ETV Bharat / bharat

ভারতীয় বায়ুসেনার শীর্ষস্থানীয় যোদ্ধা সুখোই

ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের লাইসেন্সের অধীনে রাশিয়ার সুখোই বলে একটি সংস্থা এই যুদ্ধ বিমানটি তৈরি করে ৷

সুখোই Su-30MKI
সুখোই Su-30MKI
author img

By

Published : Jul 2, 2020, 6:54 PM IST

Updated : Jul 2, 2020, 11:22 PM IST

সুখোই Su-30MKI ভারতীয় বায়ুসেনার বহু ক্ষমতা সম্পন্ন শীর্ষস্থানীয় যোদ্ধা ৷ এটিআসলে একটি যুদ্ধবিমান ৷ ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের লাইসেন্সের অধীনেরাশিয়ার সুখোই বলে একটি সংস্থা এই যুদ্ধবিমানটি তৈরি করে ৷

সুখোইয়ের বৈশিষ্ট্য

· ক্রু- 2

· লম্বা- 72 ফুট

· উইং স্প্যান- 48 ফুট 3 ইঞ্চি

· উচ্চতা- 20 ফুট 10 ইঞ্চি

· উইং এরিয়া- 670 বর্গ ফুট

· খালি অবস্থায় ওজন- 18,400 কিলোগ্রাম

· মোট ওজন- 26,090 কিলোগ্রাম

· সর্বোচ্চ টেক অফ ওজন- 38,800 কিলোগ্রাম

সুখোইয়ের কর্মক্ষমতা

· সর্বোচ্চ গতিবেগ- বেশি উচ্চতায় 2,120 কিলোমিটার প্রতিঘণ্টা এবং কম উচ্চতায় 1,350 কিলোমিটার প্রতি ঘণ্টা

· রেঞ্জ- বেশি উচ্চতায় 3,000 কিলোমিটার এবং কমউচ্চতায় 1,270 কিলোমিটার

· ফেরি রেঞ্জ- 8,000 কিলোমিটার

· সার্ভিস সিলিং- 56,800 ফুট

· জি লিমিটস- +9

· বৃদ্ধির হার- 300 মিটার প্রতিসেকেন্ড

· উইং লোডিং- 401 কিলোগ্রাম প্রতিবর্গমিটার

সুখোইয়ে থাকা অস্ত্র

· বন্দুক- একটি 30 মিলিমিটার গ্রিয়াজ়েভ-শিপুনোভ GSh-30-1 অটোক্যানন

· হার্ডপয়েন্ট- 12টি হার্ডপয়েন্টরয়েছে ৷ এর মধ্যে রয়েছে দু'টি উইং-টিপ AAMলঞ্চ রেইলস ৷ ছ'টি পাইলন্স আন্ডার-উইং, দু'টি আন্ডার-ইঞ্জিন ন্যাসেলস এবংইঞ্জিনগুলির মাঝে দু'টি পাইলন্স রয়েছে ৷

· রকেট- চারটি S-8 এবং চারটি S-13

· মিজ়াইল- বিভিন্ন ধরনের 37টি এয়ার-টু-এয়ার মিজ়াইল ৷ 11টি এয়ার-টু-সারফেস মিজ়াইল ৷ 14টি অ্যান্টি-শিপ মিজ়াইল ৷ 6টি অ্যান্টি-রেডিয়েশন মিজ়াইল ৷

· বোমা- বিভিন্ন ধরনের 87টি বোমা রয়েছে ৷

এছাড়াও সুখোই যুদ্ধবিমানে রয়েছে লাইটেনিং টার্গেটিং পড, এয়ারবোন সিন্থেটিক অ্যাপারচারব়্যাডার রিকননেইসেন্স পড, ফ্লেয়ার্স ও বাডি-বাডি রিফিলিং পড ৷

বৈদ্যুতিন সরঞ্জাম

· বার্স প্যাসিভ ইলেকট্রনিকালিস্ক্যান্ড অ্যারে ব়্যাডার

· জ্যামার

· ব়্যাডার ওয়ার্নিং রিসিভার

· লেসার-অপটিকাল ইনফা-রেড সার্চ ওট্র্যাক ব়্যাডার

কতগুলি সুখোই যুদ্ধবিমান রয়েছে ভারতের ?

