ETV Bharat / bharat

রোহিঙ্গাদের এদেশ ছাড়তেই হবে, CAA ইশুতে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর

author img

By

Published : Jan 4, 2020, 8:58 AM IST

নাগরিকত্ব আইন নিয়ে তোপ জিতেন্দ্র সিংয়ের ৷

রোহিঙ্গাদের এদেশ ছাড়তেই হবে, CAA ইশুতে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর
রোহিঙ্গাদের এদেশ ছাড়তেই হবে, CAA ইশুতে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর

দিল্লি, 4 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী ইশুতে উত্তপ্ত গোটা দেশ ৷ কাশ্মীর থেকে কর্নাটক, কলকাতা থেকে মুম্বই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন নাগরিকদের একাংশ ৷ এবার এই ইশু নিয়েই রোহিঙ্গা মুসলিমদের হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর ৷

শুক্রবার এই প্রসঙ্গে তিনি বলেন, জম্মু-কাশ্মীর সহ গোটা দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করা হবে ৷ পরবর্তী ধাপের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি ৷

জিতেন্দ্রর কথায়, ''রোহিঙ্গাদের এ দেশ ছেড়ে যেতেই হবে ৷ বিশদে সবকিছু খতিয়ে দেখা হবে৷ এই আইনে তাদের কোনও লাভের ব্যাপার নেই ৷'' গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যোধপুরের সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন, নয়া নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এক ইঞ্চিও পিছু হটবে না BJP। শাহের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মায়াবতী, কেজরিওয়াল, সমাজবাদী পার্টি, বামেরা জোট বেঁধে মানুষকে বিভ্রান্ত করছেন।

দিল্লি, 4 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী ইশুতে উত্তপ্ত গোটা দেশ ৷ কাশ্মীর থেকে কর্নাটক, কলকাতা থেকে মুম্বই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন নাগরিকদের একাংশ ৷ এবার এই ইশু নিয়েই রোহিঙ্গা মুসলিমদের হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর ৷

শুক্রবার এই প্রসঙ্গে তিনি বলেন, জম্মু-কাশ্মীর সহ গোটা দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করা হবে ৷ পরবর্তী ধাপের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি ৷

জিতেন্দ্রর কথায়, ''রোহিঙ্গাদের এ দেশ ছেড়ে যেতেই হবে ৷ বিশদে সবকিছু খতিয়ে দেখা হবে৷ এই আইনে তাদের কোনও লাভের ব্যাপার নেই ৷'' গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যোধপুরের সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন, নয়া নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এক ইঞ্চিও পিছু হটবে না BJP। শাহের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মায়াবতী, কেজরিওয়াল, সমাজবাদী পার্টি, বামেরা জোট বেঁধে মানুষকে বিভ্রান্ত করছেন।

Kota (Rajasthan), Jan 03 (ANI): Pratap Singh, District In-charge Minister, Kota on death of newborns in a hospital in Kota asserted that this is not a political issue, it the responsibility of the hospital, doctors and nurses to control the deaths. "We believe that it's the responsibility of the hospital, doctors and nurses to control the deaths. If there was lack of equipment, then you should have bought it. You have around Rs. 6 cr with you. Itne equipment ki toh zarurat hi ni hai," said Pratap Singh. "The entire world knows that Rajasthan is a state which is on the top when it comes to medical facilities, free medicines and free medical treatment. This is not a political issue, it is not a BJP-Congress matter," he added further.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.