কাদিরি(অন্ধ্রপ্রদেশ), 27 মে : অন্ধ্রপ্রদেশে গণনাকেন্দ্রের বাইরে পুলিশ অফিসারকে স্যালুট করছেন জয়ী প্রার্থী । প্রীতি স্যালুট করেন ওই পুলিশ অফিসারও । পারস্পরিক সৌজন্যতার এই ছবি ভাইরাল হয়েছে টুইটারে । কিন্তু, কেন স্যালুট করলেন ওই প্রার্থী ? এর নেপথ্যে রয়েছে এক কাহিনি । পুলিশ থেকে সাংসদ হওয়ার গভীর প্রেক্ষাপট ।
গোরান্তলা মাধব । অন্ধ্রপ্রদেশের হিন্দুপুর লোকসভা কেন্দ্র থেকে ওয়াই এস আর কংগ্রেসের টিকিটে বিপুল ভোটে জিতেছেন তিনি । হারিয়েছেন TDP (তেলুগু দেশম পার্টি)-র প্রার্থী কৃষ্টাপ্পা নিম্মালাকে ।
গোরান্তলা মাধব অন্ধ্রপ্রদেশের কাদরির প্রাক্তন সার্কেল ইন্সপেক্টর । কিন্তু, তিনি পুলিশের চাকরি ছেড়ে রাজনীতিতে গেলেন কেন ? এর নেপথ্যে রয়েছে এক কাহিনি । ঘটনার প্রেক্ষাপট তাদিপাত্রির চিন্নাপোলামাডা গ্রামের একটি হিংসাকে কেন্দ্র করে । অনন্তপুরার প্রাক্তন সাংসদ জে সি দিবাকর রেড্ডি পুলিশকে হিজড়া বলে কটাক্ষ করেন । পালটা আক্রমণ করেন সার্কেল ইন্সপেক্টর গোরান্তলা মাধবও । পুলিশকে অশালীন ভাষায় আক্রমণ করায় দিবাকর রেড্ডিকে সাবধান করেন তিনি । জিভ টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন ।
উভয়ের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় । সার্কেল ইন্সপেক্টরকে চ্যালেঞ্জ করেন ওই প্রাক্তন সাংসদ । বলেন, "সাহস থাকলে পুলিশের উর্দি ছাড়া কাদরিতে আপনার বাড়ির সামনে বা অনন্তপুরার ক্লক টাওয়ারের সামনে আসুন । আমিও খাদি পোশাক ছাড়াই যাব । আপনি কী আসবেন না আমি যাব ?"
এরপরই পুলিশের চাকরি ছেড়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন মাধব । নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, জেতেনও । এরই মাঝে সামনে আসে গণনাকেন্দ্রের বাইরে CID-র DSP তথা মাধবের প্রাক্তন ঊর্ধ্বতন অফিসার মেহবব বাশাকে স্যালুট করার ছবি । ছবিটি ভাইরাল হওয়ার পর অনেকে প্রোটোকল নিয়ে প্রশ্ন তোলেন । এর উত্তরও দেন মাধব । বলেন, "আমি প্রথমে আমার DSP-কে স্যালুট করি । তারপর তিনি আমায় প্রীতি স্যালুট করেন । আমি ওঁকে সম্মান করি । এটা উভয়ের মধ্যে একটা পারস্পরিক সম্মান প্রদর্শন ছাড়া আর কিছু না ।"