ETV Bharat / bharat

পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ, দেশের বাকি অংশে মোটের উপর শান্তিতেই ভোট

author img

By

Published : Apr 18, 2019, 7:10 AM IST

Updated : Apr 18, 2019, 6:22 PM IST

ফাইল ফোটো

2019-04-18 06:57:49

রাজনৈতিক নেতা থেকে তারকা প্রার্থীদের ভোটদান

দিল্লি, 18 এপ্রিল: দেশের 11টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 95টি আসনে নির্বাচন। মোটের উপর শান্তিতেই কাটল ভোটগ্রহণ পর্ব। 


তামিলনাড়ুর 38টি, কর্নাটকের 14টি, মহারাষ্ট্রের 10টি, উত্তরপ্রদেশের 8টি, বিহারের 5টি, অসমের 5টি, ওড়িশার 5টি, ছত্তিশগড়ের 3টি, পশ্চিমবঙ্গের 3টি, জম্মু ও কাশ্মীরের 2টি, মণিপুরে 1টি আসন ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির 1টি আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তবে এই দফায় কমিশনের তরফে দুটি লোকসভা আসনে নির্বাচন বাতিল করা হয়েছে। সেগুলি হল তামিলনাড়ুর ভেলোর লোকসভা কেন্দ্র ও ত্রিপুরার (পূর্ব) কেন্দ্র।  

দেশের 95টি আসনে ভোটগ্রহণ :