এবছরের জানুয়ারি মাসের হিসেবে ভারতের কাছে 260টি এই যুদ্ধবিমান রয়েছে ৷

সুখোই Su-30MKI-র ইতিহাস

রাশিয়ার সুখোই করপোরেশন 1995 সালে ভারতের হিন্দুস্তান এরোনটিক্সলিমিটেডের লাইসেন্সের অধীনে Su-30MKI-র নকশা তৈরি করেছিল ৷ 1996 সালে ভারত রাশিয়ার সঙ্গে 1.462 বিলিয়ন ডলারের একটিচুক্তি স্বাক্ষর করে ৷ সেখানে বলা হয়, রাশিয়া ভারতকে পাঁচ দফায় মোট 50টি Su-30MKI তৈরি করে দেবে ৷

2000 সালে ভারত রাশিয়ার সঙ্গে ফের 140টি Su-30 যুদ্ধবিমান তৈরির চুক্তি করে ৷ 2002 সালে প্রথম ভারতীয়বায়ুসেনার কাছে রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান আসার কথা ছিল ৷ যেখানে 2004 সালে দেশীয়ভাবেতৈরি এই যুদ্ধবিমান এসে পৌঁছায় বায়ুসেনার কাছে ৷

সুখোই নিয়ে ভারতের পরবর্তী পরিকল্পনা

আগে 272টি Su-30MKI থাকলেও বিভিন্ন কারণে 12টি ভেঙে পড়েছে ৷ বর্তমানে দেশে Su-30MKI-র সংখ্যা 260টি ৷ তাই ফের 272-এ ফিরে যাওয়ার জন্য গত মাসে আরও 12টি Su-30MKI-র অর্ডার দিয়েছে ভারত ৷

সুখোই Su-30MKI ভারতীয় বায়ুসেনার বহু ক্ষমতা সম্পন্ন শীর্ষস্থানীয় যোদ্ধা ৷ এটিআসলে একটি যুদ্ধবিমান ৷ ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের লাইসেন্সের অধীনেরাশিয়ার সুখোই বলে একটি সংস্থা এই যুদ্ধবিমানটি তৈরি করে ৷

সুখোইয়ের বৈশিষ্ট্য

· ক্রু- 2

· লম্বা- 72 ফুট

· উইং স্প্যান- 48 ফুট 3 ইঞ্চি

· উচ্চতা- 20 ফুট 10 ইঞ্চি

· উইং এরিয়া- 670 বর্গ ফুট

· খালি অবস্থায় ওজন- 18,400 কিলোগ্রাম

· মোট ওজন- 26,090 কিলোগ্রাম

· সর্বোচ্চ টেক অফ ওজন- 38,800 কিলোগ্রাম

সুখোইয়ের কর্মক্ষমতা

· সর্বোচ্চ গতিবেগ- বেশি উচ্চতায় 2,120 কিলোমিটার প্রতিঘণ্টা এবং কম উচ্চতায় 1,350 কিলোমিটার প্রতি ঘণ্টা

· রেঞ্জ- বেশি উচ্চতায় 3,000 কিলোমিটার এবং কমউচ্চতায় 1,270 কিলোমিটার

· ফেরি রেঞ্জ- 8,000 কিলোমিটার

· সার্ভিস সিলিং- 56,800 ফুট

· জি লিমিটস- +9

· বৃদ্ধির হার- 300 মিটার প্রতিসেকেন্ড

· উইং লোডিং- 401 কিলোগ্রাম প্রতিবর্গমিটার

সুখোইয়ে থাকা অস্ত্র

· বন্দুক- একটি 30 মিলিমিটার গ্রিয়াজ়েভ-শিপুনোভ GSh-30-1 অটোক্যানন

· হার্ডপয়েন্ট- 12টি হার্ডপয়েন্টরয়েছে ৷ এর মধ্যে রয়েছে দু'টি উইং-টিপ AAMলঞ্চ রেইলস ৷ ছ'টি পাইলন্স আন্ডার-উইং, দু'টি আন্ডার-ইঞ্জিন ন্যাসেলস এবংইঞ্জিনগুলির মাঝে দু'টি পাইলন্স রয়েছে ৷

· রকেট- চারটি S-8 এবং চারটি S-13

· মিজ়াইল- বিভিন্ন ধরনের 37টি এয়ার-টু-এয়ার মিজ়াইল ৷ 11টি এয়ার-টু-সারফেস মিজ়াইল ৷ 14টি অ্যান্টি-শিপ মিজ়াইল ৷ 6টি অ্যান্টি-রেডিয়েশন মিজ়াইল ৷

