ETV Bharat / bharat

লেহ সফরে রাজনাথ - রাজনাথ সিং

কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর এই প্রথমবার প্রতিরক্ষা মন্ত্রী লাদাখ গেলেন ৷ DRDO একটি কর্মসূচি আয়োজন করেছে৷ সেখানেই যাচ্ছেন তিনি ৷

লাদাখে রাজনাথ সিং
author img

By

Published : Aug 29, 2019, 11:32 AM IST

দিল্লি, 29 অগাস্ট : কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর এই প্রথমবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাদাখে পা দিলেন ৷ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO) একটি কর্মসূচি আয়োজন করেছে৷ আজ সকালে তিনি টুইট করেন, "দিল্লি থেকে লেহ যাচ্ছি ৷ সেখানে আমি DRDO দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকব ৷"

জম্মু-কাশ্মীর এবং লাদাখ এখন দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ৷ কাশ্মীর থেকে 370 ধারা অপসারণের পর এই প্রথমবার প্রতিরক্ষা মন্ত্রী লাদাখ গেলেন ৷ লেহতে স্থানীয় মিলিটারি কমান্ডারদের সঙ্গে ভারত-চিন এবং ভারত-পাকিস্তানের সীমান্তের নিরাপত্তা নিয়ে তিনি আলোচনা করবেন ৷ জুনে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পর রাজনাথ সিং লাদাখ গিয়েছিলেন ৷ সিয়াচেন ওয়ার মেমোরিয়ালে তিনি শ্রদ্ধা জানিয়েছিলেন ৷

দিল্লি, 29 অগাস্ট : কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর এই প্রথমবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাদাখে পা দিলেন ৷ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO) একটি কর্মসূচি আয়োজন করেছে৷ আজ সকালে তিনি টুইট করেন, "দিল্লি থেকে লেহ যাচ্ছি ৷ সেখানে আমি DRDO দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকব ৷"

জম্মু-কাশ্মীর এবং লাদাখ এখন দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ৷ কাশ্মীর থেকে 370 ধারা অপসারণের পর এই প্রথমবার প্রতিরক্ষা মন্ত্রী লাদাখ গেলেন ৷ লেহতে স্থানীয় মিলিটারি কমান্ডারদের সঙ্গে ভারত-চিন এবং ভারত-পাকিস্তানের সীমান্তের নিরাপত্তা নিয়ে তিনি আলোচনা করবেন ৷ জুনে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পর রাজনাথ সিং লাদাখ গিয়েছিলেন ৷ সিয়াচেন ওয়ার মেমোরিয়ালে তিনি শ্রদ্ধা জানিয়েছিলেন ৷

New Delhi, Aug 29 (ANI): Minister of Youth Affairs and Sports Kiren Rijiju paid tribute to hockey wizard Major Dhyan Chand on his birth anniversary. Major Dhyan Chand was born on August 29, 1905. India celebrates National Sports Day to honour Dhyan Chand, who won gold medal thrice in Olympics.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.