শ্রীনগর, 4 সেপ্টেম্বর : কাশ্মীরে অনুপ্রবেশের সময় ভারতীয় সেনার কাছে ধরা পড়েছিল দুই পাকিস্তানি নাগরিক ৷ ভারতীয় সেনার পক্ষ থেকে সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করা হয় ৷ সেই ভিডিয়োয় গ্রেপ্তার হওয়া মহম্মদ খালিল এবং মহম্মদ নাজ়িমকে বয়ান দিতে দেখা যায় ৷ ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়, জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত তারা৷
গ্রেপ্তার করার পর বুধবার লেফ্টেন্যান্ট জেনেরাল ধিলোন এবং জম্মু-কাশ্মীর পুলিশের ADG মুনির খান একটি সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে ভারতীয় সেনা ভিডিয়োটি প্রকাশ করে৷ ভারতীয় সেনার পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করায় ভিডিয়োয় মহম্মদ খালিল এবং মহম্মদ নাজ়িম স্বীকার করে নেয় তারা পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা ৷ মুজাহিদ্দিনের হয়ে কাজ করে৷ দু'জনই পাকিস্তানের ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে ৷
লেফ্টেন্যান্ট জেনেরাল ধিলোন বলেন , "5ই অগাস্টের পর পাকিস্তান উপত্যকার শান্তি নষ্ট করার চেষ্টা করছে ৷ পাকিস্তান কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে ৷ 21 অগাস্ট আমরা দুই পাক নাগরিককে গ্রেপ্তার করি ৷ তাঁরা দুজনেই জঙ্গি সংগঠন লস্কর-এ-তইবার সঙ্গে যুক্ত ৷ "