দিল্লি, 23 অগাস্ট : দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ টুইট করলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার ৷ লেখেন, গত 70 বছরের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে সংকটজনক দেশের আর্থিক পরিস্থিতি, তিনি একথা বলেননি ৷ গতকাল দিল্লিতে এক অনুষ্ঠানে তাঁর করা মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে লিখেছেন তিনি ৷
অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ছে, বর্তমান GDP-র হার ধরে রাখাই দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে, মূলধন ধীরে ধীরে দেউলিয়া হয়ে যাচ্ছে, এমন প্রসঙ্গই উঠে এসেছিল তাঁর বক্তব্যে । কিন্তু সেই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে টুইট করলেন নীতি আয়োগের সেকেন্ড ইন ম্যান ৷
তিনি লেখেন, সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে দৃঢ় পদক্ষেপ করছে ৷ তাই গুজব ছড়ানোর কোনও প্রয়োজন নেই ৷ মুষড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি৷
-
I would request the media to stop misinterpreting my statement. The government has been taking bold steps to accelerate our economy & will continue to do so. There is no need to panic or spread panic.
— Rajiv Kumar 🇮🇳 (@RajivKumar1) August 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I would request the media to stop misinterpreting my statement. The government has been taking bold steps to accelerate our economy & will continue to do so. There is no need to panic or spread panic.
— Rajiv Kumar 🇮🇳 (@RajivKumar1) August 23, 2019I would request the media to stop misinterpreting my statement. The government has been taking bold steps to accelerate our economy & will continue to do so. There is no need to panic or spread panic.
— Rajiv Kumar 🇮🇳 (@RajivKumar1) August 23, 2019
গতকালের সভায় তিনি বলেছিলেন, ''কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না । শুধু সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে এমন পরিস্থিতি সীমাবদ্ধ নয় । বেসরকারি ক্ষেত্রেও একে অন্যকে বিশ্বাস করে কেউ কাউকে ধার দিতে চাইছে না । '' এরপরই শুরু হয় বিতর্ক ৷ তা উড়িয়ে দিয়ে টুইটে রাজীব কুমার লেখেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ যদিও চাপের মুখেই তিনি বয়ান বদল করেছেন বলে দাবি বিরোধীদের ৷