দিল্লি, 26 জুলাই : বিরোধীদের বাধার মধ্যেই রাজ্যসভায় পাশ হল তথ্য জানার অধিকার আইন (RTI) সংশোধনী বিল ৷ গতকাল সংসদের উচ্চকক্ষে RTI সংশোধনী বিল পাশ নিয়ে ব্যাপক হট্টগোল হয় ৷ বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলে বিরোধীরা ৷ শেষপর্যন্ত ধ্বনি ভোটে সংশোধনী বিলটি পাশ করে কেন্দ্র ৷
23 জুলাই লোকসভায় পাশ হয় RTI সংশোধনী বিল ৷ গতকাল তা রাজ্যসভায় পেশ করে কেন্দ্র ৷ কিন্তু, সংশোধনী বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে সরব হয় বিরোধীরা ৷ তবে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে ভোটাভুটিতে হেরে যায় বিরোধীরা ৷ সিলেক্ট কমিটিতে পাঠানোর পক্ষে ভোট পড়ে 75টি ৷ আর বিপক্ষে ভোট পড়ে 117টি ৷ এরপর কংগ্রেস, তৃণমূল এবং DMK সাংসদরা ওয়াকআউট করেন ৷ বিরোধীদের দাবি, সাধারণ মানুষের সংশোধিত বিলে তথ্য জানার অধিকার খর্ব হবে ৷ কেন্দ্রের হস্তক্ষেপে RTI কর্তৃপক্ষ একক সিদ্ধান্ত নিতে পারবে না ৷ যদিও কেন্দ্রীয় সরকারের পালটা দাবি, এই সংশোধনী বিলে শুধুমাত্র কতগুলো ত্রুটি ঠিক করা হচ্ছে ৷ তথ্য কমিশনারের ক্ষমতা কমানো হচ্ছে না ৷
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিরোধীদের আশ্বস্ত করে বলেন, "আমরা কোনওভাবে হস্তক্ষেপ করছি না ৷ প্রতিষ্ঠানের স্বশাসনে প্রভাব পড়ার মতো কিছু করা হবে না ৷" উল্লেখ্য RTI সংশোধনী বিলে বেশকিছু প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তারমধ্যে রাজ্য ও কেন্দ্রের তথ্য কমিশনারের বেতন ও কার্যকালের বিষয়টি রয়েছে ৷ বিলের প্রস্তাবে তথ্য কমিশনারের বেতন নির্ধারণ করবে কেন্দ্র ৷ আর তথ্য কমিশনারের মেয়াদ হবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৷
রাজ্যসভায় গতকাল উপস্থিত না থাকলেও এই বিল পাশ করানোর ক্ষেত্রে তৎপরতা দেখান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গতকাল BJD-র সমর্থন চেয়ে নবীন পট্টনায়েকের সঙ্গেও কথা বলেন তিনি ৷ BJD, TRS, YSRCP সংশোধনী বিলটিকে সমর্থন করে বলে জানা গেছে ৷