ETV Bharat / bharat

CBI-এরই নৈতিক জয় হয়েছে : রবিশংকর - cbi

সুপ্রিম কোর্টের নির্দেশে জয় হয়েছে CBI-এরই : রবিশংকর

ravi
author img

By

Published : Feb 5, 2019, 1:52 PM IST

দিল্লি, ৫ ফেব্রুয়ারি : "সুপ্রিম কোর্টের নির্দেশে জয় হয়েছে CBI-এরই।" আজ রাজীব কুমার বনাম CBI মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ।

তিনি বলেন,"আমাদের এই নির্দেশ নিয়ে রাজনীতি করা উচিত নয়। মমতা ব্যানার্জি বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের জয় হয়েছে। কিন্তু CBI গত দু'বছর ধরেই রাজীব কুমারকে তলব করছিল। আর আজ সুপ্রিম কোর্ট সেই কথাই বলেছে যে রাজীবকে তদন্তে সহযোগিতা করতে হবে। তাহলে আমি তো বলব আজ নৈতিক জয়টা CBI-এর।"

তিনি আরও বলেন,"দলের তরফে আমি একটা প্রশ্ন তুলতে চাই। এই যে লাখ লাখ মানুষ প্রতারিত হয়েছে আমাদের কি মানবিকতা নেই যে আমরা তাদের জন্য সঠিক তদন্তের দাবি করি? মমতাজি এই ব্যাপারে চুপ কেন? অন্য রাজনৈতিক দলগুলোই বা এই ব্যাপারে চুপ করে আছে কেন?"

দিল্লি, ৫ ফেব্রুয়ারি : "সুপ্রিম কোর্টের নির্দেশে জয় হয়েছে CBI-এরই।" আজ রাজীব কুমার বনাম CBI মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ।

তিনি বলেন,"আমাদের এই নির্দেশ নিয়ে রাজনীতি করা উচিত নয়। মমতা ব্যানার্জি বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের জয় হয়েছে। কিন্তু CBI গত দু'বছর ধরেই রাজীব কুমারকে তলব করছিল। আর আজ সুপ্রিম কোর্ট সেই কথাই বলেছে যে রাজীবকে তদন্তে সহযোগিতা করতে হবে। তাহলে আমি তো বলব আজ নৈতিক জয়টা CBI-এর।"

তিনি আরও বলেন,"দলের তরফে আমি একটা প্রশ্ন তুলতে চাই। এই যে লাখ লাখ মানুষ প্রতারিত হয়েছে আমাদের কি মানবিকতা নেই যে আমরা তাদের জন্য সঠিক তদন্তের দাবি করি? মমতাজি এই ব্যাপারে চুপ কেন? অন্য রাজনৈতিক দলগুলোই বা এই ব্যাপারে চুপ করে আছে কেন?"

AP Video Delivery Log - 0600 GMT News
Tuesday, 5 February, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-0554: France Fire 2 AP Clients Only 4194447
Paris firefighters search for victims in blaze
AP-APTN-0533: France Fire AP Clients Only 4194445
Seven dead, at least 28 injured in Paris blaze
AP-APTN-0500: Japan Merkel Students AP Clients Only 4194444
Merkel backs keeping Indo-Pacific 'open and free'
AP-APTN-0440: Venezuela Maduro Trump AP Clients Only 4194443
Maduro rejects US offer of humanitarian aid
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.