ETV Bharat / bharat

370 ধারা প্রত্যাহারকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে, আজ শুনানি - কাশ্মীরে বন্ধ ইন্টারনেট

10 জানুয়ারি উপত্যকায় ইন্টারনেট ও অন্যান্য বিধিনিষেধ সংক্রান্ত রিভিউয়ের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে । এবার 370 ধারা প্রত্যাহারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একাধিক রাজনৈতিক দল ৷ আজ থেকে শুরু হবে এই মামলার শুনানি ৷

Article 370
জম্মু ও কাশ্মীর
author img

By

Published : Jan 22, 2020, 9:49 AM IST

দিল্লি, 22 জানুয়ারি : সংবিধানের 370 ধারার প্রত্যাহারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল ৷ বিচারপতি এন ভি রমনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ওই আবেদনগুলির শুনানি হবে ৷

370 ধারা প্রত্যাহার করার পর থেকে কাশ্মীরে বন্ধ ছিল ইন্টারনেট ৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা ফিরলেও সাধারণ মানুষের জন্য এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট ৷

এর আগেই 10 জানুয়ারি উপত্যকায় প্রত্যেক বিধিনিষেধ সংক্রান্ত রিভিউয়ের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে । উপত্যকায় বিধিনিষেধ খতিয়ে দেখে তা পুনর্বিবেচনা করতে জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ৷ এক সপ্তাহের মধ্যে সব বিধিনিষেধ পুনর্বিবেচনা করে তা প্রকাশ করতে বলেছিল ৷

আরও পড়ুন : পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহিদ জওয়ান ও SPO

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, "ইন্টারনেট বাক-স্বাধীনতার অংশ । তা এতদিন বন্ধ করে রাখতে পারে না সরকার । মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে এলাকার মানুষদের ।"

এবার 370 ধারা প্রত্যাহারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ন্যাশনাল কনফারেন্স ও জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্স ৷ পিটিশন জমা দিয়েছিলেন CPI(M) নেতা মহম্মদ ইউসুফ তারিগামিও ৷ জমা হওয়া ওই পিটিশনগুলির প্রেক্ষিতেই আজ সুপ্রিম কোর্টে শুনানি ৷

দিল্লি, 22 জানুয়ারি : সংবিধানের 370 ধারার প্রত্যাহারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল ৷ বিচারপতি এন ভি রমনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ওই আবেদনগুলির শুনানি হবে ৷

370 ধারা প্রত্যাহার করার পর থেকে কাশ্মীরে বন্ধ ছিল ইন্টারনেট ৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা ফিরলেও সাধারণ মানুষের জন্য এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট ৷

এর আগেই 10 জানুয়ারি উপত্যকায় প্রত্যেক বিধিনিষেধ সংক্রান্ত রিভিউয়ের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে । উপত্যকায় বিধিনিষেধ খতিয়ে দেখে তা পুনর্বিবেচনা করতে জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ৷ এক সপ্তাহের মধ্যে সব বিধিনিষেধ পুনর্বিবেচনা করে তা প্রকাশ করতে বলেছিল ৷

আরও পড়ুন : পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহিদ জওয়ান ও SPO

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, "ইন্টারনেট বাক-স্বাধীনতার অংশ । তা এতদিন বন্ধ করে রাখতে পারে না সরকার । মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে এলাকার মানুষদের ।"

এবার 370 ধারা প্রত্যাহারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ন্যাশনাল কনফারেন্স ও জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্স ৷ পিটিশন জমা দিয়েছিলেন CPI(M) নেতা মহম্মদ ইউসুফ তারিগামিও ৷ জমা হওয়া ওই পিটিশনগুলির প্রেক্ষিতেই আজ সুপ্রিম কোর্টে শুনানি ৷

Mumbai, Jan 22 (ANI): Fitness trainer Yasmin Karachiwala will organise 'Pilates Festival India' in Kerala. Actor Vaani Kapoor supported her. While speaking to mediapersons, Vaani Kapoor said, "If time allows, I would love to be part of this, also because it is happening in Kerala and its pilates. It is a holistic approach and it will be a great learning experience for me as well. It's just very special having all the trainers and Yasmin onboard. It will be very informative also." 'Pilates Festival India' will be held from February 20 to 23.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.