ETV Bharat / bharat

রাজ্যসভায় পাশ RTI সংশোধনী বিল - Bill pass

বিরোধীদের বাধার মধ্যেই রাজ্যসভায় পাশ হল তথ্য জানার অধিকার আইন (RTI) সংশোধনী বিল ৷ বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলে বিরোধীরা ৷ শেষপর্যন্ত ধ্বনি ভোটে সংশোধনী বিলটি পাশ করে কেন্দ্র ৷

সংসদ ভবন
author img

By

Published : Jul 26, 2019, 8:53 AM IST

দিল্লি, 26 জুলাই : বিরোধীদের বাধার মধ্যেই রাজ্যসভায় পাশ হল তথ্য জানার অধিকার আইন (RTI) সংশোধনী বিল ৷ গতকাল সংসদের উচ্চকক্ষে RTI সংশোধনী বিল পাশ নিয়ে ব্যাপক হট্টগোল হয় ৷ বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলে বিরোধীরা ৷ শেষপর্যন্ত ধ্বনি ভোটে সংশোধনী বিলটি পাশ করে কেন্দ্র ৷

23 জুলাই লোকসভায় পাশ হয় RTI সংশোধনী বিল ৷ গতকাল তা রাজ্যসভায় পেশ করে কেন্দ্র ৷ কিন্তু, সংশোধনী বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে সরব হয় বিরোধীরা ৷ তবে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে ভোটাভুটিতে হেরে যায় বিরোধীরা ৷ সিলেক্ট কমিটিতে পাঠানোর পক্ষে ভোট পড়ে 75টি ৷ আর বিপক্ষে ভোট পড়ে 117টি ৷ এরপর কংগ্রেস, তৃণমূল এবং DMK সাংসদরা ওয়াকআউট করেন ৷ বিরোধীদের দাবি, সাধারণ মানুষের সংশোধিত বিলে তথ্য জানার অধিকার খর্ব হবে ৷ কেন্দ্রের হস্তক্ষেপে RTI কর্তৃপক্ষ একক সিদ্ধান্ত নিতে পারবে না ৷ যদিও কেন্দ্রীয় সরকারের পালটা দাবি, এই সংশোধনী বিলে শুধুমাত্র কতগুলো ত্রুটি ঠিক করা হচ্ছে ৷ তথ্য কমিশনারের ক্ষমতা কমানো হচ্ছে না ৷

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিরোধীদের আশ্বস্ত করে বলেন, "আমরা কোনওভাবে হস্তক্ষেপ করছি না ৷ প্রতিষ্ঠানের স্বশাসনে প্রভাব পড়ার মতো কিছু করা হবে না ৷" উল্লেখ্য RTI সংশোধনী বিলে বেশকিছু প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তারমধ্যে রাজ্য ও কেন্দ্রের তথ্য কমিশনারের বেতন ও কার্যকালের বিষয়টি রয়েছে ৷ বিলের প্রস্তাবে তথ্য কমিশনারের বেতন নির্ধারণ করবে কেন্দ্র ৷ আর তথ্য কমিশনারের মেয়াদ হবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৷

রাজ্যসভায় গতকাল উপস্থিত না থাকলেও এই বিল পাশ করানোর ক্ষেত্রে তৎপরতা দেখান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গতকাল BJD-র সমর্থন চেয়ে নবীন পট্টনায়েকের সঙ্গেও কথা বলেন তিনি ৷ BJD, TRS, YSRCP সংশোধনী বিলটিকে সমর্থন করে বলে জানা গেছে ৷

দিল্লি, 26 জুলাই : বিরোধীদের বাধার মধ্যেই রাজ্যসভায় পাশ হল তথ্য জানার অধিকার আইন (RTI) সংশোধনী বিল ৷ গতকাল সংসদের উচ্চকক্ষে RTI সংশোধনী বিল পাশ নিয়ে ব্যাপক হট্টগোল হয় ৷ বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলে বিরোধীরা ৷ শেষপর্যন্ত ধ্বনি ভোটে সংশোধনী বিলটি পাশ করে কেন্দ্র ৷

23 জুলাই লোকসভায় পাশ হয় RTI সংশোধনী বিল ৷ গতকাল তা রাজ্যসভায় পেশ করে কেন্দ্র ৷ কিন্তু, সংশোধনী বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে সরব হয় বিরোধীরা ৷ তবে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে ভোটাভুটিতে হেরে যায় বিরোধীরা ৷ সিলেক্ট কমিটিতে পাঠানোর পক্ষে ভোট পড়ে 75টি ৷ আর বিপক্ষে ভোট পড়ে 117টি ৷ এরপর কংগ্রেস, তৃণমূল এবং DMK সাংসদরা ওয়াকআউট করেন ৷ বিরোধীদের দাবি, সাধারণ মানুষের সংশোধিত বিলে তথ্য জানার অধিকার খর্ব হবে ৷ কেন্দ্রের হস্তক্ষেপে RTI কর্তৃপক্ষ একক সিদ্ধান্ত নিতে পারবে না ৷ যদিও কেন্দ্রীয় সরকারের পালটা দাবি, এই সংশোধনী বিলে শুধুমাত্র কতগুলো ত্রুটি ঠিক করা হচ্ছে ৷ তথ্য কমিশনারের ক্ষমতা কমানো হচ্ছে না ৷

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিরোধীদের আশ্বস্ত করে বলেন, "আমরা কোনওভাবে হস্তক্ষেপ করছি না ৷ প্রতিষ্ঠানের স্বশাসনে প্রভাব পড়ার মতো কিছু করা হবে না ৷" উল্লেখ্য RTI সংশোধনী বিলে বেশকিছু প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তারমধ্যে রাজ্য ও কেন্দ্রের তথ্য কমিশনারের বেতন ও কার্যকালের বিষয়টি রয়েছে ৷ বিলের প্রস্তাবে তথ্য কমিশনারের বেতন নির্ধারণ করবে কেন্দ্র ৷ আর তথ্য কমিশনারের মেয়াদ হবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৷

রাজ্যসভায় গতকাল উপস্থিত না থাকলেও এই বিল পাশ করানোর ক্ষেত্রে তৎপরতা দেখান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গতকাল BJD-র সমর্থন চেয়ে নবীন পট্টনায়েকের সঙ্গেও কথা বলেন তিনি ৷ BJD, TRS, YSRCP সংশোধনী বিলটিকে সমর্থন করে বলে জানা গেছে ৷

Jammu, July 25 (ANI): Water Wing of Border Security Force (BSF) patrolled Jammu's Chenab River along International Border (IB) to prevent infiltration as water level in the river has risen due to rainfall. Special high power boats have been provided to BSF to patrol in high current in Chenab River. The BSF Jawans said that they are here to guard the borders of national and they will do whether it's land or water.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.