ETV Bharat / bharat

370 ধারার জন্যই জম্মু-কাশ্মীরে অস্ত্র রপ্তানি করেছে পাকিস্তান, তোপ শাহের

author img

By

Published : Oct 16, 2019, 7:22 PM IST

আজ হরিয়ানার টিগাঁওয়ে নির্বাচনী প্রচারে আসেন অমিত শাহ ৷ সেখানে তিনি বলেন, 370 ধারা থাকার জন্যই জম্মু ও কাশ্মীরের যুবকদের ভুল পথে চালিত করেছে পাকিস্তান ৷ তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে ৷

ছবি

চণ্ডীগড়, 16 অক্টোবর : 370 ধারা ও তা প্রত্যাহার প্রসঙ্গে আবারও নিজেদের অবস্থান তুলে ধরলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আবারও চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করলেন কংগ্রেস সরকারের ব্যর্থতা ৷ খোঁচা দিলেন সন্ত্রাসবাদ দমনে কংগ্রেস সরকারের নিষ্ক্রিয়তাকে ৷ বললেন, 370 ধারার জন্যই জম্মু ও কাশ্মীরের যুবকদের ভুল পথে চালিত করার সুযোগ পেয়েছে পাকিস্তান ৷

আজ হরিয়ানার টিগাঁওয়ে নির্বাচনী প্রচারে আসেন অমিত শাহ ৷ সেখানে তিনি বলেন, "370 ধারা থাকার জন্যই জম্মু ও কাশ্মীরের যুবকদের ভুল পথে চালিত করেছে পাকিস্তান ৷ তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে৷ 90-র দশকে কংগ্রেস আমলে সন্ত্রাসবাদের শুরু ৷ সে দিন থেকে আজ পর্যন্ত ৷ প্রায় 40,000 মানুষ প্রাণ হারিয়েছেন ৷ কিন্তু কংগ্রেস 370 ধারা প্রত্যাহার করতে পারেনি ৷"

BJP-র সর্বভারতীয় সভাপতি দাবি, "যখন পাকিস্তানের সেনারা চূড়ান্ত থেকে চৃড়ান্ততম পদক্ষেপ করেছে তখনও চুপ থেকেছে কংগ্রেস ৷ কংগ্রেসের শাসনকালের শেষ দশ বছরে নীরব প্রধানমন্ত্রী একবারও তাঁর মুখ খোলেননি ৷ এমনকি যখন পাকিস্তান আমাদের সেনার মাথা কাটল, তখনও তিনি চুপ ছিলেন ৷ উরি ও পুলওয়ামার ক্ষেত্রেও তারা চুপ থাকার চেষ্টা করেছিল ৷ কিন্তু এবার আমরা সার্জিকাল স্ট্রাইক ও আকাশপথে হামলা চালিয়ে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিয়েছি৷"

অমিত শাহর বক্তব্য, "হরিয়ানা সাহসীদের ভূমি । এখানে এমন কোনও গ্রাম নেই যেখানকার সন্তানরা শহিদ হননি ৷ কংগ্রেস বলে, আমরা রক্তের দালালি করি ৷ আমরা আমাদের সাহসী জওয়ানদের রক্তের প্রতিশোধ নিতে যথাসাধ্য করেছি৷"

নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরেরও প্রশংসা করেন তিনি ৷ বলেন, "গত পাঁচ বছর ধরে রাজ্যে দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ সরকার পরিচালনা করেছেন মনোহরলাল খট্টর৷ সুপারিশের মাধ্যমে কেউ চাকরি পাননি এখানে৷ এই কৃতিত্ব তাঁর প্রাপ্য ৷ তাঁর নেতৃত্বেই এই অঞ্চলে উন্নয়ন সম্ভব ৷"

চণ্ডীগড়, 16 অক্টোবর : 370 ধারা ও তা প্রত্যাহার প্রসঙ্গে আবারও নিজেদের অবস্থান তুলে ধরলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আবারও চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করলেন কংগ্রেস সরকারের ব্যর্থতা ৷ খোঁচা দিলেন সন্ত্রাসবাদ দমনে কংগ্রেস সরকারের নিষ্ক্রিয়তাকে ৷ বললেন, 370 ধারার জন্যই জম্মু ও কাশ্মীরের যুবকদের ভুল পথে চালিত করার সুযোগ পেয়েছে পাকিস্তান ৷

আজ হরিয়ানার টিগাঁওয়ে নির্বাচনী প্রচারে আসেন অমিত শাহ ৷ সেখানে তিনি বলেন, "370 ধারা থাকার জন্যই জম্মু ও কাশ্মীরের যুবকদের ভুল পথে চালিত করেছে পাকিস্তান ৷ তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে৷ 90-র দশকে কংগ্রেস আমলে সন্ত্রাসবাদের শুরু ৷ সে দিন থেকে আজ পর্যন্ত ৷ প্রায় 40,000 মানুষ প্রাণ হারিয়েছেন ৷ কিন্তু কংগ্রেস 370 ধারা প্রত্যাহার করতে পারেনি ৷"

BJP-র সর্বভারতীয় সভাপতি দাবি, "যখন পাকিস্তানের সেনারা চূড়ান্ত থেকে চৃড়ান্ততম পদক্ষেপ করেছে তখনও চুপ থেকেছে কংগ্রেস ৷ কংগ্রেসের শাসনকালের শেষ দশ বছরে নীরব প্রধানমন্ত্রী একবারও তাঁর মুখ খোলেননি ৷ এমনকি যখন পাকিস্তান আমাদের সেনার মাথা কাটল, তখনও তিনি চুপ ছিলেন ৷ উরি ও পুলওয়ামার ক্ষেত্রেও তারা চুপ থাকার চেষ্টা করেছিল ৷ কিন্তু এবার আমরা সার্জিকাল স্ট্রাইক ও আকাশপথে হামলা চালিয়ে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিয়েছি৷"

অমিত শাহর বক্তব্য, "হরিয়ানা সাহসীদের ভূমি । এখানে এমন কোনও গ্রাম নেই যেখানকার সন্তানরা শহিদ হননি ৷ কংগ্রেস বলে, আমরা রক্তের দালালি করি ৷ আমরা আমাদের সাহসী জওয়ানদের রক্তের প্রতিশোধ নিতে যথাসাধ্য করেছি৷"

নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরেরও প্রশংসা করেন তিনি ৷ বলেন, "গত পাঁচ বছর ধরে রাজ্যে দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ সরকার পরিচালনা করেছেন মনোহরলাল খট্টর৷ সুপারিশের মাধ্যমে কেউ চাকরি পাননি এখানে৷ এই কৃতিত্ব তাঁর প্রাপ্য ৷ তাঁর নেতৃত্বেই এই অঞ্চলে উন্নয়ন সম্ভব ৷"

New Delhi, Oct 16 (ANI): Delhi Police busted inter-state gang of robbers and arrested two accused Amber Jafri and Mohd. Abbas. Accused Amber was carrying reward of Rs.50,000 declared by CP of Delhi. In order to earn quick money, accused persons started committing robbery and snatching and sooner they became expert in such crimes. Team of Delhi Police gathered information about these dreaded and rewarded criminals. Police team developed the information and a trap was laid at Madanpur Khadar area. Two persons on a motorcycle were seen coming from Yamuna Bank side. Finding surrounded by the police team, they tried to escape and the rider took out his pistol and tried to run away from the spot by pointing the pistol towards the police team. Police team successfully snatched the pistol of the accused and overpowered them. Police team has recovered sophisticated pistol, knife and motorcycle used for robbery from their possession.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.