ETV Bharat / bharat

পৃথক মতাদর্শ পোষণেও গান্ধির বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ - differing views

স্বাধীনতা অর্জন করতে গান্ধি অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন । তবে পূর্ণ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে অসহযোগ আন্দোলন কোনও কার্যকর সমাধান নয় বলে বিশ্বাস করতেন রবীন্দ্রনাথ । অসহযোগ আন্দোলনকে রাজনৈতিক সন্ন্যাস বলে আখ্যা দেন রবীন্দ্রনাথ ।

রবীন্দ্রনাথ ও মহাত্মা
author img

By

Published : Sep 8, 2019, 12:13 PM IST

Updated : Sep 8, 2019, 6:01 PM IST

ভারতের রাজনৈতিক মানচিত্রে গান্ধিজির অবস্থান আকাশ-ছোঁয়া । তিনি দেশীয় জাতীয়তাবাদের পৃষ্ঠপোষক ছিলেন । সেই সময়ে রবীন্দ্রনাথও একজন বিশ্ববন্দিত কবি । স্বাধীনতা অর্জন করতে গান্ধি অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন । তবে পূর্ণ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে অসহযোগ আন্দোলন কোনও কার্যকর সমাধান নয় বলে বিশ্বাস করতেন রবীন্দ্রনাথ । অসহযোগ আন্দোলনকে রাজনৈতিক সন্ন্যাস বলে আখ্যা দেন রবীন্দ্রনাথ । পাশাপাশি তিনি গান্ধির ভারতের রাষ্ট্রভাষা হিন্দি ও উর্দু করার প্রস্তাবেও অসন্তোষ প্রকাশ করেন । কবির মতে, দক্ষিণ ভারতের মানুষ এতে সমস্যায় পড়বে ।

1925 সালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলতে গেছিলেন গান্ধি । চরকা ও খাদি নিয়ে আন্দোলনের উপর আলোচনা হয় তাঁদের মধ্যে । এ ব্যাপারে দুজনের বিপরীত মেরুর অবস্থান ও বাকবিতণ্ডা এক দীর্ঘ আলোচনায় পরিণত হয় । মডার্ন রিভিউ ম্যাগাজ়িনের 1925 সালের সেপ্টেম্বর সংখ্যায়, গান্ধির চরকা আন্দোলনকে তীব্র সমালোচনা করেন বিশ্বকবি । এই সূত্রে গান্ধির অসহযোগ আন্দোলন, দেশপ্রেম ও জাতীয়তাবাদের আদর্শের বিরুদ্ধেও কলম ধরেছিলেন তিনি । কিন্তু তবু দুইজনের মধ্যে নিয়মিত বিভিন্ন বিষয়ে আলোচনা হত ।

সমাজচিন্তক, দার্শনিক, রাজনীতিবিদ মোহনদাস করমচাঁদ গান্ধি জন্ম নিয়েছিলেন 1869 এর 2 অক্টোবর । আর তার কয়েকবছর আগে 1861-এর 7মে বাংলায় জন্ম নেন কবি, সমাজচিন্তক কিন্তু রাজনীতি বিমুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর । একই সময়ে দাঁড়িয়ে দুজনে দুই মেরুর বাসিন্দা আবার তারাই কখনও বা মিলিত হচ্ছেন ভিন্ন মত নিয়ে একই জায়গায় ।

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পর সহধর্মিণী কস্তুরবাকে নিয়ে গান্ধি গেলেন শান্তিনিকেতনে । সময়টা 1915 এর 17 ফেব্রুয়ারি । তখন কবিগুরু বা গুরুদেব আশ্রমে নেই । এরপর তিনি শান্তিনিকেতন গেলেন রবীন্দ্রনাথ থাকাকালীন । 1915-র 6 মার্চ । একই শতাব্দীর দুই মনীষার মিলন হল । সেবার গান্ধি শান্তিনিকেতনে থাকলেন 6 থেকে 11 মার্চ । রবীন্দ্রনাথ আশ্রমে মহাত্মার আগমনকে মর্যাদা দিতে তার পরের বছর থেকে প্রতি 10 মার্চ দিনটি "গান্ধি পূণ্যাহ" হিসাবে পালন করার সিদ্ধান্ত নিলেন ।

