ETV Bharat / bharat

আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মোদির, দাবি জানাবেন সরকার গঠনের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে পারেন । সূত্রের খবর, আজই তিনি সরকার গঠনের দাবি জানাতে পারেন ।

ফাইল ফোটো
author img

By

Published : May 25, 2019, 5:16 PM IST

দিল্লি, 25 মে : আজ রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজই তিনি সরকার গঠনের দাবি জানাতে পারেন বলে সূত্রের খবর । এর আগে গতকাল সপারিষদ পদত্যাগপত্র জমা করেন নরেন্দ্র মোদি । যদিও কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে কাজ চালানোর কথা জানান রাষ্ট্রপতি । সূত্রের খবর, 27 থেকে 30 মে'র মধ্যে প্রধানমন্ত্রী পদে ফের একবার শপথ গ্রহণ করতে পারেন নরেন্দ্র মোদি ।

সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন । বড় জয় পেয়েছে NDA । 541 আসনের মধ্যে BJP একাই দখল করেছে 303টি আসন । ভরাডুবির মুখে পড়েছে কংগ্রেস । মাত্র 52টি আসন দখলে রাখতে পেরেছে তারা ।

এদিকে, গতকাল কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগের পর আজ সকালেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংসদ ভেঙে দেন । রাষ্ট্রপতি ভবন বিবৃতি দিয়ে জানিয়েছে, "ক্যাবিনেটের উপদেশ মেনে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি ।"

অন্যদিকে, নয়া সাংসদদের তালিকাও রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছে নির্বাচন কমিশন ।

দিল্লি, 25 মে : আজ রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজই তিনি সরকার গঠনের দাবি জানাতে পারেন বলে সূত্রের খবর । এর আগে গতকাল সপারিষদ পদত্যাগপত্র জমা করেন নরেন্দ্র মোদি । যদিও কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে কাজ চালানোর কথা জানান রাষ্ট্রপতি । সূত্রের খবর, 27 থেকে 30 মে'র মধ্যে প্রধানমন্ত্রী পদে ফের একবার শপথ গ্রহণ করতে পারেন নরেন্দ্র মোদি ।

সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন । বড় জয় পেয়েছে NDA । 541 আসনের মধ্যে BJP একাই দখল করেছে 303টি আসন । ভরাডুবির মুখে পড়েছে কংগ্রেস । মাত্র 52টি আসন দখলে রাখতে পেরেছে তারা ।

এদিকে, গতকাল কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগের পর আজ সকালেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংসদ ভেঙে দেন । রাষ্ট্রপতি ভবন বিবৃতি দিয়ে জানিয়েছে, "ক্যাবিনেটের উপদেশ মেনে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি ।"

অন্যদিকে, নয়া সাংসদদের তালিকাও রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছে নির্বাচন কমিশন ।


Amaravati (AP), May 25 (ANI): Yuvajana Sramika Raithu Congress Party (YSRCP) chief Jagan Mohan Reddy felicitated by party members at the legislative party meeting in Amaravati. He has been elected as the Legislative party leader at the meeting. All 151 legislators, including Jagan Mohan Reddy attended the meeting held at the latter's residence in Amaravati. After that he left for Hyderabad to meet with Andhra Pradesh's Governor Ekkadu Srinivasan Lakshmi Narasimhan. As per the YSRCP leader Ummareddy Venkateswarlu annocement, Reddy will take oath as the Chief Minister on May 30.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.