ETV Bharat / bharat

শরদ পাওয়ারের স্ত্রী প্রতিভার পরামর্শেই অজিতের পদত্যাগ! - Sharad Pawar’s wife Pratibha instrumental in persuading rebel leader to quit as Dy CM

পরিস্থিতি বেগতিক বুঝে ময়দানে নামেন প্রতিভা দেবী৷ পাওয়ার পরিবারের হাঁড়ির খবর যাঁরা রাখেন, তাঁরা জানেন শুধু পরিবার নয় দলেও একটা প্রভাব রয়েছে শরদ পাওয়ারের স্ত্রীর ৷ তাঁর সঙ্গে আলোচনা না করে কোনও কোনও বড় সিদ্ধান্ত নেন না শরদ ৷ প্রতিভার কথা বাধ্য ছেলের মতো শোনেন অজিতও ৷ দল ও পরিবার সূত্রে খবর, প্রতিভা পাওয়ারের পরামর্শেই উপ মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন অজিত ৷

sharad
sharad
author img

By

Published : Nov 27, 2019, 8:49 AM IST

মুম্বই, 27 নভেম্বর : হঠাৎই সুখের পরিবারে একটা কালো ছায়া পড়েছিল ৷ কাকা-ভাইপোর মধ্যে বিভাজন রেখাটা স্পষ্ট হয়ে উঠছিল ৷ এই মতবিরোধের প্রভাব পড়েছিল দলে ৷ অবশেষে হস্তক্ষেপ করতে হল সেই রমণীকেই ৷ কাকিমা প্রতিভা পাওয়ারের হস্তক্ষেপেই ফের হাসি ফুটতে চলেছে পাওয়ার পরিবারে ৷

ঘটনার সূত্রপাত দিন চারেক আগে ৷ কাউকে কিছু না বলে হঠাৎই বেপাত্তা হয়ে গেছিলেন অজিত পাওয়ার ৷ ক্ষমতায় যিনি NCP দলের দ্বিতীয়, শরদ পাওয়ারের পরেই তিনি ৷ বেশ কয়েক ঘণ্টা খোঁজ খবর না থাকার পর দিনের আলো ফোঁটার আগেই রাজ্যের নয়া উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ৷ মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবিশ ৷ শুরু হয় গুঞ্জন ৷ অজিত দাবি করে বসেন তাঁর সঙ্গে দলের অধিকাংশ বিধায়ক আছেন ৷ ভাইপোর কাজে মুখ পোড়ার উপক্রম হয় কাকা শরদ পাওয়ারের ৷ তড়িঘড়ি অজিতের মাথা থেকে হাত তুলে নেন ৷ দলের পরিষদীয় নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয় অজিতকে ৷ কাকা-ভাইপোর সুখের সংসারে ফাটল ক্রমেই চওড়া হতে শুরু করে ৷

পরিস্থিতি বেগতিক বুঝে ময়দানে নামেন প্রতিভা দেবী৷ পাওয়ার পরিবারের হাঁড়ির খবর যাঁরা রাখেন, তাঁরা জানেন শুধু পরিবার নয় দলেও একটা প্রভাব রয়েছে শরদ পাওয়ারের স্ত্রীর ৷ তাঁর সঙ্গে আলোচনা না করে কোনও কোনও বড় সিদ্ধান্ত নেন না শরদ ৷ প্রতিভার কথা বাধ্য ছেলের মতো শোনেন অজিতও ৷ পরিবার এবং দলের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে দেখে তিনি কথা বলেন অজিতের সঙ্গে ৷ বোঝান অজিতকে ৷ দল ও পরিবার সূত্রে খবর, প্রতিভা পাওয়ারের পরামর্শেই উপ মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন অজিত ৷

শুধু অজিতকে বোঝানো হয়, শরদ পাওয়ারের গোঁসা কমানোর কাজটাও করেন প্রতিভাই ৷ তিনিই শরদ পাওয়ারকে অজিতের সঙ্গে কথা বলার জন্য রাজি করান ৷ শরদ পাওয়ার রাজি হওয়ার পরই গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ মুম্বইয়ে শরদ পাওয়ারের বাড়িতে আসেন অজিত ৷ বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথাও হয় ৷ যদিও কী কথা হয়েছে তা কেউ স্পষ্ট করেননি ৷ এমনকী, দিন কয়েক আগে বোন সুপ্রিয়া সুলেকেও অজিতের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছিল ৷ সেই সুপ্রিয়াকেও দাদা অজিতের সঙ্গে হাসিহাসি মুখে কথা বলতে দেখা যায় ৷
মঙ্গলবার রাতেই সম্পর্ক যে সহজ হয়ে গেছে, তা বুধবার দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হয়ে যায় ৷ বিধানসভায় শপথ নেওয়ার আগে যে ভাবে সুপ্রিয়া সবাইকে স্বাগত জানাচ্ছিলেন ( সেই তালিকায় অজিত পাওয়ারও ছিলেন) তাতে বুঝতে অসুবিধা হল না, সত্যিই সংসার সুখের হয় রমণীর গুণে !