· বোমা- বিভিন্ন ধরনের 87টি বোমা রয়েছে ৷

এছাড়াও সুখোই যুদ্ধবিমানে রয়েছে লাইটেনিং টার্গেটিং পড, এয়ারবোন সিন্থেটিক অ্যাপারচারব়্যাডার রিকননেইসেন্স পড, ফ্লেয়ার্স ও বাডি-বাডি রিফিলিং পড ৷

বৈদ্যুতিন সরঞ্জাম

· বার্স প্যাসিভ ইলেকট্রনিকালিস্ক্যান্ড অ্যারে ব়্যাডার

· জ্যামার

· ব়্যাডার ওয়ার্নিং রিসিভার

· লেসার-অপটিকাল ইনফা-রেড সার্চ ওট্র্যাক ব়্যাডার

কতগুলি সুখোই যুদ্ধবিমান রয়েছে ভারতের ?

এবছরের জানুয়ারি মাসের হিসেবে ভারতের কাছে 260টি এই যুদ্ধবিমান রয়েছে ৷

সুখোই Su-30MKI-র ইতিহাস

রাশিয়ার সুখোই করপোরেশন 1995 সালে ভারতের হিন্দুস্তান এরোনটিক্সলিমিটেডের লাইসেন্সের অধীনে Su-30MKI-র নকশা তৈরি করেছিল ৷ 1996 সালে ভারত রাশিয়ার সঙ্গে 1.462 বিলিয়ন ডলারের একটিচুক্তি স্বাক্ষর করে ৷ সেখানে বলা হয়, রাশিয়া ভারতকে পাঁচ দফায় মোট 50টি Su-30MKI তৈরি করে দেবে ৷

2000 সালে ভারত রাশিয়ার সঙ্গে ফের 140টি Su-30 যুদ্ধবিমান তৈরির চুক্তি করে ৷ 2002 সালে প্রথম ভারতীয়বায়ুসেনার কাছে রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান আসার কথা ছিল ৷ যেখানে 2004 সালে দেশীয়ভাবেতৈরি এই যুদ্ধবিমান এসে পৌঁছায় বায়ুসেনার কাছে ৷

সুখোই নিয়ে ভারতের পরবর্তী পরিকল্পনা

আগে 272টি Su-30MKI থাকলেও বিভিন্ন কারণে 12টি ভেঙে পড়েছে ৷ বর্তমানে দেশে Su-30MKI-র সংখ্যা 260টি ৷ তাই ফের 272-এ ফিরে যাওয়ার জন্য গত মাসে আরও 12টি Su-30MKI-র অর্ডার দিয়েছে ভারত ৷

সুখোই Su-30MKI ভারতীয় বায়ুসেনার বহু ক্ষমতা সম্পন্ন শীর্ষস্থানীয় যোদ্ধা ৷ এটিআসলে একটি যুদ্ধবিমান ৷ ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের লাইসেন্সের অধীনেরাশিয়ার সুখোই বলে একটি সংস্থা এই যুদ্ধবিমানটি তৈরি করে ৷

সুখোইয়ের বৈশিষ্ট্য

· ক্রু- 2

· লম্বা- 72 ফুট

· উইং স্প্যান- 48 ফুট 3 ইঞ্চি

· উচ্চতা- 20 ফুট 10 ইঞ্চি

· উইং এরিয়া- 670 বর্গ ফুট

· খালি অবস্থায় ওজন- 18,400 কিলোগ্রাম

· মোট ওজন- 26,090 কিলোগ্রাম

· সর্বোচ্চ টেক অফ ওজন- 38,800 কিলোগ্রাম

সুখোইয়ের কর্মক্ষমতা

· সর্বোচ্চ গতিবেগ- বেশি উচ্চতায় 2,120 কিলোমিটার প্রতিঘণ্টা এবং কম উচ্চতায় 1,350 কিলোমিটার প্রতি ঘণ্টা

· রেঞ্জ- বেশি উচ্চতায় 3,000 কিলোমিটার এবং কমউচ্চতায় 1,270 কিলোমিটার

· ফেরি রেঞ্জ- 8,000 কিলোমিটার

· সার্ভিস সিলিং- 56,800 ফুট

· জি লিমিটস- +9

· বৃদ্ধির হার- 300 মিটার প্রতিসেকেন্ড

· উইং লোডিং- 401 কিলোগ্রাম প্রতিবর্গমিটার

সুখোইয়ে থাকা অস্ত্র

· বন্দুক- একটি 30 মিলিমিটার গ্রিয়াজ়েভ-শিপুনোভ GSh-30-1 অটোক্যানন

· হার্ডপয়েন্ট- 12টি হার্ডপয়েন্টরয়েছে ৷ এর মধ্যে রয়েছে দু'টি উইং-টিপ AAMলঞ্চ রেইলস ৷ ছ'টি পাইলন্স আন্ডার-উইং, দু'টি আন্ডার-ইঞ্জিন ন্যাসেলস এবংইঞ্জিনগুলির মাঝে দু'টি পাইলন্স রয়েছে ৷

