ETV Bharat / bharat

আজ থেকে 392টি "উৎসব স্পেশাল" ট্রেন - আজ থেকে উৎসব স্পেশাল" ট্রেন চালাবে রেল

বিশেষ ট্রেনগুলির জন্য যে ভাড়া প্রযোজ্য আছে , সেই ভাড়া অনুসারে এই ট্রেনগুলির ভাড়া নির্ধারিত করা হবে । রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে , ভাড়ার ক্ষেত্রে 'স্পেশাল চার্জ' নেওয়া হবে । মেল বা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তুলনায় 10 থেকে 30 শতাংশ ভাড়া বেশি হবে ।

festival special train
"উৎসব স্পেশাল" ট্রেন চালাবে রেল
author img

By

Published : Oct 20, 2020, 12:56 PM IST

Updated : Oct 20, 2020, 1:04 PM IST

দিল্লি , 20 অক্টোবর : উৎসবের মরশুমে আজ থেকে শুরু উৎসব স্পেশাল ট্রেন । 30 নভেম্বর পর্যন্ত 196 জোড়া (392 টি) উৎসব স্পেশাল ট্রেন চালানো হবে । মূলত , ভিড় এড়াতে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এতদিন পর্যন্ত স্পেশাল ট্রেন চালাচ্ছিল রেল । এবার উৎসবের মরশুমে বাড়তি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল ।

এই সংক্রান্ত একটি গাইডলাইন জারি করেছে রেলপথ সুরক্ষা বাহিনী (RPF) । সেখানে জানানো হয়েছে , মাস্ক না পরা , সামাজিক দূরত্ব না মানা এমনকী, কোরোনা আক্রান্ত হয়ে যদি কেউ ট্রেনে ওঠে তাহলে জরিমানার পাশাপাশি 145, 153 এবং 154 ধারা অনুযায়ী জেল পর্যন্ত হতে পারে ।

দুর্গাপুজো, দশেরা, দিওয়ালি এবং ছট পুজোর ছুটির সময়ের যাত্রীদের সংখ্যা বেড়ে যায় । সেই চাহিদা মেটাতে কলকাতা, পটনা, বারাণসী এবং লখনউয়ের জন্য বিশেষ ট্রেনগুলি চালানো হবে । বিশেষ ট্রেনগুলি ছাড়া চল্লিশ দিন পুজো স্পেশাল ট্রেনগুলি চলবে । বর্তমানে মোট 666 টি স্পেশাল মেল এবং এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে । কোরোনা পরিস্থিতিতে বাকি লোকাল বা নিয়মিত ট্রেনগুলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ।

বিশেষ ট্রেনগুলির জন্য যে ভাড়া প্রযোজ্য আছে , সেই ভাড়া অনুসারে এই ট্রেনগুলির ভাড়া নির্ধারিত করা হবে । রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে , ভাড়ার ক্ষেত্রে 'স্পেশাল চার্জ' নেওয়া হবে । মেল বা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তুলনায় 10 থেকে 30 শতাংশ ভাড়া বেশি হবে ।

কোরোনার জেরে মার্চের শেষের দিকে বন্ধ হয়ে যায় সমস্তরকম রেল পরিষেবা । প্রায় দু'মাস পুরোপুরি পরিষেবা বন্ধ থাকার পর মে'র শুরুতে কিছু বিশেষ ট্রেন ও শ্রমিক স্পেশাল ট্রেনের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার । সেই থেকে বিশেষ ট্রেনই শুধু চালু রয়েছে দেশে । বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা ।

দিল্লি , 20 অক্টোবর : উৎসবের মরশুমে আজ থেকে শুরু উৎসব স্পেশাল ট্রেন । 30 নভেম্বর পর্যন্ত 196 জোড়া (392 টি) উৎসব স্পেশাল ট্রেন চালানো হবে । মূলত , ভিড় এড়াতে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এতদিন পর্যন্ত স্পেশাল ট্রেন চালাচ্ছিল রেল । এবার উৎসবের মরশুমে বাড়তি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল ।

এই সংক্রান্ত একটি গাইডলাইন জারি করেছে রেলপথ সুরক্ষা বাহিনী (RPF) । সেখানে জানানো হয়েছে , মাস্ক না পরা , সামাজিক দূরত্ব না মানা এমনকী, কোরোনা আক্রান্ত হয়ে যদি কেউ ট্রেনে ওঠে তাহলে জরিমানার পাশাপাশি 145, 153 এবং 154 ধারা অনুযায়ী জেল পর্যন্ত হতে পারে ।

দুর্গাপুজো, দশেরা, দিওয়ালি এবং ছট পুজোর ছুটির সময়ের যাত্রীদের সংখ্যা বেড়ে যায় । সেই চাহিদা মেটাতে কলকাতা, পটনা, বারাণসী এবং লখনউয়ের জন্য বিশেষ ট্রেনগুলি চালানো হবে । বিশেষ ট্রেনগুলি ছাড়া চল্লিশ দিন পুজো স্পেশাল ট্রেনগুলি চলবে । বর্তমানে মোট 666 টি স্পেশাল মেল এবং এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে । কোরোনা পরিস্থিতিতে বাকি লোকাল বা নিয়মিত ট্রেনগুলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ।

বিশেষ ট্রেনগুলির জন্য যে ভাড়া প্রযোজ্য আছে , সেই ভাড়া অনুসারে এই ট্রেনগুলির ভাড়া নির্ধারিত করা হবে । রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে , ভাড়ার ক্ষেত্রে 'স্পেশাল চার্জ' নেওয়া হবে । মেল বা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তুলনায় 10 থেকে 30 শতাংশ ভাড়া বেশি হবে ।

কোরোনার জেরে মার্চের শেষের দিকে বন্ধ হয়ে যায় সমস্তরকম রেল পরিষেবা । প্রায় দু'মাস পুরোপুরি পরিষেবা বন্ধ থাকার পর মে'র শুরুতে কিছু বিশেষ ট্রেন ও শ্রমিক স্পেশাল ট্রেনের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার । সেই থেকে বিশেষ ট্রেনই শুধু চালু রয়েছে দেশে । বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা ।

Last Updated : Oct 20, 2020, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.