ETV Bharat / bharat

সাংসদ হিসেবে শপথ মিমি-নুসরতের - mp

বিয়ের জন্য শপথ নিতে পারেননি নুসরত ও মিমি । আজ এই দুই সাংসদকেই শপথ নিতে দেখা গেল লোকসভায় ।

মিমি-নুসরতের
author img

By

Published : Jun 25, 2019, 1:13 PM IST

দিল্লি, 25 জুন : আজ শপথ নিলেন নব নির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান । বিয়ের জন্য শপথ নিতে পারেননি নুসরত ও মিমি । আজ এই দুই সাংসদকেই শপথ নিতে দেখা গেল লোকসভায় ।

Nusrat Jahan
নুসরত জাহান

অন্য তৃণমূল সাংসদদের মতো শপথ নেওয়ার পর তাঁরা "বন্দেমাতরম" , "জয় হিন্দ" ও "জয় বাংলা" ধ্বনি দেন । এরপর তাঁরা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে প্রণাম করেন ।

এই সংক্রান্ত আরও পড়ুন : বিয়ে করতে গিয়ে শপথ নেওয়া হল না সাংসদ নুসরতের

সম্প্রতি টার্কিতে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান । তাই 18 জুন লোকসভায় 20 জন তৃণমূল সাংসদ শপথগ্রহণের জন্য উপস্থিত থাকলেও দেখা মেলেনি তাঁর ।

শপথ নুসরতের

এদিকে, বান্ধবীর বিয়েতে উপস্থিত থাকতে টার্কিতে উড়ে যান যাদবপুরের সাংসদ মিমিও । তাই শপথগ্রহণ অনুষ্ঠানে গরহাজির ছিলেন তিনি । টার্কিতে রাজকীয় বিবাহ সম্পন্ন করে গতকাল কলকাতা ফিরে আসেন নিখিল ও নুসরত । তাঁদের সঙ্গে ফিরে আসেন মিমিও । এরপরই আজ লোকসভায় শপথ নিতে দেখা গেল তাঁদের ।

দিল্লি, 25 জুন : আজ শপথ নিলেন নব নির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান । বিয়ের জন্য শপথ নিতে পারেননি নুসরত ও মিমি । আজ এই দুই সাংসদকেই শপথ নিতে দেখা গেল লোকসভায় ।

Nusrat Jahan
নুসরত জাহান

অন্য তৃণমূল সাংসদদের মতো শপথ নেওয়ার পর তাঁরা "বন্দেমাতরম" , "জয় হিন্দ" ও "জয় বাংলা" ধ্বনি দেন । এরপর তাঁরা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে প্রণাম করেন ।

এই সংক্রান্ত আরও পড়ুন : বিয়ে করতে গিয়ে শপথ নেওয়া হল না সাংসদ নুসরতের

সম্প্রতি টার্কিতে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান । তাই 18 জুন লোকসভায় 20 জন তৃণমূল সাংসদ শপথগ্রহণের জন্য উপস্থিত থাকলেও দেখা মেলেনি তাঁর ।

শপথ নুসরতের

এদিকে, বান্ধবীর বিয়েতে উপস্থিত থাকতে টার্কিতে উড়ে যান যাদবপুরের সাংসদ মিমিও । তাই শপথগ্রহণ অনুষ্ঠানে গরহাজির ছিলেন তিনি । টার্কিতে রাজকীয় বিবাহ সম্পন্ন করে গতকাল কলকাতা ফিরে আসেন নিখিল ও নুসরত । তাঁদের সঙ্গে ফিরে আসেন মিমিও । এরপরই আজ লোকসভায় শপথ নিতে দেখা গেল তাঁদের ।


Leh (J and K), Jun 25 (ANI): Locals celebrated '23rd Sindhu Darshan Festival'with great zeal and zest in Jammu and Kashmir's Leh. The festival was organised at Sindhu Ghat. It was conducted by Sindhu Darshan Yatra Samiti and Ladakh Phanday Tsogspa. The '23rd Sindhu Darshan Festival'began with offering prayers to the Indus River on Monday. The main reason behind the celebration of 'Sindhu Darshan Festival'is to endorse the Indus River as an icon of the communal harmony and unity of India.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.