  • পশ্চিমবঙ্গে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 75.27 শতাংশ
  • তামিলনাড়ুতে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 61.52 শতাংশ
  • পুদুচেরিতে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 72.40 শতাংশ
  • ওড়িশায় বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 57.41 শতাংশ
  • মণিপুরে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 74.69 শতাংশ
  • মহারাষ্ট্রে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 55.37 শতাংশ
  • কর্নাটকে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 61.80 শতাংশ
  • জম্মু ও কাশ্মীরে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 43.37 শতাংশ
  • ছত্তিশগড়ে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 68.70 শতাংশ
  • অসমে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 73.32 শতাংশ
  • বিহারে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 58.14 শতাংশ
  • উত্তরপ্রদেশে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 58.12 শতাংশ
  • বিহারে বিকেলে 4টে পর্যন্ত ভোটদানের হার 52.02 শতাংশ
  • পুদুচেরিতে বিকেল 4টে পর্যন্ত ভোটদানের হার 57.07 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত কর্নাটকে ভোটদানের হার 49.29 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত উত্তরপ্রদেশে ভোটদানের হার 50.39 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত মণিপুরে ভোটদানের হার 67.5 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত ওড়িশায় ভোটদানের হার 53 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত তামিলনাড়ুতে ভোটদানের হার 52.02
  • বিকেল 3টে পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে 46.63 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার 65.43 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ভোটদানের হার 38.5 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত ছত্তিশগড়ে ভোটদানের হার 59.72 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত বিহারে ভোটদানের হার 45.86 শতাংশ
  • রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্রে ভোট দিলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং
  • ওড়িশার গঞ্জামে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক 95 বছরের বৃদ্ধর
  • সেচ ব্যবস্থা না থাকার অভিযোগ তুলে ভোট বয়কট করলেন ফতেপুর সিক্রির মঙ্গলি কালা গ্রামের বাসিন্দারা
  • পুদুচেরিতে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 42.93
  • ছত্তিশগড়ে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 47.02
  • পশ্চিমবঙ্গে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 51.68
  • উত্তরপ্রদেশে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 38.75
  • তামিলনাড়ুতে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 38.75
  • জম্মু ও কাশ্মীরে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 30.12
  • অসমে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 48.53
  • ওড়িশায় দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 32.55
  • মণিপুরে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 50.62
  • মহারাষ্ট্রের দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 33.95 শতাংশ
  • বিহারে দুপুর 2টা পর্যন্ত ভোটদানের হার 38.44 শতাংশ
  • কর্নাটকে দুপুর 2টা পর্যন্ত ভোটদানের হার 36.51 শতাংশ
  • অসমে দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার 46.42 শতাংশ
  • পশ্চিমবঙ্গে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 51.60 শতাংশ
  • ওড়িশায়ে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 33 শতাংশ
  • কর্নাটকে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 21.85 শতাংশ
  • দুপুর 1টা পর্যন্ত উত্তরপ্রদেশে ভোটদানের হার 39.01 শতাংশ
  • দুপুর 1টা পর্যন্ত বিহারের ভোটদানের হার 31.23 শতাংশ
  • মাইসুরুতে ভোট দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
  • বেলা 12 টা পর্যন্ত কর্নাটকে ভোটদানের হার  21.30 শতাংশ
  • বেলা 12 টা পর্যন্ত বিহারে ভোটদানের হার  25.55 শতাংশ
  • বেঙ্গালুরুতে ভোট দিলেন কর্নাটকের BJP সভাপতি তেজশ্বিনী অনন্ত কুমার
  • শ্রীনগরের মুনশিবাগে ভোট দিলেন ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লা
  • সকাল 11টা পর্যন্ত জম্মু ও কাশ্মীরে র ভোটদানের হার 17.8 শতাংশ 
  • সকাল 11টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোটদানের হার 21.67 শতাংশ
  • পশ্চিমবঙ্গে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 33.45 শতাংশ
  • কর্নাটকে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 20.67 শতাংশ
  • সকাল 11টা পর্যন্ত অসমে ভোট পড়েছে 26.39 শতাংশ
  • সকাল 11টা পর্যন্ত ওড়িশায় ভোটদানের হার 18 শতাংশ
  • সকাল 11টা পর্যন্ত ছত্তিশগড়ে ভোট পড়েছে 26.2 শতাংশ
  • সকাল 11টা পর্যন্ত উত্তরপ্রদেশে ভোটদানের হার 24.31 শতাংশ
  • সকাল 11টা পর্যন্ত বিহারে ভোটদানের হার 18.97 শতাংশ
  • ভোট দিলেন JDS নেতা এইচ ডি দেবেগৌড়া
  • মুম্বই সিটিতে সিওন এলাকা থেকে 11.85 লাখ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়্যাড
  • ভাগলপুরে ভোট দিলেন BJP প্রার্থী অশ্বিনী কুমার চৌবে
  • ফতেপুর সিক্রিতে ভোট দিলেন রাজ বব্বর
  • ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পোলিং অফিসারের
  • সকাল 9টা পর্যন্ত পুদুচেরিতে ভোটদানের হার 12.3 শতাংশ
  • সকাল 9টা পর্যন্ত তামিলনাড়ুতে ভোটদানের হার 13.48 শতাংশ
  • চেন্নাই সাউথ লোকসভা কেন্দ্রের বেসান্ত নগরের বুথে ভোট দিলেন AMMK প্রধান টিটিভি দীনাকরণ
  • কর্নাটকে সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার 7.60 শতাংশ
  • মহারাষ্ট্রে সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 7.86 শতাংশ
  • পশ্চিমবঙ্গে সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 10.42 শতাংশ
  • সকাল 9টা পর্যন্ত উত্তরপ্রদেশে 10.79 শতাংশ
  • সকাল 9টা পর্যন্ত ছত্তিশগড়ে ভোট পড়েছে 10.42 শতাংশ
  • ওড়িশায় সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 7 শতাংশ
  • জম্মু ও কাশ্মীরে সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 0.99 শতাংশ
  • সকাল 9টা পর্যন্ত অসমে ভোট পড়েছে 11.61 শতাংশ
  • সকাল 9টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে 9.19 শতাংশ
  • SIET কলেজে ভোট দিলেন DMK প্রধান এমকে স্ট্যালিন
  • ভোট দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং
  • ভোট দিলেন কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী জি পারামেশ্বর
  • ভোট দিলেন DMK প্রার্থী কানিমোঝি 
  • ওড়িশার বলাঙ্গির লোকসভা কেন্দ্রের 261 ও 263 নম্বর বুথে EVM বিকল। ভোটগ্রহণ স্থগিত
  • সকাল 9 টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে 9 শতাংশ
  • বিহারের কাটিহারে বুথের 100 মিটারের মধ্যে কংগ্রেসের পতাকা, বিতর্ক 
  • চেন্নাইয়ের আলওয়ারপেট কর্পোরেশন স্কুলের 27 নম্বর বুথে ভোট দিলেন কমল হাসান ও তাঁর মেয়ে শ্রুতি হাসান
  • ভোট দিলেন বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্রের নির্দল প্রার্থী প্রকাশ রাজ 
  • ভোট দিলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী
  • সকাল 8 টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে 5.73 শতাংশ
  • ইম্ফলে ভোট দিলেন মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লা 
  • পুদুচেরির বুথে ভোট দিলেন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি
  • সেলামের ইদাপ্পাদির ভোটকেন্দ্রে ভোট দিলেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী
  • শিলচরের 200 নম্বর বুথে VVPAT মেশিন বিকল, বন্ধ ভোটগ্রহণ
  • চেন্নাইয়ের আলওয়ারপেট কর্পোরেশন স্কুলের 27 নম্বর বুথের লাইনে কমল হাসান ও শ্রুতি হাসান
  • বেঙ্গালুরুর 54 নম্বর বুথে ভোট দিলেন নির্মলা সীতারমন
  • নলিনী চিদম্বরম, কার্তি চিদম্বরম ও তাঁর স্ত্রী শ্রীনিদি রঙ্গরাজন শিবগঙ্গার কারাইকুড়ি বুথে ভোট দিলেন
  • শিলচরের একটি বুথে VVPAT মেশিন কাজ না করায় শুরু হল না ভোটগ্রহণ
  • সোলাপুরের বুথে ভোট দিলেন কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে
  • চেন্নাই সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের স্টেলা মারিস কলেজে ভোট দিলেন রজনীকান্ত
  • তামিলনাড়ুর শিবগঙ্গার কারাইকুডির বুথে ভোট দিলেন পি চিদাম্বরম

