ETV Bharat / bharat

পুলওয়ামা হামলার কথা শুনে কিছুই খাননি মোদি !

পুলওয়ামা হামলা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি শুটিংয়ে ব্যস্ত ছিলেন ! একটি ছবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে প্রচার শুরু করেছে কংগ্রেস। কিন্তু, সরকারি সূত্র বলছে, এই খবর ভুয়ো।

মোদী
author img

By

Published : Feb 22, 2019, 2:12 PM IST

Updated : Feb 22, 2019, 2:47 PM IST

দিল্লি, ২২ ফেব্রুয়ারি : পুলওয়ামা হামলা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি শুটিংয়ে ব্যস্ত ছিলেন ! একটি ছবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে প্রচার শুরু করেছে কংগ্রেস। কিন্তু, সরকারি সূত্র বলছে, এই খবর ভুয়ো। আদতে পুলওয়ামা হামলার কথা শুনে প্রধানমন্ত্রী কিছুই খাননি।

গতকাল একটি ছবি শেয়ার হয়। সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শুটিংয়ে ব্যস্ত। কংগ্রেস অভিযোগ তোলে, পুলওয়ামা হামলার দিনই এই শুটিং চলছিল। দুপুর ৩টে ১০-এ পুলওয়ামা হামলা হয়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুটিং করছিলেন সন্ধে ৭টা পর্যন্ত।

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, "ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী রাজধর্ম ভুলে গেছেন। প্রধানমন্ত্রী হামলা সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন। তারপরও শুটিংয়ে ব্যস্ত ! এদিকে নিজেকে জাতীয়তাবাদী হিসেবে গর্ব করেন।" তিনি দাবি করেন, "সন্ধে ৭টার সময় PWD গেস্ট হাউজ়ে চা, সিঙারাও খেয়েছিলেন প্রধানমন্ত্রী।"

কংগ্রেস মুখপাত্র এই অভিযোগ আনার পর বিতর্ক শুরু হয়। এরপর সরকারি সূত্র প্রধানমন্ত্রীর সেদিনের (১৪ ফেব্রুয়ারি) কর্মসূচি সামনে আনেন। যেখানে দেখা যাচ্ছে, সকাল ৭টার মধ্যে দিল্লি ছাড়েন প্রধানমন্ত্রী। দেরাদুন পৌঁছান। খারাপ আবহাওয়ার কারণে সেখানে ৪ ঘণ্টা আটকে ছিলেন। সকাল ১১টা ১৫-তে জিম করবেট জাতীয় উদ্যানে যান। ঘণ্টা তিনেক ছিলেন। দুপুর ৩টের সময় রুদ্রপুরে তাঁর জনসভা ছিল। কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে তা বাতিল হয়ে যায়। এরপরই ঘটে পুলওয়ামা হামলা। সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী ফোন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। পরিস্থিতি সম্পর্কে অবগত হন। রামপুর গেস্টহাউজ়ে পৌঁছে প্রধানমন্ত্রী ফের ডোভাল, রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেন। কিছুই খাননি তিনি। ৭টার পর রামপুর ছাড়েন। দিল্লি পৌঁছান বেশ খানিকটা পর।

undefined

কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদও স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী সেদিন কোনও শুটিং করেননি। তবে, চ্যানেল কর্তৃপক্ষ (যাদের হয়ে মোদি শুটিং করেছেন বলে অভিযোগ এনেছে কংগ্রেস) এখনও এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

দিল্লি, ২২ ফেব্রুয়ারি : পুলওয়ামা হামলা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি শুটিংয়ে ব্যস্ত ছিলেন ! একটি ছবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে প্রচার শুরু করেছে কংগ্রেস। কিন্তু, সরকারি সূত্র বলছে, এই খবর ভুয়ো। আদতে পুলওয়ামা হামলার কথা শুনে প্রধানমন্ত্রী কিছুই খাননি।

গতকাল একটি ছবি শেয়ার হয়। সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শুটিংয়ে ব্যস্ত। কংগ্রেস অভিযোগ তোলে, পুলওয়ামা হামলার দিনই এই শুটিং চলছিল। দুপুর ৩টে ১০-এ পুলওয়ামা হামলা হয়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুটিং করছিলেন সন্ধে ৭টা পর্যন্ত।

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, "ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী রাজধর্ম ভুলে গেছেন। প্রধানমন্ত্রী হামলা সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন। তারপরও শুটিংয়ে ব্যস্ত ! এদিকে নিজেকে জাতীয়তাবাদী হিসেবে গর্ব করেন।" তিনি দাবি করেন, "সন্ধে ৭টার সময় PWD গেস্ট হাউজ়ে চা, সিঙারাও খেয়েছিলেন প্রধানমন্ত্রী।"

