দিল্লি, ৫ ফেব্রুয়ারি : "সুপ্রিম কোর্টের নির্দেশে জয় হয়েছে CBI-এরই।" আজ রাজীব কুমার বনাম CBI মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ।
তিনি বলেন,"আমাদের এই নির্দেশ নিয়ে রাজনীতি করা উচিত নয়। মমতা ব্যানার্জি বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের জয় হয়েছে। কিন্তু CBI গত দু'বছর ধরেই রাজীব কুমারকে তলব করছিল। আর আজ সুপ্রিম কোর্ট সেই কথাই বলেছে যে রাজীবকে তদন্তে সহযোগিতা করতে হবে। তাহলে আমি তো বলব আজ নৈতিক জয়টা CBI-এর।"
তিনি আরও বলেন,"দলের তরফে আমি একটা প্রশ্ন তুলতে চাই। এই যে লাখ লাখ মানুষ প্রতারিত হয়েছে আমাদের কি মানবিকতা নেই যে আমরা তাদের জন্য সঠিক তদন্তের দাবি করি? মমতাজি এই ব্যাপারে চুপ কেন? অন্য রাজনৈতিক দলগুলোই বা এই ব্যাপারে চুপ করে আছে কেন?"