কোথাও EVM বিভ্রাট, কোথাও বা ছাপ্পার অভিযোগ। তবু পশ্চিমবঙ্গ ছাড়া দেশের বাকি অংশে মোটের উপর শান্তিতেই সম্পন্ন হল ভোটগ্রহণ পর্ব। 

2019-04-18 06:57:49

রাজনৈতিক নেতা থেকে তারকা প্রার্থীদের ভোটদান

দিল্লি, 18 এপ্রিল: দেশের 11টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 95টি আসনে নির্বাচন। মোটের উপর শান্তিতেই কাটল ভোটগ্রহণ পর্ব। 


তামিলনাড়ুর 38টি, কর্নাটকের 14টি, মহারাষ্ট্রের 10টি, উত্তরপ্রদেশের 8টি, বিহারের 5টি, অসমের 5টি, ওড়িশার 5টি, ছত্তিশগড়ের 3টি, পশ্চিমবঙ্গের 3টি, জম্মু ও কাশ্মীরের 2টি, মণিপুরে 1টি আসন ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির 1টি আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তবে এই দফায় কমিশনের তরফে দুটি লোকসভা আসনে নির্বাচন বাতিল করা হয়েছে। সেগুলি হল তামিলনাড়ুর ভেলোর লোকসভা কেন্দ্র ও ত্রিপুরার (পূর্ব) কেন্দ্র।  

দেশের 95টি আসনে ভোটগ্রহণ :

