ETV Bharat / bharat

মুম্বইতে বৃষ্টিতে অবতরণের সময় চাকা পিছলে গেল বিমানের - mumbai jaipur plane

ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে অবতরণের সময় পিছলে রানওয়ে থেকে বেরিয়ে গেল একটি বিমান । জয়পুর-মুম্বই (SG- 6237) রুটের স্পাইসজেটের ওই বিমানে যাত্রী ছিলেন 167 জন ।

ছবি সৌজন্যে : ANI
author img

By

Published : Jul 2, 2019, 8:59 AM IST

Updated : Jul 2, 2019, 10:29 AM IST

মুম্বই, 2 জুলাই : ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে অবতরণের সময় পিছলে রানওয়ে থেকে বেরিয়ে গেল একটি বিমান । জয়পুর-মুম্বই (SG- 6237) রুটের স্পাইসজেটের ওই বিমানে যাত্রী ছিলেন 167 জন । এই দুর্ঘটনার জেরে বিমানবন্দরের প্রধান রানওয়েটি আপাতত বন্ধ রাখা হয়েছে । অন্য রানওয়ে দিয়ে যাতায়াত করছে বিমানগুলি । এই বিমানবন্দরে নামার কথা ছিল এমন 54টি বিমানকে আহমেদাবাদ ও বেঙ্গালুরুর বিমানবন্দরে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

প্রায় সাত দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে । গোটা মুম্বই এখন কার্যত জলমগ্ন । ব্যাহত সেখানকার জনজীবন । গতকাল রাত থেকে অতি ভারী বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে ইতিমধ্যেই মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 20 জনের । অনেক জায়গায় রেললাইন জলমগ্ন । তাই বিমান পরিষেবার পাশাপাশি ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা । বাতিল হয়েছে একাধিক বিমান ও ট্রেন ।

বৃষ্টির মধ্যে অবতরণের সময় গতকাল রাতে স্পাইসজেটের বিমানের চাকা পিছলে যায় । এর জেরে বিমানটি রানওয়ে থেকে বেরিয়ে যায় । দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয় । যাত্রীরা আতঙ্কিত হলেও সকলেই নিরাপদে রয়েছেন ।


অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে মহারাষ্ট্র সরকার মুম্বই, কল্যাণ ও থানের সব সরকারি ও বেসরকারি স্কুলে আজ ছুটি ঘোষণা করেছে ।

মুম্বই, 2 জুলাই : ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে অবতরণের সময় পিছলে রানওয়ে থেকে বেরিয়ে গেল একটি বিমান । জয়পুর-মুম্বই (SG- 6237) রুটের স্পাইসজেটের ওই বিমানে যাত্রী ছিলেন 167 জন । এই দুর্ঘটনার জেরে বিমানবন্দরের প্রধান রানওয়েটি আপাতত বন্ধ রাখা হয়েছে । অন্য রানওয়ে দিয়ে যাতায়াত করছে বিমানগুলি । এই বিমানবন্দরে নামার কথা ছিল এমন 54টি বিমানকে আহমেদাবাদ ও বেঙ্গালুরুর বিমানবন্দরে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

প্রায় সাত দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে । গোটা মুম্বই এখন কার্যত জলমগ্ন । ব্যাহত সেখানকার জনজীবন । গতকাল রাত থেকে অতি ভারী বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে ইতিমধ্যেই মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 20 জনের । অনেক জায়গায় রেললাইন জলমগ্ন । তাই বিমান পরিষেবার পাশাপাশি ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা । বাতিল হয়েছে একাধিক বিমান ও ট্রেন ।

বৃষ্টির মধ্যে অবতরণের সময় গতকাল রাতে স্পাইসজেটের বিমানের চাকা পিছলে যায় । এর জেরে বিমানটি রানওয়ে থেকে বেরিয়ে যায় । দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয় । যাত্রীরা আতঙ্কিত হলেও সকলেই নিরাপদে রয়েছেন ।


অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে মহারাষ্ট্র সরকার মুম্বই, কল্যাণ ও থানের সব সরকারি ও বেসরকারি স্কুলে আজ ছুটি ঘোষণা করেছে ।

New Delhi, Jul 02 (ANI): The recent wave of Hong Kong protests marked a break from the peaceful demonstrations against the controversial extradition bill after a group of protesters smashed their way into the offices of the legislature and wrecked the building on Monday evening. Protesters removed metal fencing and smashed glass doors at the Legislative Council building, prompting the Council to issue a "red alert" for the first time in Hong Kong's history, The Washington Times reported. Videos broadcasted from inside the building by local television networks showed riot police standing behind metal shutters as protesters repeatedly slammed against them and tried to pry them open in an apparent effort to fully enter the government complex. July 1, the anniversary of the handover, has always been marked by marches featuring hundreds of thousands of people who want to demonstrate Hong Kong's unique status and democratic characteristics. In recent weeks, Hong Kong has been shaken by huge demonstrations against a controversial extradition bill which many fear could be used to deport political activists and dissidents to mainland China. The said bill was proposed on April 3, and its opposers argue that its controversial amendments will leave anyone on Hong Kong soil vulnerable to being grabbed by the Chinese authorities for political reasons or inadvertent business offences.
Last Updated : Jul 2, 2019, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.