ভারতের রাজনৈতিক মানচিত্রে গান্ধিজির অবস্থান আকাশ-ছোঁয়া । তিনি দেশীয় জাতীয়তাবাদের পৃষ্ঠপোষক ছিলেন । সেই সময়ে রবীন্দ্রনাথও একজন বিশ্ববন্দিত কবি । স্বাধীনতা অর্জন করতে গান্ধি অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন । তবে পূর্ণ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে অসহযোগ আন্দোলন কোনও কার্যকর সমাধান নয় বলে বিশ্বাস করতেন রবীন্দ্রনাথ । অসহযোগ আন্দোলনকে রাজনৈতিক সন্ন্যাস বলে আখ্যা দেন রবীন্দ্রনাথ । পাশাপাশি তিনি গান্ধির ভারতের রাষ্ট্রভাষা হিন্দি ও উর্দু করার প্রস্তাবেও অসন্তোষ প্রকাশ করেন । কবির মতে, দক্ষিণ ভারতের মানুষ এতে সমস্যায় পড়বে ।

1925 সালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলতে গেছিলেন গান্ধি । চরকা ও খাদি নিয়ে আন্দোলনের উপর আলোচনা হয় তাঁদের মধ্যে । এ ব্যাপারে দুজনের বিপরীত মেরুর অবস্থান ও বাকবিতণ্ডা এক দীর্ঘ আলোচনায় পরিণত হয় । মডার্ন রিভিউ ম্যাগাজ়িনের 1925 সালের সেপ্টেম্বর সংখ্যায়, গান্ধির চরকা আন্দোলনকে তীব্র সমালোচনা করেন বিশ্বকবি । এই সূত্রে গান্ধির অসহযোগ আন্দোলন, দেশপ্রেম ও জাতীয়তাবাদের আদর্শের বিরুদ্ধেও কলম ধরেছিলেন তিনি । কিন্তু তবু দুইজনের মধ্যে নিয়মিত বিভিন্ন বিষয়ে আলোচনা হত ।

সমাজচিন্তক, দার্শনিক, রাজনীতিবিদ মোহনদাস করমচাঁদ গান্ধি জন্ম নিয়েছিলেন 1869 এর 2 অক্টোবর । আর তার কয়েকবছর আগে 1861-এর 7মে বাংলায় জন্ম নেন কবি, সমাজচিন্তক কিন্তু রাজনীতি বিমুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর । একই সময়ে দাঁড়িয়ে দুজনে দুই মেরুর বাসিন্দা আবার তারাই কখনও বা মিলিত হচ্ছেন ভিন্ন মত নিয়ে একই জায়গায় ।

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পর সহধর্মিণী কস্তুরবাকে নিয়ে গান্ধি গেলেন শান্তিনিকেতনে । সময়টা 1915 এর 17 ফেব্রুয়ারি । তখন কবিগুরু বা গুরুদেব আশ্রমে নেই । এরপর তিনি শান্তিনিকেতন গেলেন রবীন্দ্রনাথ থাকাকালীন । 1915-র 6 মার্চ । একই শতাব্দীর দুই মনীষার মিলন হল । সেবার গান্ধি শান্তিনিকেতনে থাকলেন 6 থেকে 11 মার্চ । রবীন্দ্রনাথ আশ্রমে মহাত্মার আগমনকে মর্যাদা দিতে তার পরের বছর থেকে প্রতি 10 মার্চ দিনটি "গান্ধি পূণ্যাহ" হিসাবে পালন করার সিদ্ধান্ত নিলেন ।

New Delhi, Sep 07(ANI): Delhi Police always keeps encouraging its personnel. Under this, Delhi Police personnel were honoured in the program organized at Talkatora Stadium. These brave policemen who came from all the districts of Delhi Police were given Rakshak Samman 2019 by Union Minister of State for Home Affairs G Kishan Reddy. Minister Reddy praised the actions of Delhi policemen with indomitable courage and valour. On this occasion, Commissioner of Police Amulya Patnaik said that Delhi Police has several responsibilities which the Delhi Police performs very well. Delhi Police has important roles ranging from managing heavy traffic to provide services to citizens and protection of VIPs. Total of 19 awards were presented in this Rakshak Program including two for the year 2017, three for the year 2018 and 14 for the year 2019. A cultural program was also organized at the ceremony, which was well enjoyed by the gathering.


Last Updated : Sep 8, 2019, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.