দিল্লি, 25 মে : আজ রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজই তিনি সরকার গঠনের দাবি জানাতে পারেন বলে সূত্রের খবর । এর আগে গতকাল সপারিষদ পদত্যাগপত্র জমা করেন নরেন্দ্র মোদি । যদিও কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে কাজ চালানোর কথা জানান রাষ্ট্রপতি । সূত্রের খবর, 27 থেকে 30 মে'র মধ্যে প্রধানমন্ত্রী পদে ফের একবার শপথ গ্রহণ করতে পারেন নরেন্দ্র মোদি ।
সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন । বড় জয় পেয়েছে NDA । 541 আসনের মধ্যে BJP একাই দখল করেছে 303টি আসন । ভরাডুবির মুখে পড়েছে কংগ্রেস । মাত্র 52টি আসন দখলে রাখতে পেরেছে তারা ।
এদিকে, গতকাল কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগের পর আজ সকালেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংসদ ভেঙে দেন । রাষ্ট্রপতি ভবন বিবৃতি দিয়ে জানিয়েছে, "ক্যাবিনেটের উপদেশ মেনে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি ।"
অন্যদিকে, নয়া সাংসদদের তালিকাও রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছে নির্বাচন কমিশন ।