NSV -র আর একটি নাম Utyos ৷ 12.7 ক্যালিবারের ভারী মেশিনগান হল এই NSV মেশিনগানটি ৷ প্রথম এই মেশিনগানটি তৈরি হয় তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ৷ ডিজ়াইন তৈরি করেছিলেন G.I. নিকিটিন , Y.S. সোলোকভ, V.I. ভলকভ ৷ 1971 সালে প্রথম এই মেশিনগানটির পরীক্ষামূলক প্রয়োগ করে সোভিয়েত সেনা ৷ তবে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই মেশিনগানটি তৈরি করার লাইসেন্সও শেষ হয়ে যায় ৷ এরপর থেকে এই NSV মেশিনগানের লাইসেন্স পেয়ে মেশিনগানটি তৈরি করে বুলগেরিয়া, ভারত , পোল্যান্ড ও যুগোস্লোভিয়া ৷
ভারতে NSVT মেশিনগানটি তৈরি করা হয় ৷ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অন্তর্গত তিরুচিরাপল্লির অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে এই মেশিনগানটি তৈরি করা হয় ৷ NSV মেশিনগানের NSVT সংস্করণটি ব্যবহার করা হয় T-72, T-64 ও T-80 ট্যাঙ্কগুলিতে ৷ এরপর রাশিয়ায় NSV মেশিনগানের পরিবর্তে রাশিয়া ব্যবহার করতে শুরু করে নতুন কর্ড মেশিনগান ৷
ইতিহাস -
1950 সালের শুরুর দিকে তৎকালীন সোভিয়েত সেনা SGM ও DShK মেশিনগানগুলির বদলে একপ্রকার নতুন আরও উন্নত মেশিনগান বানানোর চেষ্টা করছিল ৷ সেই সময় তাদের জার্মান MG - 42 পছন্দ হয় ৷ তখন সোভিয়েত অস্ত্র প্রস্তুতকারকদের সেই রকমই একটি উন্নত অস্ত্র তৈরি করতে বলা হয় ৷
এরপর Y.S. সোলোকভের তৈরি মেশিনগানটি পছন্দ হয় সোভিয়েত সেনার ৷ কারণ , সেটি ছিল G.I. নিকিটিন ও V.I. ভলকভের ডিজ়াইন করা মেশিনগানের থেকে দামে সস্তা ও একাধিক ক্ষমতাসম্পন্ন ৷ সেই সময় তৈরি হয় মেশিনগান PK ৷ কিন্তু , ফেলে দেওয়া হয়নি G.I. নিকিটিন ও V.I. ভলকভের ডিজ়াইন করা মেশিনগান ৷ প্রায় আরও 10 বছর পর 1969 সালে তৈরি হয় সেই NSV মেশিনগানটি ৷ তৈরি হয় গ্যাস অপারেটেড মেশিনগান ৷
উল্লেখযোগ্য কয়েকটি যুদ্ধে ব্যবহৃত হয়েছে এই মেশিনগান -
- ভিয়েতনাম যুদ্ধ
- সোভিয়েত - আফগান যুদ্ধ
- গাল্ফ যুদ্ধ
- আফগান সিভিল যুদ্ধ
- ইরাক যুদ্ধ
- সিরিয়ান সিভিল যুদ্ধ
ভারত ছাড়া 34 টি দেশ এই অস্ত্রটি ব্যবহার করেছে
দেশগুলি হল - আজ়েরবেইজান, আর্মেনিয়া, বেলারুস, বসনিয়া ও হেরজডেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সিপরাস, চেক রিপাবলিক, জিবৌটি, ইজিপ্ট, ফিনল্যান্ড, জর্জিয়া, ইরাক, আইভরি কোস্ট, কাজ়াখস্তান, কুয়েত, মেসিডোনিয়া, মরিশাস, ম্যাঙ্গোলিয়া, মালয়েশিয়া, নামিবিয়া, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, রাশিয়ান ফেডারেশন, পাকিস্তান, সার্বিয়া, সিয়েরা লিয়োনি, উত্তর কোরিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, সিরিয়া, ইউক্রেন, ভিয়েতনাম, যুগোস্লোভিয়া ৷