  • পশ্চিমবঙ্গে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 75.27 শতাংশ
  • তামিলনাড়ুতে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 61.52 শতাংশ
  • পুদুচেরিতে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 72.40 শতাংশ
  • ওড়িশায় বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 57.41 শতাংশ
  • মণিপুরে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 74.69 শতাংশ
  • মহারাষ্ট্রে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 55.37 শতাংশ
  • কর্নাটকে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 61.80 শতাংশ
  • জম্মু ও কাশ্মীরে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 43.37 শতাংশ
  • ছত্তিশগড়ে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 68.70 শতাংশ
  • অসমে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 73.32 শতাংশ
  • বিহারে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 58.14 শতাংশ
  • উত্তরপ্রদেশে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 58.12 শতাংশ
  • বিহারে বিকেলে 4টে পর্যন্ত ভোটদানের হার 52.02 শতাংশ
  • পুদুচেরিতে বিকেল 4টে পর্যন্ত ভোটদানের হার 57.07 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত কর্নাটকে ভোটদানের হার 49.29 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত উত্তরপ্রদেশে ভোটদানের হার 50.39 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত মণিপুরে ভোটদানের হার 67.5 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত ওড়িশায় ভোটদানের হার 53 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত তামিলনাড়ুতে ভোটদানের হার 52.02
  • বিকেল 3টে পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে 46.63 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার 65.43 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ভোটদানের হার 38.5 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত ছত্তিশগড়ে ভোটদানের হার 59.72 শতাংশ
  • বিকেল 3টে পর্যন্ত বিহারে ভোটদানের হার 45.86 শতাংশ
  • রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্রে ভোট দিলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং
  • ওড়িশার গঞ্জামে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক 95 বছরের বৃদ্ধর
  • সেচ ব্যবস্থা না থাকার অভিযোগ তুলে ভোট বয়কট করলেন ফতেপুর সিক্রির মঙ্গলি কালা গ্রামের বাসিন্দারা
  • পুদুচেরিতে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 42.93
  • ছত্তিশগড়ে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 47.02
  • পশ্চিমবঙ্গে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 51.68
  • উত্তরপ্রদেশে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 38.75
  • তামিলনাড়ুতে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 38.75
  • জম্মু ও কাশ্মীরে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 30.12
  • অসমে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 48.53
  • ওড়িশায় দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 32.55
  • মণিপুরে দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 50.62
  • মহারাষ্ট্রের দুপুর 2টো পর্যন্ত ভোটদানের হার 33.95 শতাংশ
  • বিহারে দুপুর 2টা পর্যন্ত ভোটদানের হার 38.44 শতাংশ
  • কর্নাটকে দুপুর 2টা পর্যন্ত ভোটদানের হার 36.51 শতাংশ
  • অসমে দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার 46.42 শতাংশ
  • পশ্চিমবঙ্গে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 51.60 শতাংশ
  • ওড়িশায়ে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 33 শতাংশ
  • কর্নাটকে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 21.85 শতাংশ
  • দুপুর 1টা পর্যন্ত উত্তরপ্রদেশে ভোটদানের হার 39.01 শতাংশ
  • দুপুর 1টা পর্যন্ত বিহারের ভোটদানের হার 31.23 শতাংশ
  • মাইসুরুতে ভোট দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
  • বেলা 12 টা পর্যন্ত কর্নাটকে ভোটদানের হার  21.30 শতাংশ
  • বেলা 12 টা পর্যন্ত বিহারে ভোটদানের হার  25.55 শতাংশ
  • বেঙ্গালুরুতে ভোট দিলেন কর্নাটকের BJP সভাপতি তেজশ্বিনী অনন্ত কুমার
  • শ্রীনগরের মুনশিবাগে ভোট দিলেন ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লা
  • সকাল 11টা পর্যন্ত জম্মু ও কাশ্মীরে র ভোটদানের হার 17.8 শতাংশ 
