ETV Bharat / bharat

নতুন ভারত গড়ার স্বপ্ন দেখাল এই বাজেট, নির্মলার প্রশংসায় মোদি

এবারের বাজেটকে দূরদর্শী বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী ৷ কৃষি উন্নয়নে 16 দফা দাওয়াই সীতারমন দিয়েছেন, তারও প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে ৷ আজকের সাধারণ বাজেটে 2024 সালের মধ্যে দেশে 100টির বেশি বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করা হয় ৷ পাশাপাশি, সড়ক পরিবহনে গুরুত্ব দেওয়া হয়েছে ৷

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Feb 1, 2020, 7:38 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : সাধারণত উচ্ছ্বাস প্রকাশ করতে তাঁকে দেখা যায় না ৷ চাপা চোয়ালে কঠিন পরিস্থিতির মোকাবিলার ছবিটাই তাঁর ক্ষেত্রে প্রযোজ্য ৷ কিন্তু আজ অনেকটাই ভিন্ন ছবি দেখা গেল সংসদ-ভবনের ভিতরে ৷ তাঁর মন্ত্রিসভার অর্থমন্ত্রী যখন একের পর এক 100টি বিমানবন্দর, কৃষি সংস্কার, প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির কথা বলছিলেন, তখন টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এই ছবিটি নিঃসন্দেহে তৃপ্তিদায়ক ছিল অর্থমন্ত্রীর কাছে ৷ আর তাঁর বাজেট শেষ হওয়ার পর শুধু সীতারমনের প্রশংসাই নয়, আজকের বাজেটকে গত তিন দশক থেকে এগিয়ে থাকার বার্তা হিসেবেই উল্লেখ করলেন প্রধানমন্ত্রী ৷ পর্যটন শিল্পকে গুরুত্ব দেওয়াকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি ৷

আজকের সাধারণ বাজেটে 2024 সালের মধ্যে দেশে 100টির বেশি বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করা হয় ৷ পাশাপাশি, সড়ক পরিবহনে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ জাতীয় সড়ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ নতুন রেল লাইন গড়ার কথা বলা হয়েছে ৷ তেজসের মতো আধুনিক ট্রেন আরও বেশি করে চালানোর পরিকল্পনা করার কথা ঘোষণা করা হয় ৷ গুরুত্ব দেওয়া হয়েছে কর্মসংস্থানের উপর ৷ অর্থমন্ত্রীর এ হেন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷

তাঁর কথায়, "কৃষি, পরিকাঠামো, তথ্য প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির কথা বলা হয়েছে ৷ জোর দেওয়া হয়েছে পর্যটনের উপর ৷ নিঃসন্দেহে এই বাজেট আগামীদিনে নতুন ভারত গড়ার দিশা দেখাবে ৷" 100টির বেশি বিমানবন্দর তৈরির কথা ঘোষণাকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য, "পর্যটন আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ৷ পর্যটন শিল্পকে আরও জনপ্রিয় করতে এবং এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনকে আরও বেশি করে উৎসাহ দিতে এবারের বাজেটে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷" এই উদ্যোগ দেশের পর্যটন শিল্পকে আরও বেশি করে অক্সিজেন দেবে বলেই মনে করছেন প্রধানমন্ত্রী ৷

