ETV Bharat / bharat

24 জুলাই পর্যন্ত স্থগিত রাজস্থান বিধায়ক মামলার শুনানি

রাজস্থান বিধানসভার স্পিকারের পাঠানো নোটিশের বিরুদ্ধে আদালতে রিট পিটিশন দেন সচিন পাইলট ও 18 জন বিধায়ক ৷ আজ তার শুনানি ছিল রাজস্থান হাইকোর্টে ৷

Sachin Pilot
সচিন পাইলট
author img

By

Published : Jul 21, 2020, 3:56 PM IST

জয়পুর, 21 জুলাই : রাজস্থানের 18 জন বিদ্রোহী বিধায়কের মামলার শুনানি 24 জুলাই পর্যন্ত স্থগিত রাখল রাজস্থান হাইকোর্ট ৷ সচিন পাইলট ও 18 জন বিধায়ককে দল বিরোধী কার্যকলাপের জন্য নোটিশ পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার ৷ তার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও 18 জন বিধায়ক ৷

সকাল সাড়ে 10টা নাগাদ মুখ্য বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি ও বিচারপতি প্রকাশ গুপ্তার বেঞ্চে মামলার শুনানি শুরু হয় ৷ প্রথমে স্পিকারের তরফে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি ৷ সচিনের হয়ে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি ৷ মুখ্য বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি ও বিচারপতি প্রকাশ গুপ্তার বেঞ্চ 24 জুলাই পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখেন ৷

অন্যদিকে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের উপস্থিতিতে জয়পুরের ফেয়ারমন্ট হোটেলে দুপুর একটা নাগাদ বিধায়কদের বৈঠক হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন কে সি বেণুগোপাল, অজয় মাকেন, রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ দোতাসরা ৷ বৈঠকে অশোক গেহলট বলেন, ‘‘সত্যের জন্য লড়াই জারি থাকবে ৷ যা হচ্ছে তা গোটা দেশ দেখতে পাচ্ছে ৷ কংগ্রেস হোক কিংবা BJP, কেউ বিধানসভা ভেঙে দিতে চায় না ৷’’

জয়পুর, 21 জুলাই : রাজস্থানের 18 জন বিদ্রোহী বিধায়কের মামলার শুনানি 24 জুলাই পর্যন্ত স্থগিত রাখল রাজস্থান হাইকোর্ট ৷ সচিন পাইলট ও 18 জন বিধায়ককে দল বিরোধী কার্যকলাপের জন্য নোটিশ পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার ৷ তার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও 18 জন বিধায়ক ৷

সকাল সাড়ে 10টা নাগাদ মুখ্য বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি ও বিচারপতি প্রকাশ গুপ্তার বেঞ্চে মামলার শুনানি শুরু হয় ৷ প্রথমে স্পিকারের তরফে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি ৷ সচিনের হয়ে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি ৷ মুখ্য বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি ও বিচারপতি প্রকাশ গুপ্তার বেঞ্চ 24 জুলাই পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখেন ৷

অন্যদিকে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের উপস্থিতিতে জয়পুরের ফেয়ারমন্ট হোটেলে দুপুর একটা নাগাদ বিধায়কদের বৈঠক হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন কে সি বেণুগোপাল, অজয় মাকেন, রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ দোতাসরা ৷ বৈঠকে অশোক গেহলট বলেন, ‘‘সত্যের জন্য লড়াই জারি থাকবে ৷ যা হচ্ছে তা গোটা দেশ দেখতে পাচ্ছে ৷ কংগ্রেস হোক কিংবা BJP, কেউ বিধানসভা ভেঙে দিতে চায় না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.