  • সকাল 11টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোটদানের হার 21.67 শতাংশ
  • পশ্চিমবঙ্গে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 33.45 শতাংশ
  • কর্নাটকে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 20.67 শতাংশ
  • সকাল 11টা পর্যন্ত অসমে ভোট পড়েছে 26.39 শতাংশ
  • সকাল 11টা পর্যন্ত ওড়িশায় ভোটদানের হার 18 শতাংশ
  • সকাল 11টা পর্যন্ত ছত্তিশগড়ে ভোট পড়েছে 26.2 শতাংশ
  • সকাল 11টা পর্যন্ত উত্তরপ্রদেশে ভোটদানের হার 24.31 শতাংশ
  • সকাল 11টা পর্যন্ত বিহারে ভোটদানের হার 18.97 শতাংশ
  • ভোট দিলেন JDS নেতা এইচ ডি দেবেগৌড়া
  • মুম্বই সিটিতে সিওন এলাকা থেকে 11.85 লাখ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়্যাড
  • ভাগলপুরে ভোট দিলেন BJP প্রার্থী অশ্বিনী কুমার চৌবে
  • ফতেপুর সিক্রিতে ভোট দিলেন রাজ বব্বর
  • ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পোলিং অফিসারের
  • সকাল 9টা পর্যন্ত পুদুচেরিতে ভোটদানের হার 12.3 শতাংশ
  • সকাল 9টা পর্যন্ত তামিলনাড়ুতে ভোটদানের হার 13.48 শতাংশ
  • চেন্নাই সাউথ লোকসভা কেন্দ্রের বেসান্ত নগরের বুথে ভোট দিলেন AMMK প্রধান টিটিভি দীনাকরণ
  • কর্নাটকে সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার 7.60 শতাংশ
  • মহারাষ্ট্রে সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 7.86 শতাংশ
  • পশ্চিমবঙ্গে সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 10.42 শতাংশ
  • সকাল 9টা পর্যন্ত উত্তরপ্রদেশে 10.79 শতাংশ
  • সকাল 9টা পর্যন্ত ছত্তিশগড়ে ভোট পড়েছে 10.42 শতাংশ
  • ওড়িশায় সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 7 শতাংশ
  • জম্মু ও কাশ্মীরে সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 0.99 শতাংশ
  • সকাল 9টা পর্যন্ত অসমে ভোট পড়েছে 11.61 শতাংশ
  • সকাল 9টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে 9.19 শতাংশ
  • SIET কলেজে ভোট দিলেন DMK প্রধান এমকে স্ট্যালিন
  • ভোট দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং
  • ভোট দিলেন কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী জি পারামেশ্বর
  • ভোট দিলেন DMK প্রার্থী কানিমোঝি 
  • ওড়িশার বলাঙ্গির লোকসভা কেন্দ্রের 261 ও 263 নম্বর বুথে EVM বিকল। ভোটগ্রহণ স্থগিত
  • সকাল 9 টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে 9 শতাংশ
  • বিহারের কাটিহারে বুথের 100 মিটারের মধ্যে কংগ্রেসের পতাকা, বিতর্ক 
  • চেন্নাইয়ের আলওয়ারপেট কর্পোরেশন স্কুলের 27 নম্বর বুথে ভোট দিলেন কমল হাসান ও তাঁর মেয়ে শ্রুতি হাসান
  • ভোট দিলেন বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্রের নির্দল প্রার্থী প্রকাশ রাজ 
  • ভোট দিলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী
  • সকাল 8 টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে 5.73 শতাংশ
  • ইম্ফলে ভোট দিলেন মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লা 
  • পুদুচেরির বুথে ভোট দিলেন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি
  • সেলামের ইদাপ্পাদির ভোটকেন্দ্রে ভোট দিলেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী
  • শিলচরের 200 নম্বর বুথে VVPAT মেশিন বিকল, বন্ধ ভোটগ্রহণ
  • চেন্নাইয়ের আলওয়ারপেট কর্পোরেশন স্কুলের 27 নম্বর বুথের লাইনে কমল হাসান ও শ্রুতি হাসান
  • বেঙ্গালুরুর 54 নম্বর বুথে ভোট দিলেন নির্মলা সীতারমন
  • নলিনী চিদম্বরম, কার্তি চিদম্বরম ও তাঁর স্ত্রী শ্রীনিদি রঙ্গরাজন শিবগঙ্গার কারাইকুড়ি বুথে ভোট দিলেন
  • শিলচরের একটি বুথে VVPAT মেশিন কাজ না করায় শুরু হল না ভোটগ্রহণ
  • সোলাপুরের বুথে ভোট দিলেন কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে
  • চেন্নাই সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের স্টেলা মারিস কলেজে ভোট দিলেন রজনীকান্ত
  • তামিলনাড়ুর শিবগঙ্গার কারাইকুডির বুথে ভোট দিলেন পি চিদাম্বরম

কোথাও EVM বিভ্রাট, কোথাও বা ছাপ্পার অভিযোগ। তবু পশ্চিমবঙ্গ ছাড়া দেশের বাকি অংশে মোটের উপর শান্তিতেই সম্পন্ন হল ভোটগ্রহণ পর্ব। 

Bhagalpur (Bihar), Apr 18 (ANI): Villagers of Bihar's Gopalpur Bindtoli would cast 'hope' vote in Lok Sabha polls 2019. They've lost their homes in 2008 floods and government has not done anything for them so far.
Last Updated : Apr 18, 2019, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.