এবারের বাজেটকে দূরদর্শী বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী ৷ কৃষি উন্নয়নে 16 দফা দাওয়াই সীতারমন দিয়েছেন, তারও প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে ৷ মোদি মনে করেন, এবারের বাজেট শুধু আগামীদিনে পথ চলাকে সুগম করবে তাই নয়, বহু কর্মসংস্থান তৈরি করবে ৷ পিছিয়ে থাকা মানুষগুলোকে মূল স্রোতে ফিরতে সাহায্য করবে ৷ উদ্যানপালন বা মৎস্য শিল্পে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে এবারের বাজেটে ৷ এই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর দাবি, এবারের বাজেট বিরোধীদের সব সমালোচনার জবাব দেবে এবং একটা বড় সংস্কারের পথে সরকারকে সব রকম সাহায্য করবে ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : সাধারণত উচ্ছ্বাস প্রকাশ করতে তাঁকে দেখা যায় না ৷ চাপা চোয়ালে কঠিন পরিস্থিতির মোকাবিলার ছবিটাই তাঁর ক্ষেত্রে প্রযোজ্য ৷ কিন্তু আজ অনেকটাই ভিন্ন ছবি দেখা গেল সংসদ-ভবনের ভিতরে ৷ তাঁর মন্ত্রিসভার অর্থমন্ত্রী যখন একের পর এক 100টি বিমানবন্দর, কৃষি সংস্কার, প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির কথা বলছিলেন, তখন টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এই ছবিটি নিঃসন্দেহে তৃপ্তিদায়ক ছিল অর্থমন্ত্রীর কাছে ৷ আর তাঁর বাজেট শেষ হওয়ার পর শুধু সীতারমনের প্রশংসাই নয়, আজকের বাজেটকে গত তিন দশক থেকে এগিয়ে থাকার বার্তা হিসেবেই উল্লেখ করলেন প্রধানমন্ত্রী ৷ পর্যটন শিল্পকে গুরুত্ব দেওয়াকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি ৷

আজকের সাধারণ বাজেটে 2024 সালের মধ্যে দেশে 100টির বেশি বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করা হয় ৷ পাশাপাশি, সড়ক পরিবহনে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ জাতীয় সড়ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ নতুন রেল লাইন গড়ার কথা বলা হয়েছে ৷ তেজসের মতো আধুনিক ট্রেন আরও বেশি করে চালানোর পরিকল্পনা করার কথা ঘোষণা করা হয় ৷ গুরুত্ব দেওয়া হয়েছে কর্মসংস্থানের উপর ৷ অর্থমন্ত্রীর এ হেন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷

তাঁর কথায়, "কৃষি, পরিকাঠামো, তথ্য প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির কথা বলা হয়েছে ৷ জোর দেওয়া হয়েছে পর্যটনের উপর ৷ নিঃসন্দেহে এই বাজেট আগামীদিনে নতুন ভারত গড়ার দিশা দেখাবে ৷" 100টির বেশি বিমানবন্দর তৈরির কথা ঘোষণাকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য, "পর্যটন আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ৷ পর্যটন শিল্পকে আরও জনপ্রিয় করতে এবং এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনকে আরও বেশি করে উৎসাহ দিতে এবারের বাজেটে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷" এই উদ্যোগ দেশের পর্যটন শিল্পকে আরও বেশি করে অক্সিজেন দেবে বলেই মনে করছেন প্রধানমন্ত্রী ৷

এবারের বাজেটকে দূরদর্শী বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী ৷ কৃষি উন্নয়নে 16 দফা দাওয়াই সীতারমন দিয়েছেন, তারও প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে ৷ মোদি মনে করেন, এবারের বাজেট শুধু আগামীদিনে পথ চলাকে সুগম করবে তাই নয়, বহু কর্মসংস্থান তৈরি করবে ৷ পিছিয়ে থাকা মানুষগুলোকে মূল স্রোতে ফিরতে সাহায্য করবে ৷ উদ্যানপালন বা মৎস্য শিল্পে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে এবারের বাজেটে ৷ এই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর দাবি, এবারের বাজেট বিরোধীদের সব সমালোচনার জবাব দেবে এবং একটা বড় সংস্কারের পথে সরকারকে সব রকম সাহায্য করবে ৷

New Delhi, Feb 01 (ANI): Union Minister for Commerce and Industry Piyush Goyal hits back at Congress leader Rahul Gandhi. The opposition leader called it a hallow budget. "Rahul Gandhi didn't seem very enthused with the budget, if he has any issue-based questions I can answer them but if he only wants to use adjectives, I'm seeing 10 times better adjectives that are positive on the television," said Piyush Goyal. The minister also talked about on stock market's response to Budget2020. He said, "There are some specific sectors in the stock market that carry a lot of weightage, for example, we have increased tax on cigarettes, so ITC's stocks have weakened a bit." "Maybe because there isn't yet clarity on exemptions, (stocks of) some banks and insurance companies have weakened. I think the market will become fine after getting through the fine prints of budget and seeing how it's encouraging domestic industry." Minister further added.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.