কিন্তু পাঁচ মাসও টিকল না সেই সম্পর্ক । গেরুয়া ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন তিনি ।

3. টিটাগড়ে বাড়ির দরজা বন্ধ করে 7 জনকে পুড়িয়ে মারার চেষ্টা

একই পরিবারের সাতজনকে পুড়িয়ে মারার চেষ্টা ৷ টিটাগড় থানার বড় কাঁঠালিয়া মাঝেরপাড়া এলাকার ঘটনা ৷ ঘটনায় তদন্ত করছে পুলিশ ৷

4. কংগ্রেস বিধায়কদের সরানো হচ্ছে জয়সলমেরে; "দর বাড়ছে" বললেন গেহলত

বিধানসভা অধিবেশন কয়েকদিন পরে । হতে পারে আস্থাভোট । তার আগেই প্রায় 100 জন কংগ্রেস বিধায়ককে সরিয়ে নিয়ে যাওয়া হল জয়সলমেরে ৷

5. কদিনে সর্বোচ্চ, দেশে কোরোনায় আক্রান্ত 55 হাজারেরও বেশি

দু'দিনেই এক লাখ আক্রান্ত দেশে । তবে, এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 10 লাখেও বেশি মানুষ । সুস্থতার হারে অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে ভারত ।

6. BJP-র কার্যালয়ের সামনে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য তুফানগঞ্জে

BJP পার্টি অফিসের সামনে তাজা বোমা উদ্ধার হল ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্রের মধ্যে তুফানগঞ্জের চিলাখানা বাজারে মধ্যে এই পার্টি অফিস ৷ লোকসভা নির্বাচনের পর থেকেই রাজনৈতিক উত্তেজনা চলছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা।পুলিশ এসে বোমাটি নিষ্ক্রিয় করে নিয়ে যায় ৷ BJP-র অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে ।

7. কোরোনা আক্রান্ত পুলিশকর্মীর বাবার দেহ সৎকারে বাধা

কোরোনা সংক্রমণের ভয়ে এক কোরোনা আক্রান্ত পুলিশকর্মীর বাবার মৃতদেহ দাহ করতে বাধা দেয় স্থানীয়রা । শেষে রাত সাড়ে 12টায় দেহ সৎকার করা হয় ।

8. নিম্নমানের খাবার ! সরব আক্রান্তরা

রানিনগরের পঞ্চায়েত ট্রেনিং সেন্টারের সকালের খাবার লুচি-তরকারি। বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন কোভিড হাসপাতালে দেওয়া হচ্ছে পাউরুটি, ডিম, কলা। তবে খুবই অযন্তে খবরের কাজ ও পলিথিনের প্যাকেটে মোড়া। সোশাল মিডিয়ায় এখন ভাইরাল জলপাইগুড়ির কোভিড হাসপাতালের এই সব ছবি। হাসপাতালে চরম অবস্থায় ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিক্ষোভে সামিল হন কোরানায় আক্রান্তরা। আর এই ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়ে জেলার স্বাস্থ্য ব্যবস্থা।

9. একাধিক দাবিতে পরিবহন মন্ত্রীর দ্বারস্থ বাস মালিকরা

পরিবহন দপ্তরের দ্বারস্থ হয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি । দাবি, পারমিট ও CF-এর সময়সীমা বৃদ্ধি ও বেসরকারি বাসের ক্ষেত্রে রোড ট্যাক্স মকুব করতে হবে ।

10. পরীক্ষা না দিয়ে ইলেভেন পাশ ? সিদ্ধান্ত নেবে ম্যানেজিং কমিটি

ক্লাস ইলেভেনের সব পরীক্ষা হয়নি ৷ আবার অনেক পরীক্ষার্থী একটি বিষয়েও পরীক্ষা দেয়নি ৷ যারা একটি বিষয়েও পরীক্ষায় বসেনি, তাদের বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ বিজ্ঞপ্তি জারি করে জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.