ETV Bharat / bharat

পুলিশ অফিসারকে স্যালুট সাংসদের, কেন... - J.C. Diwakar Reddy

গণনাকেন্দ্রের বাইরে পুলিশ অফিসারকে স্যালুট জয়ী প্রার্থীর । প্রীতি স্যালুট পুলিশ অফিসারেরও । টুইটারে ভাইরাল হয়েছে এই ছবি ।

ফাইল ফোটো
author img

By

Published : May 27, 2019, 9:47 AM IST

কাদিরি(অন্ধ্রপ্রদেশ), 27 মে : অন্ধ্রপ্রদেশে গণনাকেন্দ্রের বাইরে পুলিশ অফিসারকে স্যালুট করছেন জয়ী প্রার্থী । প্রীতি স্যালুট করেন ওই পুলিশ অফিসারও । পারস্পরিক সৌজন্যতার এই ছবি ভাইরাল হয়েছে টুইটারে । কিন্তু, কেন স্যালুট করলেন ওই প্রার্থী ? এর নেপথ্যে রয়েছে এক কাহিনি । পুলিশ থেকে সাংসদ হওয়ার গভীর প্রেক্ষাপট ।

গোরান্তলা মাধব । অন্ধ্রপ্রদেশের হিন্দুপুর লোকসভা কেন্দ্র থেকে ওয়াই এস আর কংগ্রেসের টিকিটে বিপুল ভোটে জিতেছেন তিনি । হারিয়েছেন TDP (তেলুগু দেশম পার্টি)-র প্রার্থী কৃষ্টাপ্পা নিম্মালাকে ।

গোরান্তলা মাধব অন্ধ্রপ্রদেশের কাদরির প্রাক্তন সার্কেল ইন্সপেক্টর । কিন্তু, তিনি পুলিশের চাকরি ছেড়ে রাজনীতিতে গেলেন কেন ? এর নেপথ্যে রয়েছে এক কাহিনি । ঘটনার প্রেক্ষাপট তাদিপাত্রির চিন্নাপোলামাডা গ্রামের একটি হিংসাকে কেন্দ্র করে । অনন্তপুরার প্রাক্তন সাংসদ জে সি দিবাকর রেড্ডি পুলিশকে হিজড়া বলে কটাক্ষ করেন । পালটা আক্রমণ করেন সার্কেল ইন্সপেক্টর গোরান্তলা মাধবও । পুলিশকে অশালীন ভাষায় আক্রমণ করায় দিবাকর রেড্ডিকে সাবধান করেন তিনি । জিভ টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন ।

উভয়ের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় । সার্কেল ইন্সপেক্টরকে চ্যালেঞ্জ করেন ওই প্রাক্তন সাংসদ । বলেন, "সাহস থাকলে পুলিশের উর্দি ছাড়া কাদরিতে আপনার বাড়ির সামনে বা অনন্তপুরার ক্লক টাওয়ারের সামনে আসুন । আমিও খাদি পোশাক ছাড়াই যাব । আপনি কী আসবেন না আমি যাব ?"

এরপরই পুলিশের চাকরি ছেড়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন মাধব । নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, জেতেনও । এরই মাঝে সামনে আসে গণনাকেন্দ্রের বাইরে CID-র DSP তথা মাধবের প্রাক্তন ঊর্ধ্বতন অফিসার মেহবব বাশাকে স্যালুট করার ছবি । ছবিটি ভাইরাল হওয়ার পর অনেকে প্রোটোকল নিয়ে প্রশ্ন তোলেন । এর উত্তরও দেন মাধব । বলেন, "আমি প্রথমে আমার DSP-কে স্যালুট করি । তারপর তিনি আমায় প্রীতি স্যালুট করেন । আমি ওঁকে সম্মান করি । এটা উভয়ের মধ্যে একটা পারস্পরিক সম্মান প্রদর্শন ছাড়া আর কিছু না ।"

কাদিরি(অন্ধ্রপ্রদেশ), 27 মে : অন্ধ্রপ্রদেশে গণনাকেন্দ্রের বাইরে পুলিশ অফিসারকে স্যালুট করছেন জয়ী প্রার্থী । প্রীতি স্যালুট করেন ওই পুলিশ অফিসারও । পারস্পরিক সৌজন্যতার এই ছবি ভাইরাল হয়েছে টুইটারে । কিন্তু, কেন স্যালুট করলেন ওই প্রার্থী ? এর নেপথ্যে রয়েছে এক কাহিনি । পুলিশ থেকে সাংসদ হওয়ার গভীর প্রেক্ষাপট ।

গোরান্তলা মাধব । অন্ধ্রপ্রদেশের হিন্দুপুর লোকসভা কেন্দ্র থেকে ওয়াই এস আর কংগ্রেসের টিকিটে বিপুল ভোটে জিতেছেন তিনি । হারিয়েছেন TDP (তেলুগু দেশম পার্টি)-র প্রার্থী কৃষ্টাপ্পা নিম্মালাকে ।

গোরান্তলা মাধব অন্ধ্রপ্রদেশের কাদরির প্রাক্তন সার্কেল ইন্সপেক্টর । কিন্তু, তিনি পুলিশের চাকরি ছেড়ে রাজনীতিতে গেলেন কেন ? এর নেপথ্যে রয়েছে এক কাহিনি । ঘটনার প্রেক্ষাপট তাদিপাত্রির চিন্নাপোলামাডা গ্রামের একটি হিংসাকে কেন্দ্র করে । অনন্তপুরার প্রাক্তন সাংসদ জে সি দিবাকর রেড্ডি পুলিশকে হিজড়া বলে কটাক্ষ করেন । পালটা আক্রমণ করেন সার্কেল ইন্সপেক্টর গোরান্তলা মাধবও । পুলিশকে অশালীন ভাষায় আক্রমণ করায় দিবাকর রেড্ডিকে সাবধান করেন তিনি । জিভ টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন ।

উভয়ের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় । সার্কেল ইন্সপেক্টরকে চ্যালেঞ্জ করেন ওই প্রাক্তন সাংসদ । বলেন, "সাহস থাকলে পুলিশের উর্দি ছাড়া কাদরিতে আপনার বাড়ির সামনে বা অনন্তপুরার ক্লক টাওয়ারের সামনে আসুন । আমিও খাদি পোশাক ছাড়াই যাব । আপনি কী আসবেন না আমি যাব ?"

এরপরই পুলিশের চাকরি ছেড়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন মাধব । নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, জেতেনও । এরই মাঝে সামনে আসে গণনাকেন্দ্রের বাইরে CID-র DSP তথা মাধবের প্রাক্তন ঊর্ধ্বতন অফিসার মেহবব বাশাকে স্যালুট করার ছবি । ছবিটি ভাইরাল হওয়ার পর অনেকে প্রোটোকল নিয়ে প্রশ্ন তোলেন । এর উত্তরও দেন মাধব । বলেন, "আমি প্রথমে আমার DSP-কে স্যালুট করি । তারপর তিনি আমায় প্রীতি স্যালুট করেন । আমি ওঁকে সম্মান করি । এটা উভয়ের মধ্যে একটা পারস্পরিক সম্মান প্রদর্শন ছাড়া আর কিছু না ।"

New Delhi, May 27 (ANI): United Progressive Alliance (UPA) chairperson Sonia Gandhi paid tribute to Jawaharlal Nehru at Shantivan, on his death anniversary on Monday. Congress president Rahul Gandhi also paid tribute to the first prime minister of India. Nehru passed away on May 27, 1964.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.