ETV Bharat / bharat

ভারতীয় সেনার সঙ্গে পেরে ওঠবে না, এবার বোঝা উচিত পাকিস্তানের : অ্যান্টনি - ak antony

ভারতীয় সেনার সঙ্গে পেরে উঠবে না পাকিস্তান বললেন, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।

এ কে অ্যান্টনি
author img

By

Published : Feb 26, 2019, 5:29 PM IST

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : "আমি সত্যিই খুব খুশি। আমাদের সেনাবাহিনীর জন্য আমি গর্বিত। এটি একটি ঐতিহাসিক এবং দুঃসাহসিক অভিযান।" আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর একথা বলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।

এ কে অ্যান্টনি

তিনি আরও বলেন, "ভারতীয় বায়ুসেনাকে আমি স্যালিউট জানাই। এই অভিযানের মাধ্যমে পাকিস্তানের মাটিতে অনেক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে তারা। আমি পাকিস্তানকে বলতে চাই এবার তাদের বোঝা উচিত। ওরা কখনই ভারতীয় সেনার সঙ্গে পেরে উঠবে না। এটা বুঝলে ওদেরই ভালো হবে।"

আজ ভোর সাড়ে তিনটে নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে(PoK) জঙ্গিঘাঁটিতে অভিযান চালানো হয়। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গিঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। সূত্রের খবর, নিকেশ হয়েছে ৩০০-র বেশি জঙ্গি। ধ্বংস করা হয়েছে ২০০টির বেশি AK রাইফেল, অসংখ্য হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরক ও ডিটোনেটর।

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : "আমি সত্যিই খুব খুশি। আমাদের সেনাবাহিনীর জন্য আমি গর্বিত। এটি একটি ঐতিহাসিক এবং দুঃসাহসিক অভিযান।" আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর একথা বলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।

এ কে অ্যান্টনি

তিনি আরও বলেন, "ভারতীয় বায়ুসেনাকে আমি স্যালিউট জানাই। এই অভিযানের মাধ্যমে পাকিস্তানের মাটিতে অনেক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে তারা। আমি পাকিস্তানকে বলতে চাই এবার তাদের বোঝা উচিত। ওরা কখনই ভারতীয় সেনার সঙ্গে পেরে উঠবে না। এটা বুঝলে ওদেরই ভালো হবে।"

আজ ভোর সাড়ে তিনটে নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে(PoK) জঙ্গিঘাঁটিতে অভিযান চালানো হয়। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গিঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। সূত্রের খবর, নিকেশ হয়েছে ৩০০-র বেশি জঙ্গি। ধ্বংস করা হয়েছে ২০০টির বেশি AK রাইফেল, অসংখ্য হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরক ও ডিটোনেটর।


Nagpur (Maharashtra), Feb 26 (ANI): After the news of Indian Air Force (IAF) striking terror launch pads of Jaish-e-Mohammad (JeM) in Pakistan occupied Kashmir (PoK) came out, people were seen celebrating the aerial surgical strike conducted by the Indian Air Force's (IAF) in the wee hours of Tuesday. The surgical strike comes after few days of Pulwama attack. As many as 40 CRPF jawans lost their lives in the attack.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.