দিল্লি, 1 ফেব্রুয়ারি : সাধারণত উচ্ছ্বাস প্রকাশ করতে তাঁকে দেখা যায় না ৷ চাপা চোয়ালে কঠিন পরিস্থিতির মোকাবিলার ছবিটাই তাঁর ক্ষেত্রে প্রযোজ্য ৷ কিন্তু আজ অনেকটাই ভিন্ন ছবি দেখা গেল সংসদ-ভবনের ভিতরে ৷ তাঁর মন্ত্রিসভার অর্থমন্ত্রী যখন একের পর এক 100টি বিমানবন্দর, কৃষি সংস্কার, প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির কথা বলছিলেন, তখন টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এই ছবিটি নিঃসন্দেহে তৃপ্তিদায়ক ছিল অর্থমন্ত্রীর কাছে ৷ আর তাঁর বাজেট শেষ হওয়ার পর শুধু সীতারমনের প্রশংসাই নয়, আজকের বাজেটকে গত তিন দশক থেকে এগিয়ে থাকার বার্তা হিসেবেই উল্লেখ করলেন প্রধানমন্ত্রী ৷ পর্যটন শিল্পকে গুরুত্ব দেওয়াকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি ৷
আজকের সাধারণ বাজেটে 2024 সালের মধ্যে দেশে 100টির বেশি বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করা হয় ৷ পাশাপাশি, সড়ক পরিবহনে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ জাতীয় সড়ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ নতুন রেল লাইন গড়ার কথা বলা হয়েছে ৷ তেজসের মতো আধুনিক ট্রেন আরও বেশি করে চালানোর পরিকল্পনা করার কথা ঘোষণা করা হয় ৷ গুরুত্ব দেওয়া হয়েছে কর্মসংস্থানের উপর ৷ অর্থমন্ত্রীর এ হেন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷
তাঁর কথায়, "কৃষি, পরিকাঠামো, তথ্য প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির কথা বলা হয়েছে ৷ জোর দেওয়া হয়েছে পর্যটনের উপর ৷ নিঃসন্দেহে এই বাজেট আগামীদিনে নতুন ভারত গড়ার দিশা দেখাবে ৷" 100টির বেশি বিমানবন্দর তৈরির কথা ঘোষণাকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য, "পর্যটন আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ৷ পর্যটন শিল্পকে আরও জনপ্রিয় করতে এবং এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনকে আরও বেশি করে উৎসাহ দিতে এবারের বাজেটে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷" এই উদ্যোগ দেশের পর্যটন শিল্পকে আরও বেশি করে অক্সিজেন দেবে বলেই মনে করছেন প্রধানমন্ত্রী ৷
এবারের বাজেটকে দূরদর্শী বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী ৷ কৃষি উন্নয়নে 16 দফা দাওয়াই সীতারমন দিয়েছেন, তারও প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে ৷ মোদি মনে করেন, এবারের বাজেট শুধু আগামীদিনে পথ চলাকে সুগম করবে তাই নয়, বহু কর্মসংস্থান তৈরি করবে ৷ পিছিয়ে থাকা মানুষগুলোকে মূল স্রোতে ফিরতে সাহায্য করবে ৷ উদ্যানপালন বা মৎস্য শিল্পে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে এবারের বাজেটে ৷ এই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর দাবি, এবারের বাজেট বিরোধীদের সব সমালোচনার জবাব দেবে এবং একটা বড় সংস্কারের পথে সরকারকে সব রকম সাহায্য করবে ৷