মুম্বই, 27 নভেম্বর : হঠাৎই সুখের পরিবারে একটা কালো ছায়া পড়েছিল ৷ কাকা-ভাইপোর মধ্যে বিভাজন রেখাটা স্পষ্ট হয়ে উঠছিল ৷ এই মতবিরোধের প্রভাব পড়েছিল দলে ৷ অবশেষে হস্তক্ষেপ করতে হল সেই রমণীকেই ৷ কাকিমা প্রতিভা পাওয়ারের হস্তক্ষেপেই ফের হাসি ফুটতে চলেছে পাওয়ার পরিবারে ৷

ঘটনার সূত্রপাত দিন চারেক আগে ৷ কাউকে কিছু না বলে হঠাৎই বেপাত্তা হয়ে গেছিলেন অজিত পাওয়ার ৷ ক্ষমতায় যিনি NCP দলের দ্বিতীয়, শরদ পাওয়ারের পরেই তিনি ৷ বেশ কয়েক ঘণ্টা খোঁজ খবর না থাকার পর দিনের আলো ফোঁটার আগেই রাজ্যের নয়া উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ৷ মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবিশ ৷ শুরু হয় গুঞ্জন ৷ অজিত দাবি করে বসেন তাঁর সঙ্গে দলের অধিকাংশ বিধায়ক আছেন ৷ ভাইপোর কাজে মুখ পোড়ার উপক্রম হয় কাকা শরদ পাওয়ারের ৷ তড়িঘড়ি অজিতের মাথা থেকে হাত তুলে নেন ৷ দলের পরিষদীয় নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয় অজিতকে ৷ কাকা-ভাইপোর সুখের সংসারে ফাটল ক্রমেই চওড়া হতে শুরু করে ৷

পরিস্থিতি বেগতিক বুঝে ময়দানে নামেন প্রতিভা দেবী৷ পাওয়ার পরিবারের হাঁড়ির খবর যাঁরা রাখেন, তাঁরা জানেন শুধু পরিবার নয় দলেও একটা প্রভাব রয়েছে শরদ পাওয়ারের স্ত্রীর ৷ তাঁর সঙ্গে আলোচনা না করে কোনও কোনও বড় সিদ্ধান্ত নেন না শরদ ৷ প্রতিভার কথা বাধ্য ছেলের মতো শোনেন অজিতও ৷ পরিবার এবং দলের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে দেখে তিনি কথা বলেন অজিতের সঙ্গে ৷ বোঝান অজিতকে ৷ দল ও পরিবার সূত্রে খবর, প্রতিভা পাওয়ারের পরামর্শেই উপ মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন অজিত ৷

শুধু অজিতকে বোঝানো হয়, শরদ পাওয়ারের গোঁসা কমানোর কাজটাও করেন প্রতিভাই ৷ তিনিই শরদ পাওয়ারকে অজিতের সঙ্গে কথা বলার জন্য রাজি করান ৷ শরদ পাওয়ার রাজি হওয়ার পরই গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ মুম্বইয়ে শরদ পাওয়ারের বাড়িতে আসেন অজিত ৷ বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথাও হয় ৷ যদিও কী কথা হয়েছে তা কেউ স্পষ্ট করেননি ৷ এমনকী, দিন কয়েক আগে বোন সুপ্রিয়া সুলেকেও অজিতের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছিল ৷ সেই সুপ্রিয়াকেও দাদা অজিতের সঙ্গে হাসিহাসি মুখে কথা বলতে দেখা যায় ৷
মঙ্গলবার রাতেই সম্পর্ক যে সহজ হয়ে গেছে, তা বুধবার দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হয়ে যায় ৷ বিধানসভায় শপথ নেওয়ার আগে যে ভাবে সুপ্রিয়া সবাইকে স্বাগত জানাচ্ছিলেন ( সেই তালিকায় অজিত পাওয়ারও ছিলেন) তাতে বুঝতে অসুবিধা হল না, সত্যিই সংসার সুখের হয় রমণীর গুণে !

New Delhi, Nov 27 (ANI): The Indian markets are flooded with unprecedented smartphone adoption as these smart little devices empower every person with round-the-clock internet connectivity after all. These devices are also driving the markets closer to digital services and as a result the digital payments in India are expected to increase to USD132.2 billion by 2023, or more than double its market value of USD63.8 in 2019.As we know, credit and business go hand in hand. This is why Indian retailers can be seen updating their 'udhaar bahikhaata' or the credit book every day. And modernizing these credit books into a new age, the digital avatar is OKCredit. The bookkeeping application makes it easier for retailers to manage their credit by making this process digital. As an added benefit, the approach ensures that they are not on the receiving end of 'wear and tear' of their credit book which can result in a significant financial loss.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.