· রকেট- চারটি S-8 এবং চারটি S-13

· মিজ়াইল- বিভিন্ন ধরনের 37টি এয়ার-টু-এয়ার মিজ়াইল ৷ 11টি এয়ার-টু-সারফেস মিজ়াইল ৷ 14টি অ্যান্টি-শিপ মিজ়াইল ৷ 6টি অ্যান্টি-রেডিয়েশন মিজ়াইল ৷

· বোমা- বিভিন্ন ধরনের 87টি বোমা রয়েছে ৷

এছাড়াও সুখোই যুদ্ধবিমানে রয়েছে লাইটেনিং টার্গেটিং পড, এয়ারবোন সিন্থেটিক অ্যাপারচারব়্যাডার রিকননেইসেন্স পড, ফ্লেয়ার্স ও বাডি-বাডি রিফিলিং পড ৷

বৈদ্যুতিন সরঞ্জাম

· বার্স প্যাসিভ ইলেকট্রনিকালিস্ক্যান্ড অ্যারে ব়্যাডার

· জ্যামার

· ব়্যাডার ওয়ার্নিং রিসিভার

· লেসার-অপটিকাল ইনফা-রেড সার্চ ওট্র্যাক ব়্যাডার

কতগুলি সুখোই যুদ্ধবিমান রয়েছে ভারতের ?

এবছরের জানুয়ারি মাসের হিসেবে ভারতের কাছে 260টি এই যুদ্ধবিমান রয়েছে ৷

সুখোই Su-30MKI-র ইতিহাস

রাশিয়ার সুখোই করপোরেশন 1995 সালে ভারতের হিন্দুস্তান এরোনটিক্সলিমিটেডের লাইসেন্সের অধীনে Su-30MKI-র নকশা তৈরি করেছিল ৷ 1996 সালে ভারত রাশিয়ার সঙ্গে 1.462 বিলিয়ন ডলারের একটিচুক্তি স্বাক্ষর করে ৷ সেখানে বলা হয়, রাশিয়া ভারতকে পাঁচ দফায় মোট 50টি Su-30MKI তৈরি করে দেবে ৷

2000 সালে ভারত রাশিয়ার সঙ্গে ফের 140টি Su-30 যুদ্ধবিমান তৈরির চুক্তি করে ৷ 2002 সালে প্রথম ভারতীয়বায়ুসেনার কাছে রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান আসার কথা ছিল ৷ যেখানে 2004 সালে দেশীয়ভাবেতৈরি এই যুদ্ধবিমান এসে পৌঁছায় বায়ুসেনার কাছে ৷

সুখোই নিয়ে ভারতের পরবর্তী পরিকল্পনা

আগে 272টি Su-30MKI থাকলেও বিভিন্ন কারণে 12টি ভেঙে পড়েছে ৷ বর্তমানে দেশে Su-30MKI-র সংখ্যা 260টি ৷ তাই ফের 272-এ ফিরে যাওয়ার জন্য গত মাসে আরও 12টি Su-30MKI-র অর্ডার দিয়েছে ভারত ৷

সুখোই Su-30MKI ভারতীয় বায়ুসেনার বহু ক্ষমতা সম্পন্ন শীর্ষস্থানীয় যোদ্ধা ৷ এটিআসলে একটি যুদ্ধবিমান ৷ ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের লাইসেন্সের অধীনেরাশিয়ার সুখোই বলে একটি সংস্থা এই যুদ্ধবিমানটি তৈরি করে ৷

সুখোইয়ের বৈশিষ্ট্য

· ক্রু- 2

· লম্বা- 72 ফুট

· উইং স্প্যান- 48 ফুট 3 ইঞ্চি

· উচ্চতা- 20 ফুট 10 ইঞ্চি

· উইং এরিয়া- 670 বর্গ ফুট

· খালি অবস্থায় ওজন- 18,400 কিলোগ্রাম

· মোট ওজন- 26,090 কিলোগ্রাম

· সর্বোচ্চ টেক অফ ওজন- 38,800 কিলোগ্রাম

সুখোইয়ের কর্মক্ষমতা

· সর্বোচ্চ গতিবেগ- বেশি উচ্চতায় 2,120 কিলোমিটার প্রতিঘণ্টা এবং কম উচ্চতায় 1,350 কিলোমিটার প্রতি ঘণ্টা

