ETV Bharat / bharat

গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ প্রমোদ সাওয়ান্তের

গোয়ায় বৃহত্তম দল হিসেবে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানায় কংগ্রেস।

প্রমোদ সাওয়ান্ত
author img

By

Published : Mar 19, 2019, 1:29 AM IST

Updated : Mar 19, 2019, 2:00 AM IST

পানাজি, ১৯ মার্চ : গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত। আজ মধ্যরাতে রাজভবনে শপথ নেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল মৃদুলা সিনহা। এছাড়া উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রামকৃষ্ণ দাভালিকর এবং বিজয় সরদেশাই।

মনোহর পর্রিকরের মৃত্যুর পর গোয়ার মুখ্যমন্ত্রী পদ নিয়ে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। আসন সংখ্যার বিচারে গোয়ায় কংগ্রেস বৃহত্তম দল। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় বর্তমান বিধায়কের সংখ্যা ৩৬। কংগ্রেসের আসন সংখ্যা ১৪। BJP-র আসন ১২। অন্যদিকে BJP নেতৃত্বাধীন জোটের হাতে আছে মোট ২১টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় গতরাতে গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে সরকার গড়ার দাবি জানিয়ে চিঠি দেয় কংগ্রেস।

চিঠিতে কংগ্রেস দাবি করে, ২০১৭ সালে BJP-র জোট সঙ্গীরা একটি শর্তে জোটে গেছিল। সেটা ছিল জোটের নেতৃত্ব দেবেন মনোহর পর্রিকর। তাই তাঁর মৃত্যুর পর BJP-র আর কোনও জোট সঙ্গী নেই।

এরপর আজ BJP-র তরফে গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। তাঁর নাম ঘোষণা হওয়ার পর প্রমোদ সাওয়ান্ত বলেন, "দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তা পালনের চেষ্টা করব। আমি আজ যেখানেই আছি তা মনোহর পর্রিকরের জন্য। উনিই আমাকে রাজনীতিতে এনেছিলেন। তাঁর জন্যই আমি স্পিকার হই আর আজ মুখ্যমন্ত্রী হলাম।"

  • Pramod Sawant: Party has given me a huge responsibility, I will try my best to carry it out in the best possible manner. Whatever I am today is all due to Manohar Parrikar. It was he who brought me to politics, I became the Speaker and the CM today, due to him. #Goa pic.twitter.com/Y6pBz3rbsL

    — ANI (@ANI) March 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবেদন করা সত্বেও তাদের সরকার গঠনে না ডাকায় ক্ষুব্ধ গোয়া কংগ্রেস। দলের তরফে সুনীল কউথাঙ্কর বলেন, "আমরা গোয়ার রাজ্যপালের এই অগণতান্ত্রিক পদক্ষেপের নিন্দা করি। উনি BJP-র এজেন্ট হিসেবে কাজ করছেন। সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠন করতে দিলেন না তিনি। BJP-র কাছে পর্যাপ্ত লোক না থাকায় ওরা ঘোড়া কেনাবেচায় নেমেছে।"

পানাজি, ১৯ মার্চ : গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত। আজ মধ্যরাতে রাজভবনে শপথ নেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল মৃদুলা সিনহা। এছাড়া উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রামকৃষ্ণ দাভালিকর এবং বিজয় সরদেশাই।

মনোহর পর্রিকরের মৃত্যুর পর গোয়ার মুখ্যমন্ত্রী পদ নিয়ে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। আসন সংখ্যার বিচারে গোয়ায় কংগ্রেস বৃহত্তম দল। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় বর্তমান বিধায়কের সংখ্যা ৩৬। কংগ্রেসের আসন সংখ্যা ১৪। BJP-র আসন ১২। অন্যদিকে BJP নেতৃত্বাধীন জোটের হাতে আছে মোট ২১টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় গতরাতে গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে সরকার গড়ার দাবি জানিয়ে চিঠি দেয় কংগ্রেস।

চিঠিতে কংগ্রেস দাবি করে, ২০১৭ সালে BJP-র জোট সঙ্গীরা একটি শর্তে জোটে গেছিল। সেটা ছিল জোটের নেতৃত্ব দেবেন মনোহর পর্রিকর। তাই তাঁর মৃত্যুর পর BJP-র আর কোনও জোট সঙ্গী নেই।

এরপর আজ BJP-র তরফে গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। তাঁর নাম ঘোষণা হওয়ার পর প্রমোদ সাওয়ান্ত বলেন, "দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তা পালনের চেষ্টা করব। আমি আজ যেখানেই আছি তা মনোহর পর্রিকরের জন্য। উনিই আমাকে রাজনীতিতে এনেছিলেন। তাঁর জন্যই আমি স্পিকার হই আর আজ মুখ্যমন্ত্রী হলাম।"

  • Pramod Sawant: Party has given me a huge responsibility, I will try my best to carry it out in the best possible manner. Whatever I am today is all due to Manohar Parrikar. It was he who brought me to politics, I became the Speaker and the CM today, due to him. #Goa pic.twitter.com/Y6pBz3rbsL

    — ANI (@ANI) March 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবেদন করা সত্বেও তাদের সরকার গঠনে না ডাকায় ক্ষুব্ধ গোয়া কংগ্রেস। দলের তরফে সুনীল কউথাঙ্কর বলেন, "আমরা গোয়ার রাজ্যপালের এই অগণতান্ত্রিক পদক্ষেপের নিন্দা করি। উনি BJP-র এজেন্ট হিসেবে কাজ করছেন। সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠন করতে দিলেন না তিনি। BJP-র কাছে পর্যাপ্ত লোক না থাকায় ওরা ঘোড়া কেনাবেচায় নেমেছে।"


Utrecht (Netherlands), Mar 18 (ANI): At least three people were killed and five got injured after gunman opened fire inside tram in Dutch city of Utrecht. Dutch authorities have considered its motive as 'Possible terrorist motive'. Local police is on a lookout for 37-year-old Turkish national. Threat level has been increased to highest level in the city following the shooting. Dutch Prime Minister Mark Rutte has dubbed the incident as 'very worrying'.
Last Updated : Mar 19, 2019, 2:00 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.