দিল্লি, 22 জুন : চিনা আগ্রাসন ইশুতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেসের মন্তব্যের কড়া সমালোচনা BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ৷ আজ তিনি বলেন, "দয়া করে ভারতীয় সেনাবাহিনীকে ক্রমাগত অপমান করা বন্ধ করুন ৷ তাদের বীরত্ব নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করুন ।"
প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন ইশুতে বক্তব্য সম্পর্কে বলেন, "প্রধানমন্ত্রীর উচিত নিজের শব্দচয়ন সম্পর্কে সতর্ক থাকা।" তিনি আরও বলেন, কর্নেল বি সন্তোষ বাবু এবং বাকি 19 জন শহিদ জওয়ানকে ন্যায় বিচার পাইয়ে দিতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এই ইশুতেই আজ টুইট করেন নাড্ডা ৷ টুইটবার্তায় লেখেন, "দয়া করে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের উপর প্রশ্ন তুলে তাদের অপমান করা বন্ধ করুন। এর আগে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের সময়ও একই ভাবে প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে এই সময়ে দাঁড়িয়ে, দয়া করে জাতীয় সংহতির সঠিক অর্থটি বুঝুন।"
জে পি নাড্ডা আরও বলেন, "আমরা শুধু আশা করতে পারি যে, ডঃ সিং বর্তমানে চিনের কার্যকলাপ নিয়ে যতটা চিন্তিত, ততটা যদি নিজের কার্যকালে চিন্তিত থাকতেন তাহলে ভালো হত । প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বিনা বিরোধিতায় চিনের কাছে 100 স্ক্যয়ার কিলোমিটার জমি সমর্পণ করেছিলেন । 2010 সাল থেকে 2013 সালের মধ্যে তাঁর প্রতিনিধিত্বেই চিন 600 বার দেশে প্রবেশের চেষ্টা করেছিল ।"