কংগ্রেস মুখপাত্র এই অভিযোগ আনার পর বিতর্ক শুরু হয়। এরপর সরকারি সূত্র প্রধানমন্ত্রীর সেদিনের (১৪ ফেব্রুয়ারি) কর্মসূচি সামনে আনেন। যেখানে দেখা যাচ্ছে, সকাল ৭টার মধ্যে দিল্লি ছাড়েন প্রধানমন্ত্রী। দেরাদুন পৌঁছান। খারাপ আবহাওয়ার কারণে সেখানে ৪ ঘণ্টা আটকে ছিলেন। সকাল ১১টা ১৫-তে জিম করবেট জাতীয় উদ্যানে যান। ঘণ্টা তিনেক ছিলেন। দুপুর ৩টের সময় রুদ্রপুরে তাঁর জনসভা ছিল। কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে তা বাতিল হয়ে যায়। এরপরই ঘটে পুলওয়ামা হামলা। সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী ফোন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। পরিস্থিতি সম্পর্কে অবগত হন। রামপুর গেস্টহাউজ়ে পৌঁছে প্রধানমন্ত্রী ফের ডোভাল, রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেন। কিছুই খাননি তিনি। ৭টার পর রামপুর ছাড়েন। দিল্লি পৌঁছান বেশ খানিকটা পর।

undefined

কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদও স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী সেদিন কোনও শুটিং করেননি। তবে, চ্যানেল কর্তৃপক্ষ (যাদের হয়ে মোদি শুটিং করেছেন বলে অভিযোগ এনেছে কংগ্রেস) এখনও এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Stamford Bridge, London, England, UK. 21st February 2019.
1. 00:00 Antonio Rudiger walking to interview
2. 00:05 SOUNDBITE (English): Antonio Rudiger, Chelsea defender (on the win over Malmo):
"Yes, it's good because, the recent results were not in our favour, so we're happy to go to another round and we are still in this competition. It's good."
3. 00:19 SOUNDBITE (English): Antonio Rudiger, Chelsea defender (asked if the win lifts the pressure on head coach Maurizio Sarri):
"Football is based on results, so if you don't get results, you're getting pressure. Not only the coach, also the players. So... we are trying to build this moment and (we will) go forward."
4. 00:34 SOUNDBITE (English): Antonio Rudiger, Chelsea defender (asked if Chelsea can win the Europa League):
"First of all we are still also in the race in the Premier League for top four, so it's not that we are just focusing on this competition. No, we are focusing also on the Premier League."
5. 00:46 SOUNDBITE (English): Antonio Rudiger, Chelsea defender (on Sunday's League Cup final meeting with Manchester City):
"I think there's not much to say about Sunday. Everyone knows it's important and, yeah, we have to, make something good."
Q: "What would it mean to you to win a, trophy, on Sunday?"
"It's always nice to win something and last season I won in Wembley (the FA Cup) and it was a, fantastic moment and, we'll try to do the same."  
6. 01:11 Various of Callum Hudson-Odoi being interviewed
7. 01:19 Ethan Ampadu walking to interview
8. 01:22 SOUNDBITE (English): Ethan Ampadu, Chelsea defender (on reaching the draw for the round of 16):
"That was the main target, to get through. Obviously, we came in here with a lead, but we knew that it was going to be a tough game, as it proved to be in the first half. And then, (we scored a) couple of goals. (It gave us a bit of) Breathing space but, so we could get into our game a bit more. But yes, that was our main aim, just to get into the draw for the next round."
9. 01:41 SOUNDBITE (English): Ethan Ampadu, Chelsea defender (asked if the team were determined to get back to winning ways following Monday's 2-0 defeat to Manchester United in the English Premier League):
"Well, after any loss you want to come back with a win straight away, no matter who it's against. So, I think that was the main thing, just to sort of get the win after a loss."   
10. 01:54 SOUNDBITE (English): Ethan Ampadu, Chelsea defender (asked what the mood is like in the squad):
"We're all focused, we're all determined and we all... have the same plan. We all know what we need to do to progress and do what we want to do."
SOURCE: Premier League Productions
DURATION: 02:06
STORYLINE:
Chelsea booked their place in the last 16 of the UEFA Europa League after beating visitors Malmo 3-0 on Thursday for a 5-1 aggregate victory in the round of 32 tie.
Leading 2-1 after the first leg in Sweden, Chelsea increased their advantage ten minutes into the second half, with Olivier Giroud breaking the deadlock on the night.
Ross Barkley increased the lead in the 74th minute with a perfectly executed free kick - the England international's matching Giroud's feat of scoring in both legs of the tie.
And Callum Hudson-Odoi - a target for Bayern Munich in the last transfer window - sealed the win ten minutes later.
The result eased some of the pressure on manager Maurizio Sarri and kept Chelsea on target to win the Europa League for a second time in the space of seven seasons.
ADDITIONAL INFORMATION:
The 'Blues' can claim their first piece of silverware for the season when they meet Manchester City in the League Cup final at Wembley Stadium on Sunday.  
Last Updated : Feb 22, 2019, 2:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.