ETV Bharat / bharat

অর্থনীতি নিয়ে মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, দাবি রাজীব কুমারের

দিল্লির অনুষ্ঠানে করা মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে টুইট করলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার ৷

অর্থনীতি নিয়ে মন্তব্যে ভুল ব্যাখ্যা করা হয়েছে, দাবি রাজীব কুমারের
author img

By

Published : Aug 23, 2019, 8:39 PM IST

Updated : Aug 24, 2019, 12:14 AM IST

দিল্লি, 23 অগাস্ট : দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ টুইট করলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার ৷ লেখেন, গত 70 বছরের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে সংকটজনক দেশের আর্থিক পরিস্থিতি, তিনি একথা বলেননি ৷ গতকাল দিল্লিতে এক অনুষ্ঠানে তাঁর করা মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে লিখেছেন তিনি ৷

অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ছে, বর্তমান GDP-র হার ধরে রাখাই দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে, মূলধন ধীরে ধীরে দেউলিয়া হয়ে যাচ্ছে, এমন প্রসঙ্গই উঠে এসেছিল তাঁর বক্তব্যে । কিন্তু সেই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে টুইট করলেন নীতি আয়োগের সেকেন্ড ইন ম্যান ৷

তিনি লেখেন, সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে দৃঢ় পদক্ষেপ করছে ৷ তাই গুজব ছড়ানোর কোনও প্রয়োজন নেই ৷ মুষড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি৷

  • I would request the media to stop misinterpreting my statement. The government has been taking bold steps to accelerate our economy & will continue to do so. There is no need to panic or spread panic.

    — Rajiv Kumar 🇮🇳 (@RajivKumar1) August 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালের সভায় তিনি বলেছিলেন, ''কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না । শুধু সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে এমন পরিস্থিতি সীমাবদ্ধ নয় । বেসরকারি ক্ষেত্রেও একে অন্যকে বিশ্বাস করে কেউ কাউকে ধার দিতে চাইছে না । '' এরপরই শুরু হয় বিতর্ক ৷ তা উড়িয়ে দিয়ে টুইটে রাজীব কুমার লেখেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ যদিও চাপের মুখেই তিনি বয়ান বদল করেছেন বলে দাবি বিরোধীদের ৷

দিল্লি, 23 অগাস্ট : দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ টুইট করলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার ৷ লেখেন, গত 70 বছরের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে সংকটজনক দেশের আর্থিক পরিস্থিতি, তিনি একথা বলেননি ৷ গতকাল দিল্লিতে এক অনুষ্ঠানে তাঁর করা মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে লিখেছেন তিনি ৷

অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ছে, বর্তমান GDP-র হার ধরে রাখাই দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে, মূলধন ধীরে ধীরে দেউলিয়া হয়ে যাচ্ছে, এমন প্রসঙ্গই উঠে এসেছিল তাঁর বক্তব্যে । কিন্তু সেই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে টুইট করলেন নীতি আয়োগের সেকেন্ড ইন ম্যান ৷

তিনি লেখেন, সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে দৃঢ় পদক্ষেপ করছে ৷ তাই গুজব ছড়ানোর কোনও প্রয়োজন নেই ৷ মুষড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি৷

  • I would request the media to stop misinterpreting my statement. The government has been taking bold steps to accelerate our economy & will continue to do so. There is no need to panic or spread panic.

    — Rajiv Kumar 🇮🇳 (@RajivKumar1) August 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালের সভায় তিনি বলেছিলেন, ''কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না । শুধু সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে এমন পরিস্থিতি সীমাবদ্ধ নয় । বেসরকারি ক্ষেত্রেও একে অন্যকে বিশ্বাস করে কেউ কাউকে ধার দিতে চাইছে না । '' এরপরই শুরু হয় বিতর্ক ৷ তা উড়িয়ে দিয়ে টুইটে রাজীব কুমার লেখেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ যদিও চাপের মুখেই তিনি বয়ান বদল করেছেন বলে দাবি বিরোধীদের ৷

New Delhi, Aug 23 (ANI): Targeting the central government over the slow down economic situation of the country, Congress Leader, Kapil Sibal said, "We have been telling them the economy is in dire stage, actually bringing in the GST without understanding. The consequences are going to be of uniform rate but they put up the multiple rates which brought down the revenues that are to be collected through GST. Base may have increased but the revenues have come down. Industries are in trouble, private sector is crying and automobile sector is finished. Which sector is doing well in this country?"
Last Updated : Aug 24, 2019, 12:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.