· রেঞ্জ- বেশি উচ্চতায় 3,000 কিলোমিটার এবং কমউচ্চতায় 1,270 কিলোমিটার

· ফেরি রেঞ্জ- 8,000 কিলোমিটার

· সার্ভিস সিলিং- 56,800 ফুট

· জি লিমিটস- +9

· বৃদ্ধির হার- 300 মিটার প্রতিসেকেন্ড

· উইং লোডিং- 401 কিলোগ্রাম প্রতিবর্গমিটার

সুখোইয়ে থাকা অস্ত্র

· বন্দুক- একটি 30 মিলিমিটার গ্রিয়াজ়েভ-শিপুনোভ GSh-30-1 অটোক্যানন

· হার্ডপয়েন্ট- 12টি হার্ডপয়েন্টরয়েছে ৷ এর মধ্যে রয়েছে দু'টি উইং-টিপ AAMলঞ্চ রেইলস ৷ ছ'টি পাইলন্স আন্ডার-উইং, দু'টি আন্ডার-ইঞ্জিন ন্যাসেলস এবংইঞ্জিনগুলির মাঝে দু'টি পাইলন্স রয়েছে ৷

· রকেট- চারটি S-8 এবং চারটি S-13

· মিজ়াইল- বিভিন্ন ধরনের 37টি এয়ার-টু-এয়ার মিজ়াইল ৷ 11টি এয়ার-টু-সারফেস মিজ়াইল ৷ 14টি অ্যান্টি-শিপ মিজ়াইল ৷ 6টি অ্যান্টি-রেডিয়েশন মিজ়াইল ৷

· বোমা- বিভিন্ন ধরনের 87টি বোমা রয়েছে ৷

এছাড়াও সুখোই যুদ্ধবিমানে রয়েছে লাইটেনিং টার্গেটিং পড, এয়ারবোন সিন্থেটিক অ্যাপারচারব়্যাডার রিকননেইসেন্স পড, ফ্লেয়ার্স ও বাডি-বাডি রিফিলিং পড ৷

বৈদ্যুতিন সরঞ্জাম

· বার্স প্যাসিভ ইলেকট্রনিকালিস্ক্যান্ড অ্যারে ব়্যাডার

· জ্যামার

· ব়্যাডার ওয়ার্নিং রিসিভার

· লেসার-অপটিকাল ইনফা-রেড সার্চ ওট্র্যাক ব়্যাডার

কতগুলি সুখোই যুদ্ধবিমান রয়েছে ভারতের ?

এবছরের জানুয়ারি মাসের হিসেবে ভারতের কাছে 260টি এই যুদ্ধবিমান রয়েছে ৷

সুখোই Su-30MKI-র ইতিহাস

রাশিয়ার সুখোই করপোরেশন 1995 সালে ভারতের হিন্দুস্তান এরোনটিক্সলিমিটেডের লাইসেন্সের অধীনে Su-30MKI-র নকশা তৈরি করেছিল ৷ 1996 সালে ভারত রাশিয়ার সঙ্গে 1.462 বিলিয়ন ডলারের একটিচুক্তি স্বাক্ষর করে ৷ সেখানে বলা হয়, রাশিয়া ভারতকে পাঁচ দফায় মোট 50টি Su-30MKI তৈরি করে দেবে ৷

2000 সালে ভারত রাশিয়ার সঙ্গে ফের 140টি Su-30 যুদ্ধবিমান তৈরির চুক্তি করে ৷ 2002 সালে প্রথম ভারতীয়বায়ুসেনার কাছে রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান আসার কথা ছিল ৷ যেখানে 2004 সালে দেশীয়ভাবেতৈরি এই যুদ্ধবিমান এসে পৌঁছায় বায়ুসেনার কাছে ৷

সুখোই নিয়ে ভারতের পরবর্তী পরিকল্পনা

আগে 272টি Su-30MKI থাকলেও বিভিন্ন কারণে 12টি ভেঙে পড়েছে ৷ বর্তমানে দেশে Su-30MKI-র সংখ্যা 260টি ৷ তাই ফের 272-এ ফিরে যাওয়ার জন্য গত মাসে আরও 12টি Su-30MKI-র অর্ডার দিয়েছে ভারত ৷

Last Updated : Jul 2, 2020, 11:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.