ETV Bharat / bharat

মহিলাকে কংগ্রেসে ভোট দিতে বাধ্য করেছেন রাহুল, অভিযোগ স্মৃতির - smriti irani

আজ আমেথিতে রাহুল গান্ধির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ আনেন ওই কেন্দ্রের BJP প্রার্থী স্মৃতি ইরানি ৷ তাঁর বক্তব্য, রাহুল গান্ধি এক বয়স্ক মহিলাকে জোর করে তাঁর ভোট কংগ্রেসকে দিতে বাধ্য করেন ৷

রাহুল গান্ধি ও স্মৃতি ইরানি
author img

By

Published : May 6, 2019, 6:10 PM IST

আমেথি, 6 মে : আজ আমেথির BJP প্রার্থী স্মৃতি ইরানি প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ আনেন ৷ পঞ্চম দফায় আজ উত্তরপ্রদেশের আমেথি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷

তাঁর অভিযোগ, "রাহুল গান্ধি বুথ দখল করতে এসেছিলেন ৷ তিনি এতটাই হতাশাগ্রস্ত ও অসহায় হয়ে পড়েছেন যে সমস্ত আচরণ বিধি লঙ্ঘন করে এক বয়স্ক মহিলাকে জোর করে তাঁর ভোট কংগ্রেসকে দিতে বাধ্য করেন ৷ তাঁকে এর জবাব দিতে হবে ৷ তিনি জমি চুরি আগেই করেছিলেন, আজ ভোট চুরিও করলেন ৷ "

তিনি আরও জানান, বিষয়টি তিনি নির্বাচন কমিশনের নজরে এনেছেন ৷ তিনি বলেন, "আমি প্রশাসন ও নির্বাচন কমিশনকে টুইট করে বিষয়টি জানিয়েছি ৷ আশা করছি কমিশন ব্যবস্থা নেবে ৷ দেশের জনগণকে ঠিক করতে হবে যে রাহুল গান্ধিকে এই ধরনের রাজনীতি করার জন্য শাস্তি দেওয়া হবে কি না ৷ " তাঁর বক্তব্য, রাহুল গান্ধি যদি জনমত না পান, তাহলে তিনি প্রয়োজনে তা চুরি করবেন ৷

উল্লেখ্য, 2004 থেকেই উত্তরপ্রদেশের এই আসনে জিতে আসছেন রাহুল গান্ধি ৷ গত নির্বাচনে আমেতি কেন্দ্রে স্মৃতি ইরানিকে রাহুল প্রায় এক লাখের বেশি ভোটে হারিয়েছিলেন ৷

আমেথি, 6 মে : আজ আমেথির BJP প্রার্থী স্মৃতি ইরানি প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ আনেন ৷ পঞ্চম দফায় আজ উত্তরপ্রদেশের আমেথি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷

তাঁর অভিযোগ, "রাহুল গান্ধি বুথ দখল করতে এসেছিলেন ৷ তিনি এতটাই হতাশাগ্রস্ত ও অসহায় হয়ে পড়েছেন যে সমস্ত আচরণ বিধি লঙ্ঘন করে এক বয়স্ক মহিলাকে জোর করে তাঁর ভোট কংগ্রেসকে দিতে বাধ্য করেন ৷ তাঁকে এর জবাব দিতে হবে ৷ তিনি জমি চুরি আগেই করেছিলেন, আজ ভোট চুরিও করলেন ৷ "

তিনি আরও জানান, বিষয়টি তিনি নির্বাচন কমিশনের নজরে এনেছেন ৷ তিনি বলেন, "আমি প্রশাসন ও নির্বাচন কমিশনকে টুইট করে বিষয়টি জানিয়েছি ৷ আশা করছি কমিশন ব্যবস্থা নেবে ৷ দেশের জনগণকে ঠিক করতে হবে যে রাহুল গান্ধিকে এই ধরনের রাজনীতি করার জন্য শাস্তি দেওয়া হবে কি না ৷ " তাঁর বক্তব্য, রাহুল গান্ধি যদি জনমত না পান, তাহলে তিনি প্রয়োজনে তা চুরি করবেন ৷

উল্লেখ্য, 2004 থেকেই উত্তরপ্রদেশের এই আসনে জিতে আসছেন রাহুল গান্ধি ৷ গত নির্বাচনে আমেতি কেন্দ্রে স্মৃতি ইরানিকে রাহুল প্রায় এক লাখের বেশি ভোটে হারিয়েছিলেন ৷

Hazaribagh (Jharkhand), May 06 (ANI): Union Minister and Bharatiya Jananta Party (BJP) candidate from Hazaribagh, Jayant Sinha arrived at a polling booth to cast his vote. He is contesting against Congress' Gopal Sahu and Communist Party of India (CPI)'s Bhubneshwar Prasad Mehta. Fifth phase of Lok Sabha elections is underway in 51 constituencies across 7 states.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.